ETV Bharat / state

ভোটের দুপুরে পাতে খাসি, চিংড়ি; ইলাহি ভূরিভোজ করালেন ভাঙড়ের তৃণমূল নেতা

ভাঙড়ের ভোগালি 2 নম্বর পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল অঞ্চল সভাপতি মোদাসের হোসেন ভোটার ও দলীয় কর্মীদের জন্য ভূরিভোজের আয়োজন করে বিতর্কে জড়ালেন ।

চলছে আয়োজন
author img

By

Published : May 19, 2019, 8:09 PM IST

Updated : May 19, 2019, 10:59 PM IST

ভাঙড়, 19 মে : খাসির মাংস, আলু চোখা, ডাল, পটল চিংড়ি, সাদা ভাত । কী নেই মেনুতে ? দলীয় কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ ভোটারের জন্য রবিবাসরীয় দুপুরে এমনই ইলাহি খাওয়া-দাওয়ার আয়োজন করেছিলেন ভাঙড়ের ভোগালি 2 নম্বর পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল অঞ্চল সভাপতি মোদাসের হোসেন । বিরোধীদের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতেই এই আয়োজন করেছেন মোদাসের ।

ভিডিয়োয় দেখুন

মোদাসের হোসেনের বাড়ি কাঁঠালিয়া পূর্ব পাড়াতে । গতরাতে তাঁর বাড়ির পিছনে ত্রিপল খাটিয়ে শুরু হয় রান্না । ভোগালি 2 নম্বর অঞ্চলে মোট বুথ সংখ্যা 17 । সেইসব বুথের প্রায় 6000 সক্রিয় তৃণমূল কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ-ভোটারদের জন্য দুপুরে ভূরিভোজের আয়োজন করেছিলেন তিনি । মোদাসের বলেন, "3 কুইন্টাল খাসির মাংস, আলু চোখা, ডাল, পটল চিঙড়ি, সাদা ভাত । যারা ভোট দিচ্ছে তারা খাবে । যারা পরিশ্রম করছে তারা খাবে । রমজান মাস চলছে তাই যারা রোজা করছে তারা সন্ধের পর এসে খাবে । সেইভাবেই আয়োজন করা হয়েছে ।" তিনি আরও বলেন, "এর আগেও বলেছি, এখনও বলছি দিদির উন্নয়ন পশ্চিমবাংলায় ছেয়ে গেছে । আগেও বলেছি, এখানে বিরোধীরা কোনও এজেন্ট খুঁজে পাবে না । মানুষ আনন্দে উৎফুল্ল হয়ে জোড়া-ফুল চিহ্নে ছাপ দিচ্ছে ।" বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, "এখানে যারা CPI(M) করত, তারা তো সব আমাদের সঙ্গে । তাই ওরা এজেন্ট খুঁজে পাবে কোথায় ? আর ভাঙড়ে BJP-র তো কোনও অস্তিত্ব নেই । "

ভাঙড়, 19 মে : খাসির মাংস, আলু চোখা, ডাল, পটল চিংড়ি, সাদা ভাত । কী নেই মেনুতে ? দলীয় কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ ভোটারের জন্য রবিবাসরীয় দুপুরে এমনই ইলাহি খাওয়া-দাওয়ার আয়োজন করেছিলেন ভাঙড়ের ভোগালি 2 নম্বর পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল অঞ্চল সভাপতি মোদাসের হোসেন । বিরোধীদের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতেই এই আয়োজন করেছেন মোদাসের ।

