ETV Bharat / state

ছিনতাই হওয়ার সাত ঘণ্টার মধ্যে গ্রেফতার দুষ্কৃতী

ছিনতাই হওয়ার মাত্র সাত ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ইসরায়েল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ সূত্রে খবর, ইসরাইল মোল্লা কাশীপুর থানার মাঝেরহাট এলাকার বাসিন্দা ৷

accused arrested
accused arrested
author img

By

Published : May 20, 2021, 2:07 PM IST

কাশীপুর , 20 মে : ছিনতাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার দুষ্কৃতী । পুলিশ সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনার কাশীপুরের ছেলেগোয়ালিয়া গ্রামের বাসিন্দা মাসুরা খাতুন বুধবার ব্যাংকে প্রায় 34 হাজার টাকা ব্যাঙ্কে জমা দিতে সোনপুরে যাচ্ছিলেন । সেই সময় বাইক করে দুই দুষ্কৃতী এসে টাকার ব্যাগ-সহ মাসুরার ফোন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় । মাসুরা খাতুন কাশীপুর থানার অভিযোগ করেন ।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই কাশীপুর থানার পুলিশ তল্লাশি শুরু করে । ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে । সেই সিসিটিভি ফুটেজ থেকেই ছিনতাইকারীদের চিহ্নিত করা হয় । তারপর তাদের ধরতে তল্লাশি অভিযান চালায় শুরু হয় ।

আরও পড়ুন : নারদ কাণ্ডে চার ধৃতের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট চাইতে পারে এইমস

ছিনতাই হওয়ার মাত্র সাত ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ইসরায়েল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ সূত্রে খবর ইসরাইল মোল্লা কাশীপুর থানার মাঝেরহাট এলাকার বাসিন্দা ৷ তার কাছ থেকে দুটি ফোন ও একটি বাইক উদ্ধার হয় । তাকে জেরা করে তার আর এক সঙ্গীর খোঁজ শুরু করেছে পুলিশ ৷

কাশীপুর , 20 মে : ছিনতাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার দুষ্কৃতী । পুলিশ সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনার কাশীপুরের ছেলেগোয়ালিয়া গ্রামের বাসিন্দা মাসুরা খাতুন বুধবার ব্যাংকে প্রায় 34 হাজার টাকা ব্যাঙ্কে জমা দিতে সোনপুরে যাচ্ছিলেন । সেই সময় বাইক করে দুই দুষ্কৃতী এসে টাকার ব্যাগ-সহ মাসুরার ফোন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় । মাসুরা খাতুন কাশীপুর থানার অভিযোগ করেন ।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই কাশীপুর থানার পুলিশ তল্লাশি শুরু করে । ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে । সেই সিসিটিভি ফুটেজ থেকেই ছিনতাইকারীদের চিহ্নিত করা হয় । তারপর তাদের ধরতে তল্লাশি অভিযান চালায় শুরু হয় ।

আরও পড়ুন : নারদ কাণ্ডে চার ধৃতের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট চাইতে পারে এইমস

ছিনতাই হওয়ার মাত্র সাত ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ইসরায়েল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ সূত্রে খবর ইসরাইল মোল্লা কাশীপুর থানার মাঝেরহাট এলাকার বাসিন্দা ৷ তার কাছ থেকে দুটি ফোন ও একটি বাইক উদ্ধার হয় । তাকে জেরা করে তার আর এক সঙ্গীর খোঁজ শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.