ETV Bharat / state

Act of Social Responsibility : কুড়িয়ে পাওয়া ব্যাগ ফিরিয়ে প্রশংসা কুড়োলেন জয়নগরের মোবা লস্কর - Act of Social Responsibility

কুড়িয়ে পাওয়া ব্যাগ ফেরালেন পেয়ারা চাষি (Act of Social Responsibility) ৷ ব্যাগটি রাস্তায় পড়ে থাকতে দেখে থানায় গিয়ে জমা দেন জয়নগর থানার কাকাপাড়ার বাসিন্দা ওই ব্যক্তি ৷ ব্যাগে ছিল সোনার গয়না, নগদ টাকা ৷ ফিরে পেলেন ব্যাগের মালকিন ৷ স্বাভাবিক ভাবেই প্রশংসা কুড়িয়েছেন ওই ব্যক্তি ৷

Jaynagar News
জয়নগরের খবর
author img

By

Published : Dec 22, 2021, 10:35 AM IST

জয়নগর, 22 ডিসেম্বর : ছিনতাই হওয়া ব্যাগটি পড়েছিল রেলগেট সংলগ্ন রাস্তায় ৷ কাজ সেরে বাড়ি ফেরার পথে সেটি দেখতে পান পেশায় পেয়ারা চাষি ৷ পাওয়া মাত্র ব্যাগটি থানায় জমা দেন তিনি ৷ ব্যাগের মালকিন ফেরত পান হারানো ব্যাগ ৷ ব্যাগের মধ্যে ছিল বেশ খানিকটা নগদ টাকা এবং সামান্য কিছু সোনার গয়নাও ৷ স্বাভাবিক ভাবেই এমন কাজ প্রশংসা কুড়িয়েছে (Act of Social Responsibility) ৷

জয়নগর থানার অন্তর্গত কাকাপাড়ার বাসিন্দা মোবা লস্কর ৷ মঙ্গলবার সন্ধ্যায় নিজের পেয়ারা বাগান থেকে ফিরছিলেন ৷ ফেরার পথে কাকাপাড়া রেলগেট সংলগ্ন রাস্তার ধারে একটি লেডিজ ব্যাগ পড়ে থাকতে দেখেন । কৌতূহলবশত সেই ব্যাগ খুলতেই মোবা দেখেন, ব্যাগের মধ্যে বেশ খানিকটা টাকা, সোনার গয়না, মোবাইল ফোন এবং এটিএম কার্ড-সহ বেশ কিছু জরুরি কাগজপত্র রয়েছে । পাওয়া মাত্র রাতেই ব্যাগটি নিয়ে পৌঁছে যান থানায় ৷ আধিকারিককে জানান গোটা বিষয়টি ৷

জয়নগর থানার আইসি অতনু সাঁতরা ব্যাগের মধ্যে থাকা পরিচয়পত্র থেকে সেটির মালকিনের পরিচয় জানতে পারেন ৷ তারপরই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয় ৷ জানা যায়, এক মহিলার ব্যাগ ছিনতাইয়েই অভিযোগ জমা পড়েছিল থানায় ৷ এই কুড়িয়ে পাওয়া ব্যাগটি সেটিই ৷ ছিনতাইয়ের সময় টানাহেঁছড়া করার সময় ব্যাগটি ক্ষতিগ্রস্ত হয় ৷ ছিঁড়ে গিয়েছে খানিকটা ৷ ব্যাগের ভিতর থাকা মোবাইল ফোনের স্ত্রিনটিও ভেঙে গিয়েছে ৷ তবে ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র-সহ গোটা ব্যাগটিই ফেরত পেয়েছেন ওই মহিলা ৷ তা সম্ভব হয়েছে পেয়ারা চাষি মোবার সামাজিক দায়বদ্ধতা বোধের জন্যই ৷ তার জন্য আইসি তাঁকে পুরস্কৃত করতে ভোলেননি ৷

