ETV Bharat / state

Agitation in Kakdwip: বিদ্যুতের দেখা না-মিললেও হাজির বিল, বিক্ষোভ এলাকাবাসীর - এখনও ইলেকট্রিক নেই কাকদ্বীপ ব্লকের উত্তরপাড়ায়

আশেপাশে বিদ্যুৎ থাকলেও এখনও ইলেকট্রিক নেই কাকদ্বীপ ব্লকের উত্তরপাড়ায় ৷ অথচ প্রতি মাসে আসছে ইলেকট্রিক বিল (Electric Bill)। তাই এই ইলেকট্রিক বিল আসার প্রতিবাদে রাস্তায় নামলেন এলাকাবাসীরা (Agitation by Villagers)।

ETV Bharat
Agitation in Kakdwip
author img

By

Published : Aug 30, 2022, 10:47 PM IST

কাকদ্বীপ, 30 অগস্ট: এখনও গ্রামে নেই বিদ্যুৎ ৷ গত 8 মাস আগে পোঁতা হয়েছে ইলেকট্রিক পোল ৷ লাগানো হয়েছে তারও ৷ কিন্তু গ্রাম এখনও অন্ধকার ৷ অথচ বিদ্যুৎ না-থাকলেও বিল আসছে (Electric Bill) ৷ এ কী করে সম্ভব ! আর এই কারণেই সোমবার গ্রামবাসীরা বিক্ষোভে নেমেছেন কাকদ্বীপ ব্লকের ঢোলাহাট থানার অন্তর্গত উত্তর দুর্গাপুরের উত্তরপাড়ার এলাকাবাসী (Agitation in Kakdwip)৷

স্থানীয় সূত্রে খবর, বারবার বিদ্যুৎ দফতরে (Electricity Department) জানানোর পরও হয়নি সুরাহা ৷ এরপর সমগ্র বিষয়টি নজরে আসে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর মন্টুরাম পাখিরার। প্রাক্তন মন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়ার ৷ এরপর গত 8 মাস আগে এলাকায় বিদ্যুতের খুঁটি পুঁতে কেবল তার টাঙ্গানো হয়েছে। বসেছে ট্রান্সফর্মার ৷ বাড়িতে বাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে ইলেকট্রিক মিটার। কিন্তু দেখা যায় রাতারাতি বিদ্যুৎ দফতর ট্রান্সফর্মারে চার্জিং করে চলে যায়। এলাকার মানুষকে বলে দেওয়া হয় কয়েক দিনের মধ্যেই ট্রান্সফর্মারের সঙ্গে লাইন জুড়ে দেওয়া হবে।

ইলেকট্রিক বিল আসার প্রতিবাদে রাস্তায় নামলেন এলাকাবাসীরা

দীর্ঘ 8 মাস অতিবাহিত হলেও এখনও আসেনি বিদ্যুৎ দফতরের লোকজন ৷ জোড়া হয়নি লাইন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল আসছে মিটারের বিল। যা নিয়ে চিন্তায় পড়েছেন এলাকাবাসী। বিদ্যুৎ দফতরের এই খামখেয়ালীপনার বিরুদ্ধে এদিন গ্রামবাসীদের বিক্ষোভ করন। তবে এখনও নির্বিকার বিদ্যুৎ দফতর। গ্রামবাসীদের দাবি, দুর্গাপুজোর মধ্যে এলাকায় বিদ্যুৎ না-এলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন ৷

আরও পড়ুন: গুন্ডামি ছাড়া তৃণমূল দল চলে না, ডায়মন্ড হারবারের মিছিলে মন্তব্য দিলীপের

এলাকাবাসীর আরও দাবি, দূর থেকে বিদ্যুৎ হুকিং করে আনতে গিয়ে কয়েকদিন আগে মারা গিয়েছেন 26 বছরের এক যুবক। মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছেন চারজন। এ ব্যাপারে গ্রামবাসীরা কাকদ্বীপ বিদ্যুৎ দফতরের আধিকারিক অর্থাৎ স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাইলেও তিনি রাজি হননি।

কাকদ্বীপ, 30 অগস্ট: এখনও গ্রামে নেই বিদ্যুৎ ৷ গত 8 মাস আগে পোঁতা হয়েছে ইলেকট্রিক পোল ৷ লাগানো হয়েছে তারও ৷ কিন্তু গ্রাম এখনও অন্ধকার ৷ অথচ বিদ্যুৎ না-থাকলেও বিল আসছে (Electric Bill) ৷ এ কী করে সম্ভব ! আর এই কারণেই সোমবার গ্রামবাসীরা বিক্ষোভে নেমেছেন কাকদ্বীপ ব্লকের ঢোলাহাট থানার অন্তর্গত উত্তর দুর্গাপুরের উত্তরপাড়ার এলাকাবাসী (Agitation in Kakdwip)৷

স্থানীয় সূত্রে খবর, বারবার বিদ্যুৎ দফতরে (Electricity Department) জানানোর পরও হয়নি সুরাহা ৷ এরপর সমগ্র বিষয়টি নজরে আসে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর মন্টুরাম পাখিরার। প্রাক্তন মন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়ার ৷ এরপর গত 8 মাস আগে এলাকায় বিদ্যুতের খুঁটি পুঁতে কেবল তার টাঙ্গানো হয়েছে। বসেছে ট্রান্সফর্মার ৷ বাড়িতে বাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে ইলেকট্রিক মিটার। কিন্তু দেখা যায় রাতারাতি বিদ্যুৎ দফতর ট্রান্সফর্মারে চার্জিং করে চলে যায়। এলাকার মানুষকে বলে দেওয়া হয় কয়েক দিনের মধ্যেই ট্রান্সফর্মারের সঙ্গে লাইন জুড়ে দেওয়া হবে।

ইলেকট্রিক বিল আসার প্রতিবাদে রাস্তায় নামলেন এলাকাবাসীরা

দীর্ঘ 8 মাস অতিবাহিত হলেও এখনও আসেনি বিদ্যুৎ দফতরের লোকজন ৷ জোড়া হয়নি লাইন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল আসছে মিটারের বিল। যা নিয়ে চিন্তায় পড়েছেন এলাকাবাসী। বিদ্যুৎ দফতরের এই খামখেয়ালীপনার বিরুদ্ধে এদিন গ্রামবাসীদের বিক্ষোভ করন। তবে এখনও নির্বিকার বিদ্যুৎ দফতর। গ্রামবাসীদের দাবি, দুর্গাপুজোর মধ্যে এলাকায় বিদ্যুৎ না-এলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন ৷

আরও পড়ুন: গুন্ডামি ছাড়া তৃণমূল দল চলে না, ডায়মন্ড হারবারের মিছিলে মন্তব্য দিলীপের

এলাকাবাসীর আরও দাবি, দূর থেকে বিদ্যুৎ হুকিং করে আনতে গিয়ে কয়েকদিন আগে মারা গিয়েছেন 26 বছরের এক যুবক। মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছেন চারজন। এ ব্যাপারে গ্রামবাসীরা কাকদ্বীপ বিদ্যুৎ দফতরের আধিকারিক অর্থাৎ স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাইলেও তিনি রাজি হননি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.