ETV Bharat / state

কোভিড সংকট মোকাবিলায় রুদ্ধদ্বার প্রশাসনিক বৈঠক বারুইপুরে

বারুইপুরে কোভিড রোগীর মৃত্যু হলে তাঁর দেহ শ্মশানে নিয়ে যেতে কোনও খরচ করতে হবে না রোগীর আত্মীয়কে ৷ রুদ্ধদ্বার প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

administrative meeting at baruipur to control covid surge
কোভিড সংকট মোকাবিলায় রুদ্ধদ্বার প্রশাসনিক বৈঠক বারুইপুরে
author img

By

Published : May 13, 2021, 8:51 AM IST

বারুইপুর, 13 মে: কোভিড সংকটকালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বারুইপুর প্রশাসন ৷ কোভিড পরিস্থিতি নিয়ে বারুইপুরে জেলাশাসক, স্পিকার, বিধায়ক, স্বাস্থ্য দফতরের আধিকারিক ও পুলিশ আধিকারিকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

কোভিড পরিস্থিতি নিয়ে বারুইপুর জেলা প্রশিক্ষণ শিবিরে বুধবার দুপুরে জেলাশাসকের নেতৃত্বে অনুষ্ঠিত হল এই প্রশাসনিক বৈঠক । বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার তথা বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার, সিএমওএইচ, পুলিশ সুপার, বারুইপুর পৌরসভার প্রশাসক, বিডিও ও মহকুমাশাসক । এ দিনের বৈঠকে সেফহোম গুলির বেডের সংখ্যা আগামী দিনে কীভাবে বাড়ানো যায়, কোভিড হাসপাতালে অক্সিজেনের চাহিদামত যোগান, বাজার গুলির ভিড় নিয়ন্ত্রণে করা পুলিশি ব্যবস্থা ও ভ্যাক্সিনেশন প্রোগ্রাম ঠিকঠাক চলছে কি না তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।

আরও পড়ুন: রাজ্যকে না জানিয়ে সফর বিধি বিরোধী, ধনকড়কে কড়া চিঠি মমতার

করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হলে তাঁদের শবদেহ শ্মশানে নিয়ে যেতে কোনওরকম খরচা দিতে হবে না রোগীর আত্মীয়কে, তার পুরোটাই বহন করবে সেই এলাকার পৌরসভা অথবা ব্লক প্রশাসন। বারুইপুর হাসপাতালে 20 বেডের কোভিড এইচইউডি ওয়ার্ড আগামী এক সপ্তাহের মধ্যেই চালু হবে। ক্যানিং ও বারুইপুর কীর্তনখোলার দুটি চুল্লি খারাপ থাকায় কাঠের চুল্লিতে দাহ করা হবে দেহ । পাশাপাশি সমস্ত বাজার দোকান সরকারি নির্দেশ মতো খুলতে হবে, না খুললে কড়া ব্যবস্থা নেবে পুলিশ-প্রশাসন - বৈঠকে এমনই বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক পি উল্গানাথন ।

কোভিড রুখতে বৈঠক

হাসপাতালে RT(PCR) ও RAT টেস্টের সংখ্যা 50 থেকে বাড়িয়ে 150 করা হবে । হাসপাতালে আসা প্রত্যেক করোনা রোগীর চিকিৎসা করতে হবে । অক্সিজেনের যোগান স্বাভাবিক রাখা ও বাজারগুলির ভিড় নিয়ন্ত্রণ করা, আরও বেশী পরিমাণে বেসরকারি বাস চালানো ও কোভিড পরিস্থিতিতে অতিরিক্ত অটো ভাড়া না-নেওয়ায় নির্দেশ দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ।

বারুইপুর, 13 মে: কোভিড সংকটকালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বারুইপুর প্রশাসন ৷ কোভিড পরিস্থিতি নিয়ে বারুইপুরে জেলাশাসক, স্পিকার, বিধায়ক, স্বাস্থ্য দফতরের আধিকারিক ও পুলিশ আধিকারিকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

কোভিড পরিস্থিতি নিয়ে বারুইপুর জেলা প্রশিক্ষণ শিবিরে বুধবার দুপুরে জেলাশাসকের নেতৃত্বে অনুষ্ঠিত হল এই প্রশাসনিক বৈঠক । বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার তথা বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার, সিএমওএইচ, পুলিশ সুপার, বারুইপুর পৌরসভার প্রশাসক, বিডিও ও মহকুমাশাসক । এ দিনের বৈঠকে সেফহোম গুলির বেডের সংখ্যা আগামী দিনে কীভাবে বাড়ানো যায়, কোভিড হাসপাতালে অক্সিজেনের চাহিদামত যোগান, বাজার গুলির ভিড় নিয়ন্ত্রণে করা পুলিশি ব্যবস্থা ও ভ্যাক্সিনেশন প্রোগ্রাম ঠিকঠাক চলছে কি না তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।

আরও পড়ুন: রাজ্যকে না জানিয়ে সফর বিধি বিরোধী, ধনকড়কে কড়া চিঠি মমতার

করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হলে তাঁদের শবদেহ শ্মশানে নিয়ে যেতে কোনওরকম খরচা দিতে হবে না রোগীর আত্মীয়কে, তার পুরোটাই বহন করবে সেই এলাকার পৌরসভা অথবা ব্লক প্রশাসন। বারুইপুর হাসপাতালে 20 বেডের কোভিড এইচইউডি ওয়ার্ড আগামী এক সপ্তাহের মধ্যেই চালু হবে। ক্যানিং ও বারুইপুর কীর্তনখোলার দুটি চুল্লি খারাপ থাকায় কাঠের চুল্লিতে দাহ করা হবে দেহ । পাশাপাশি সমস্ত বাজার দোকান সরকারি নির্দেশ মতো খুলতে হবে, না খুললে কড়া ব্যবস্থা নেবে পুলিশ-প্রশাসন - বৈঠকে এমনই বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক পি উল্গানাথন ।

কোভিড রুখতে বৈঠক

হাসপাতালে RT(PCR) ও RAT টেস্টের সংখ্যা 50 থেকে বাড়িয়ে 150 করা হবে । হাসপাতালে আসা প্রত্যেক করোনা রোগীর চিকিৎসা করতে হবে । অক্সিজেনের যোগান স্বাভাবিক রাখা ও বাজারগুলির ভিড় নিয়ন্ত্রণ করা, আরও বেশী পরিমাণে বেসরকারি বাস চালানো ও কোভিড পরিস্থিতিতে অতিরিক্ত অটো ভাড়া না-নেওয়ায় নির্দেশ দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.