ETV Bharat / state

পরপর কন্যা সন্তান হওযায় স্ত্রী মাথা ফাটাল স্বামী - যুবতির মাথা ফাটাল স্বামী

কন্যা সন্তান জন্ম দেওয়ায় দীর্ঘ 12 বছরের অত্যাচার অবহেলা ছিলই । এবার দ্বিতীয়বারও কন্যা সন্তান জন্ম দেওয়ায় নরেন্দ্রপুর থানা এলাকার বিবেকানন্দনগরে প্রিয়াঙ্কা মণ্ডলের মাথা ফাটাল তাঁর স্বামী ।

a young woman injured by her husband
যুবতির মাথা ফাটাল স্বামী
author img

By

Published : Dec 2, 2020, 8:01 PM IST

নরেন্দ্রপুর, 2 ডিসেম্বর : নরেন্দ্রপুর থানা এলাকার বিবেকানন্দনগরে এক যুবতির মাথা ফাটাল তাঁর স্বামী । ওই যুবতির নাম প্রিয়াঙ্কা মণ্ডল । অভিযুক্ত স্বামীর কাছে প্রিয়াঙ্কার দোষ একটাই । দ্বিতীয়বারও জন্ম দিয়েছে এক কন্যা সন্তান । খবর পেয়ে আসে প্রিয়াঙ্কার বাবা । স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় নরেন্দ্রপুর থানায় ।

14 বছর আগে বিয়ে হয় কার্তিক মণ্ডলের সঙ্গে প্রিয়াঙ্কা মণ্ডলের । বিয়ের দুই বছরের মাথায় তাঁদের একটি কন্যা সন্তান হয়। তারপর থেকে শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার । মেয়ের মুখ চেয়ে অত্যাচার সহ্য করেন প্রিয়াঙ্কা । দীর্ঘ 12 বছর পর ফের পুত্র সন্তানের আশায় ফের সন্তানের জন্ম দেন চলতি বছরের মে মাসে । এবারও কন্যা সন্তান হয় তাঁর । অত্যাচারের পরিমাণ আরও বাড়ে । যা চরমে পৌঁছায় গত পরশু রাতে ।

ইট দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেয় অভিযুক্ত কার্তিক । গলা টিপে তাঁকে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ । লাঠি দিয়েও মারা হয় তাঁকে । কোনওরকমে বাবাকে ফোন করে জানায় সে । খবর পেয়ে তড়িঘড়ি মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় প্রিয়াঙ্কার বাবা । পরে নরেন্দ্রপুর থানায় প্রিয়াঙ্কার স্বামী কার্তিক মণ্ডলের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

নরেন্দ্রপুর, 2 ডিসেম্বর : নরেন্দ্রপুর থানা এলাকার বিবেকানন্দনগরে এক যুবতির মাথা ফাটাল তাঁর স্বামী । ওই যুবতির নাম প্রিয়াঙ্কা মণ্ডল । অভিযুক্ত স্বামীর কাছে প্রিয়াঙ্কার দোষ একটাই । দ্বিতীয়বারও জন্ম দিয়েছে এক কন্যা সন্তান । খবর পেয়ে আসে প্রিয়াঙ্কার বাবা । স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় নরেন্দ্রপুর থানায় ।

14 বছর আগে বিয়ে হয় কার্তিক মণ্ডলের সঙ্গে প্রিয়াঙ্কা মণ্ডলের । বিয়ের দুই বছরের মাথায় তাঁদের একটি কন্যা সন্তান হয়। তারপর থেকে শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার । মেয়ের মুখ চেয়ে অত্যাচার সহ্য করেন প্রিয়াঙ্কা । দীর্ঘ 12 বছর পর ফের পুত্র সন্তানের আশায় ফের সন্তানের জন্ম দেন চলতি বছরের মে মাসে । এবারও কন্যা সন্তান হয় তাঁর । অত্যাচারের পরিমাণ আরও বাড়ে । যা চরমে পৌঁছায় গত পরশু রাতে ।

ইট দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেয় অভিযুক্ত কার্তিক । গলা টিপে তাঁকে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ । লাঠি দিয়েও মারা হয় তাঁকে । কোনওরকমে বাবাকে ফোন করে জানায় সে । খবর পেয়ে তড়িঘড়ি মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় প্রিয়াঙ্কার বাবা । পরে নরেন্দ্রপুর থানায় প্রিয়াঙ্কার স্বামী কার্তিক মণ্ডলের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.