ETV Bharat / state

ডায়মন্ডহারবারে 6 লাখ ভোটে জিতব : অভিষেক

মহেশতলার বাটানগর স্টেডিয়ামে গতকাল ডায়মন্ডহারবার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি বলেন, "দেখবেন দু'মাস ঘুরবে, রাস্তা চিনতে তিন মাস লেগে যাবে। আর রোদে পুড়ে কালো হয়ে আগামী 24 তারিখ পদাতিক এক্সপ্রেস ধরে আবার বালুরঘাটে ফিরে যাবে। যারা ভেবেছে মিথ্যা কথা বলে মানুষের মন জয় করা যায়, তাদের বলি এই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকব।"

অভিষেক ব্যানার্জি
author img

By

Published : Apr 1, 2019, 11:27 AM IST

মহেশতলা, 1 এপ্রিল : "কালীপুজোর সময় দেখবেন শ্যামা পোকার আনাগোনা হয়। দীপাবলি হয়ে গেলে শ্যামা পোকাকে আর দেখা যায় না। ভোট হয়ে যায় BJP, কংগ্রেস এবং CPI(M) কে আর দেখা যায় না।" আসন্ন নির্বাচনে তৃণমূলের জয় যে সুনিশ্চিত তা স্পষ্ট করতে গতকাল মহেশতলার বাটানগর স্টেডিয়ামে এই মন্তব্য করেন ডায়মন্ডহারবার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি।

তিনি বলেন, "চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। ভোটের বাক্সে মানুষ জবাব দেবে। কেউ যদি ভাবে মিথ্যা কথা বলে অভিষেক ব্যানার্জিকে পরাজিত করা যাবে, আমি বলি আমার শুভেচ্ছা রইল।" নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, "কার ফ্রিজে পাঁঠার মাংস, আর কার গোরুর মাংস সেই খবর নরেন্দ্র মোদির কাছে আছে। কিন্তু কাশ্মীরের সীমানা দিয়ে সাড়ে 300 কেজি RDX ঢুকিয়ে 4০ জন জওয়ানকে উড়িয়ে দিল সেই খবর আমাদের প্রধানমন্ত্রীর কাছে নেই। এটা অত্যন্ত দুঃখজনক। জওয়ানরা যখন মারা যাচ্ছেন, তখন আপনার মুখে কথা নেই। সেনা যখন ভালো কাজ করছে আপনি ক্রেডিট নিয়ে চলে যাচ্ছেন। বৈজ্ঞানিকরা ভালো কাজ করছে আর ক্রেডিট নিচ্ছেন আপনি। তারা করলে ক্যারেক্টর ঢিলা আর আপনি করলে রামলীলা। এটা তো হতে পারে না। মহেশতলা উপনির্বাচনে দুলাল দাস ৬২ হাজার ভোটে জয়ী হয়েছেন। বিরোধীরা কেউ অভিযোগ করতে পারেনি। আমি মনে করি আগামীদিনে ডায়মন্ডহারবার কেন্দ্রে 6 লাখের ব্যবধানে আমরা জিতব।"

ডায়মন্ডহারবার কেন্দ্রে এবার BJPর টিকিটে দাঁড়িয়েছেন নীলাঞ্জন রায়। তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। সভামঞ্চ থেকে অভিষেক বলেন, "নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেও বিশ দিন অতিক্রান্ত হয়ে গেছে। তাও দক্ষিণ ২৪ পরগনার কোনও বুথে BJP অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও একটা প্রার্থী আনতে পারেনি। সুদূর দক্ষিণ দিনাজপুর থেকে নীলাঞ্জন রায়কে প্রার্থী করেছে BJP। আমি বলব এঁদের সাথে ভালো ব্যবহার করবেন। এঁদেরকে বসতে দেবেন, খেতে দেবেন, মিষ্টি দেবেন। কারণ মাথাটা অন্য, বলির পাঁঠা করা হয়েছে বেচারাকে। দেখবেন দু'মাস ঘুরবে, রাস্তা চিনতে তিন মাস লেগে যাবে। আর রোদে পুড়ে কালো হয়ে আগামী 24 তারিখ পদাতিক এক্সপ্রেস ধরে আবার বালুরঘাটে ফিরে যাবে। যারা ভেবেছে মিথ্যা কথা বলে মানুষের মন জয় করা যায়, তাদের বলি এই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। আমরা আছি, ছিলাম, থাকব।"

গতকালের সভায় উপস্থিত ছিলেন মহেশতলার বিধায়ক দুলাল দাস, জেলা পরিষদের সদস্য শ্রীমন্ত বৈদ্য সহ অন্যরা।

