ETV Bharat / state

জল না পাওয়ায় বিক্ষোভ বেহালা পুলিশ আবাসনে

গ্রীষ্মের শুরুতেই জল সঙ্কট বেহালা অজন্তা ওডিআরসি পুলিশ আবাসনে ৷ ওই আবাসনে প্রায় 200 জন আবাসিক থাকেন ৷ তাঁদের অভিযোগ, প্রায় 10 মাস ধরে জলকষ্টে ভুগছেন ৷ কর্তৃপক্ষকে বারবার বলেও কোনও সমাধান হয়নি ৷

behala
জলের দাবিতে বিক্ষোভ
author img

By

Published : Apr 19, 2021, 4:14 PM IST

বেহালা, 19 এপ্রিল : জল না পাওয়ায় ইঞ্জিনিয়ার সহ বেশ কয়েকজনকে তালা বন্ধ করে রাখলেন অজন্তা পুলিশ আবাসনের আবাসিকরা ৷ সমস্য়া সমাধান না হওয়া পর্যন্ত তাঁদের আটকে রেখে বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা ৷

গ্রীষ্মের শুরুতেই জল সঙ্কট বেহালা অজন্তা ওডিআরসি পুলিশ আবাসনে ৷ ওই আবাসনে প্রায় 200 জন আবাসিক থাকেন ৷ তাঁদের অভিযোগ, প্রায় 10 মাস ধরে জলকষ্টে ভুগছেন ৷ কর্তৃপক্ষকে বারবার বলেও কোনও সমাধান হয়নি ৷

জলের দাবিতে বিক্ষোভ

আরও পড়ুন- দিল্লিতে 6 দিনের লকডাউন: কোনটা খোলা, কোনটা বন্ধ ?

তাঁদের আরও অভিযোগ, যাঁরা ওই আবাসনে ভাড়া দিয়ে রয়েছেন তাঁরা পয়সার বিনিময়ে জল পেলেও যাঁরা আবাসিক তাঁদের জল দেওয়া হচ্ছে না ৷ পরিস্থিতি এতটাই খারাপ যে, কোনও কোনও দিন হাত ধোয়ার জলও পাওয়া যায় না ৷ বহুবার বলা সত্বেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি বলে জানিয়েছেন তাঁরা ৷ এর প্রতিবাদেই আজ বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷

এমনকী ইঞ্জিনিয়র ও পাম্প হাউজ়ের কয়েকজনকে আটকে রেখে বিক্ষোভ দেখান আবাসিকরা ৷ তাঁদের দাবি, যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হবে ততক্ষণ ইঞ্জিনিয়র ছাড়া বাকিদের ছাড়া হবে না ৷

বেহালা, 19 এপ্রিল : জল না পাওয়ায় ইঞ্জিনিয়ার সহ বেশ কয়েকজনকে তালা বন্ধ করে রাখলেন অজন্তা পুলিশ আবাসনের আবাসিকরা ৷ সমস্য়া সমাধান না হওয়া পর্যন্ত তাঁদের আটকে রেখে বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা ৷

গ্রীষ্মের শুরুতেই জল সঙ্কট বেহালা অজন্তা ওডিআরসি পুলিশ আবাসনে ৷ ওই আবাসনে প্রায় 200 জন আবাসিক থাকেন ৷ তাঁদের অভিযোগ, প্রায় 10 মাস ধরে জলকষ্টে ভুগছেন ৷ কর্তৃপক্ষকে বারবার বলেও কোনও সমাধান হয়নি ৷

জলের দাবিতে বিক্ষোভ

আরও পড়ুন- দিল্লিতে 6 দিনের লকডাউন: কোনটা খোলা, কোনটা বন্ধ ?

তাঁদের আরও অভিযোগ, যাঁরা ওই আবাসনে ভাড়া দিয়ে রয়েছেন তাঁরা পয়সার বিনিময়ে জল পেলেও যাঁরা আবাসিক তাঁদের জল দেওয়া হচ্ছে না ৷ পরিস্থিতি এতটাই খারাপ যে, কোনও কোনও দিন হাত ধোয়ার জলও পাওয়া যায় না ৷ বহুবার বলা সত্বেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি বলে জানিয়েছেন তাঁরা ৷ এর প্রতিবাদেই আজ বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷

এমনকী ইঞ্জিনিয়র ও পাম্প হাউজ়ের কয়েকজনকে আটকে রেখে বিক্ষোভ দেখান আবাসিকরা ৷ তাঁদের দাবি, যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হবে ততক্ষণ ইঞ্জিনিয়র ছাড়া বাকিদের ছাড়া হবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.