ভাঙড়, 7 এপ্রিল : প্রাথমিক শিক্ষকের তৈরি ভাড়া বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ (Honeytrap at Teachers House) ৷ দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা এমনটাই অভিযোগ করে আসছেন ৷ পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়রা ৷ বৃহস্পতিবার স্থানীয়দের তৎপরতায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ ৷
দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ভাতছালা এলাকার প্রাথমিক শিক্ষক আবদুল মতিন ওরফে মতিন মোল্লা (Honeytrap at South 24 Pargana) ৷ ভাঙড় বিডিও অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে তিনি তিনতলার এক বিশাল বাড়ি তৈরি করেছেন ৷ অনলাইন ও অফলাইন বুকিংয়ের মাধ্যমে পাঁচশো থেকে হাজার টাকার বিনিময়ে ঘর ভাড়া দেওয়া হয় এখানে ৷ সেই বাড়িতেই মধুচক্র চালানোর অভিযোগ তুলেছেন স্থানীয়রা ৷
স্থানীয়রা বলছেন, বিগত কয়েকবছর ধরে এই বাড়িতে ছেলেমেয়েদের আনাগোনা লেগেই থাকে ৷ সকাল-বিকেল অচেনা ছেলেমেয়েদের ভিড় ৷ স্কুলের ছোট ছেলেমেয়েরা একসঙ্গে আসে ৷ বড়রাও আসে ৷ আসামাজিক কাজকর্ম হয় ৷ এই বিষয়ে বারবার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত প্রধান-সহ নেতাদের বলা হলেও কেউ কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ ৷ পাড়ার মধ্যে এই সব কাজ বন্ধ হোক, চাইছিলেন বাসিন্দারা ৷
আরও পড়ুন : Honeycomb Siliguri : সেলুনের আড়ালে দেহব্যবসা, গ্রাহক সেজে পর্দাফাস পুলিশের
সম্প্রতি স্থানীয় বাসিন্দারা কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে এক গৃহবধূ ও তাঁর পরিচিত এক ব্যক্তিকে উদ্ধার করে (Allegations of Honeytrap in the House of a Teacher at Bhangar) । এই ঘটনায় স্থানীয়রা শাসকদল ও পুলিশের একাংশের মদতের অভিযোগ তুলেছেন । শেষ পর্যন্ত ভাঙড় 2 ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন গ্রামবাসীরা ।
এই বিষয়ে বনমালীপুর গ্রামের এক বাসিন্দা বলেন, "মাধ্যমিকের পরীক্ষার শেষে অনেক পরীক্ষার্থী এখানে এসে ঘর ভাড়া নিয়েছিল । পুলিশকে বললে এক দু'দিন বন্ধ থাকে, তারপর আবার সব কিছু শুরু হয়ে যায় আগের মত । মেয়েরা সব বোরখা পরে আসে ৷"
ভাঙড় 2 ব্লকের বিডিও কার্তিকচন্দ্র রায় বলেন, "ওখানে দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর বসছে বলে আমার কাছে অভিযোগ করেছিলেন স্থানীয়রা । আমি পুলিশকে বলেছি বিষয়টি দেখার জন্য ।"
আরও পড়ুন : HONEYCOMB SILIGURI: শিলিগুড়ির হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ, গ্রেফতার 5