ভিডিয়োয় দেখুন

মোদাসের হোসেনের বাড়ি কাঁঠালিয়া পূর্ব পাড়াতে । গতরাতে তাঁর বাড়ির পিছনে ত্রিপল খাটিয়ে শুরু হয় রান্না । ভোগালি 2 নম্বর অঞ্চলে মোট বুথ সংখ্যা 17 । সেইসব বুথের প্রায় 6000 সক্রিয় তৃণমূল কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ-ভোটারদের জন্য দুপুরে ভূরিভোজের আয়োজন করেছিলেন তিনি । মোদাসের বলেন, "3 কুইন্টাল খাসির মাংস, আলু চোখা, ডাল, পটল চিঙড়ি, সাদা ভাত । যারা ভোট দিচ্ছে তারা খাবে । যারা পরিশ্রম করছে তারা খাবে । রমজান মাস চলছে তাই যারা রোজা করছে তারা সন্ধের পর এসে খাবে । সেইভাবেই আয়োজন করা হয়েছে ।" তিনি আরও বলেন, "এর আগেও বলেছি, এখনও বলছি দিদির উন্নয়ন পশ্চিমবাংলায় ছেয়ে গেছে । আগেও বলেছি, এখানে বিরোধীরা কোনও এজেন্ট খুঁজে পাবে না । মানুষ আনন্দে উৎফুল্ল হয়ে জোড়া-ফুল চিহ্নে ছাপ দিচ্ছে ।" বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, "এখানে যারা CPI(M) করত, তারা তো সব আমাদের সঙ্গে । তাই ওরা এজেন্ট খুঁজে পাবে কোথায় ? আর ভাঙড়ে BJP-র তো কোনও অস্তিত্ব নেই । "

Intro:ভাঙড়ে সাধারণ ভোটারদের আশ্বস্ত করতে বাড়িতে বাড়িতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী কথা বলছে। এমন ঘটনায় এর আগে তৃণমূল নেতৃত্ব অভিযোগ জানিয়েছিল। ভাঙড়ে ঢুকল ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সকাল সকাল রুট মার্চ ভাঙড়ের বিভিন্ন এলাকা সহ পাওয়ার গ্রীড এলাকায়। এদিন পাওয়ার গ্রীড এলাকায় রুট মার্চের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আধা সামরিক বাহিনীর অফিসাররা। আস্বস্থ করেন ভোট দেওয়ার এবং সমস্যা হলে জানানোর। Body:কাশিপুর থানার অফিসার দের সঙ্গে নিয়ে ভাঙড়ে পাওয়ার গ্রীড এলাকা শ্যামনগর, খামারআইট, মাছি ভাঙা এলাকায় রুট মার্চ করলেন সামরিক বাহিনী। উল্লেখ্য জেলা প্রশাসন সূত্রে খবর, ভাঙড় বিধানসভার কাশীপুর, ভাঙড় ও কলকাতা লেদার কমপ্লেক্স থানা মিলিয়ে ১৮ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে ভাঙড়ে। ভাঙড় ১ ব্লকের ৩ টি ও ভাঙড় ২ ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েত এলাকা মিলিয়ে মোট বুথের সংখ্যা ২৭৭ টি। যার মধ্যে আবার ১১১ টি বুথকে স্পর্শকাতর বা অতি স্পর্শ কাতর হিসাবে ধরা হয়েছে। ৫টি মহিলা পরিচালিত বুথ ও ২৫ টি ওয়েব কাস্টিং বুথও থাকছে।Conclusion:মোট ১৬০ টি ভোট গ্রহন কেন্দ্র ও ১০ টি কুইক রেসপন্স টিম মিলিয়ে প্রায় আঠারোসো সেনা জওয়ান ভোটের দিন ভাঙড়ে মোতায়েন থাকবেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভাঙড়ে মোট ২ লক্ষ ৫১ হাজার ৯৫৬ জন ভোটার আছেন। যাঁদের মধ্যে ৩২৩৭ জন ভোটার বিশেষ ভাবে সক্ষম। সবমিলিয়ে আড়াই লক্ষ ভোটার যাতে সুষ্ট ও অবাধ মতদান করতে পারেন তাঁর জন্য বিতর্কিত ভাঙড়ে অভাবনীয় উদ্যোগ নিয়েছে কমিশন। ভাঙ্গড় এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে আজ কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে বিভিন্ন রাস্তায়। আর কয়েকদিন মাত্র বাকি দক্ষিণ 24 পরগনা জেলার চারটি কেন্দ্রে ভোট ।আর তার আগেই কেন্দ্রীয় বাহিনীর রোডমার্চ করে সাধারণ ভোটারদের আশ্বস্ত করছে ভোট দানের জন্য।
Last Updated : May 19, 2019, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.