মোবা জানান, কুড়িয়ে পাওয়া ব্যাগটি থানায় জমা দিতে পেরে খুশি তিনি ৷ ভবিষ্যতেও যদি এমন কোনও জিনিসপত্র রাস্তায় পড়ে থাকতে দেখেন, তবে পুলিশের কাছে জমা দেবেন ৷

আরও পড়ুন : Humanity form of policemen : কসবা গ্রামে মানবিক রূপ, অসহায় বৃদ্ধাকে অন্ন জোগাচ্ছেন পুলিশ কর্মীরা

জয়নগর, 22 ডিসেম্বর : ছিনতাই হওয়া ব্যাগটি পড়েছিল রেলগেট সংলগ্ন রাস্তায় ৷ কাজ সেরে বাড়ি ফেরার পথে সেটি দেখতে পান পেশায় পেয়ারা চাষি ৷ পাওয়া মাত্র ব্যাগটি থানায় জমা দেন তিনি ৷ ব্যাগের মালকিন ফেরত পান হারানো ব্যাগ ৷ ব্যাগের মধ্যে ছিল বেশ খানিকটা নগদ টাকা এবং সামান্য কিছু সোনার গয়নাও ৷ স্বাভাবিক ভাবেই এমন কাজ প্রশংসা কুড়িয়েছে (Act of Social Responsibility) ৷

জয়নগর থানার অন্তর্গত কাকাপাড়ার বাসিন্দা মোবা লস্কর ৷ মঙ্গলবার সন্ধ্যায় নিজের পেয়ারা বাগান থেকে ফিরছিলেন ৷ ফেরার পথে কাকাপাড়া রেলগেট সংলগ্ন রাস্তার ধারে একটি লেডিজ ব্যাগ পড়ে থাকতে দেখেন । কৌতূহলবশত সেই ব্যাগ খুলতেই মোবা দেখেন, ব্যাগের মধ্যে বেশ খানিকটা টাকা, সোনার গয়না, মোবাইল ফোন এবং এটিএম কার্ড-সহ বেশ কিছু জরুরি কাগজপত্র রয়েছে । পাওয়া মাত্র রাতেই ব্যাগটি নিয়ে পৌঁছে যান থানায় ৷ আধিকারিককে জানান গোটা বিষয়টি ৷

জয়নগর থানার আইসি অতনু সাঁতরা ব্যাগের মধ্যে থাকা পরিচয়পত্র থেকে সেটির মালকিনের পরিচয় জানতে পারেন ৷ তারপরই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয় ৷ জানা যায়, এক মহিলার ব্যাগ ছিনতাইয়েই অভিযোগ জমা পড়েছিল থানায় ৷ এই কুড়িয়ে পাওয়া ব্যাগটি সেটিই ৷ ছিনতাইয়ের সময় টানাহেঁছড়া করার সময় ব্যাগটি ক্ষতিগ্রস্ত হয় ৷ ছিঁড়ে গিয়েছে খানিকটা ৷ ব্যাগের ভিতর থাকা মোবাইল ফোনের স্ত্রিনটিও ভেঙে গিয়েছে ৷ তবে ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র-সহ গোটা ব্যাগটিই ফেরত পেয়েছেন ওই মহিলা ৷ তা সম্ভব হয়েছে পেয়ারা চাষি মোবার সামাজিক দায়বদ্ধতা বোধের জন্যই ৷ তার জন্য আইসি তাঁকে পুরস্কৃত করতে ভোলেননি ৷

মোবা জানান, কুড়িয়ে পাওয়া ব্যাগটি থানায় জমা দিতে পেরে খুশি তিনি ৷ ভবিষ্যতেও যদি এমন কোনও জিনিসপত্র রাস্তায় পড়ে থাকতে দেখেন, তবে পুলিশের কাছে জমা দেবেন ৷

আরও পড়ুন : Humanity form of policemen : কসবা গ্রামে মানবিক রূপ, অসহায় বৃদ্ধাকে অন্ন জোগাচ্ছেন পুলিশ কর্মীরা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.