মহেশতলা, 1 এপ্রিল : "কালীপুজোর সময় দেখবেন শ্যামা পোকার আনাগোনা হয়। দীপাবলি হয়ে গেলে শ্যামা পোকাকে আর দেখা যায় না। ভোট হয়ে যায় BJP, কংগ্রেস এবং CPI(M) কে আর দেখা যায় না।" আসন্ন নির্বাচনে তৃণমূলের জয় যে সুনিশ্চিত তা স্পষ্ট করতে গতকাল মহেশতলার বাটানগর স্টেডিয়ামে এই মন্তব্য করেন ডায়মন্ডহারবার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি।

তিনি বলেন, "চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। ভোটের বাক্সে মানুষ জবাব দেবে। কেউ যদি ভাবে মিথ্যা কথা বলে অভিষেক ব্যানার্জিকে পরাজিত করা যাবে, আমি বলি আমার শুভেচ্ছা রইল।" নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, "কার ফ্রিজে পাঁঠার মাংস, আর কার গোরুর মাংস সেই খবর নরেন্দ্র মোদির কাছে আছে। কিন্তু কাশ্মীরের সীমানা দিয়ে সাড়ে 300 কেজি RDX ঢুকিয়ে 4০ জন জওয়ানকে উড়িয়ে দিল সেই খবর আমাদের প্রধানমন্ত্রীর কাছে নেই। এটা অত্যন্ত দুঃখজনক। জওয়ানরা যখন মারা যাচ্ছেন, তখন আপনার মুখে কথা নেই। সেনা যখন ভালো কাজ করছে আপনি ক্রেডিট নিয়ে চলে যাচ্ছেন। বৈজ্ঞানিকরা ভালো কাজ করছে আর ক্রেডিট নিচ্ছেন আপনি। তারা করলে ক্যারেক্টর ঢিলা আর আপনি করলে রামলীলা। এটা তো হতে পারে না। মহেশতলা উপনির্বাচনে দুলাল দাস ৬২ হাজার ভোটে জয়ী হয়েছেন। বিরোধীরা কেউ অভিযোগ করতে পারেনি। আমি মনে করি আগামীদিনে ডায়মন্ডহারবার কেন্দ্রে 6 লাখের ব্যবধানে আমরা জিতব।"

ডায়মন্ডহারবার কেন্দ্রে এবার BJPর টিকিটে দাঁড়িয়েছেন নীলাঞ্জন রায়। তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। সভামঞ্চ থেকে অভিষেক বলেন, "নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেও বিশ দিন অতিক্রান্ত হয়ে গেছে। তাও দক্ষিণ ২৪ পরগনার কোনও বুথে BJP অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও একটা প্রার্থী আনতে পারেনি। সুদূর দক্ষিণ দিনাজপুর থেকে নীলাঞ্জন রায়কে প্রার্থী করেছে BJP। আমি বলব এঁদের সাথে ভালো ব্যবহার করবেন। এঁদেরকে বসতে দেবেন, খেতে দেবেন, মিষ্টি দেবেন। কারণ মাথাটা অন্য, বলির পাঁঠা করা হয়েছে বেচারাকে। দেখবেন দু'মাস ঘুরবে, রাস্তা চিনতে তিন মাস লেগে যাবে। আর রোদে পুড়ে কালো হয়ে আগামী 24 তারিখ পদাতিক এক্সপ্রেস ধরে আবার বালুরঘাটে ফিরে যাবে। যারা ভেবেছে মিথ্যা কথা বলে মানুষের মন জয় করা যায়, তাদের বলি এই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। আমরা আছি, ছিলাম, থাকব।"

গতকালের সভায় উপস্থিত ছিলেন মহেশতলার বিধায়ক দুলাল দাস, জেলা পরিষদের সদস্য শ্রীমন্ত বৈদ্য সহ অন্যরা।

New Delhi, Mar 26 (ANI): Boys with excess belly fat enter puberty at an earlier age than average, scientists have found, a recent study suggests. According to data collected from 527 Chilean boys aged 4 to 7 years, both total body obesity and central obesity, or excess belly fat, were associated with greater odds of starting puberty before age 9, researchers from the University of Chile in Santiago, Chile reported. "With the increase in childhood obesity worldwide, there has been an advance in the age at which puberty begins in girls. However, in boys the evidence has been controversial," said Maria Veronica Mericq, lead author of the study. Some U.S. studies have found that obesity delayed puberty, whereas another study showed that only overweight but not obesity-induced earlier puberty in boys. In contrast, study results from Europe showed earlier puberty in boys with overweight and obesity. Early puberty--called precocious puberty--is linked to possible problems including stunted growth and emotional-social problems, according to the Hormone Health Network.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.