ETV Bharat / state

বকুলতলায় গ্রেপ্তার ব্যবসায়ী, উদ্ধার প্রচুর অস্ত্রসস্ত্র - bakultala

এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করল বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং বকুলতলা থানার পুলিশ। তার কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে।

বরকতুল্লা লস্কর
author img

By

Published : Apr 10, 2019, 6:43 PM IST

বকুলতলা, 10 এপ্রিল : অস্ত্রসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ। নাম বরকতুল্লা লস্কর। বাড়ি কুলতলি থানা এলাকায়। বকুলতলা থানার জীবনমণ্ডলের হাট এলাকা থেকে বরকতুল্লাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বন্দুক এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। আজ তাকে বারুইপুর মহাকুমা আদালতে তোলা হয়।

গতরাতে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও বকুলতলা থানা পুলিশ জীবন মণ্ডলের হাট থেকে বরকতুল্লাকে গ্রেপ্তার করে। এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে মোট পাঁচটি বন্দুক, দুটি ম্যাগাজিন, 36 রাউন্ড লাইভ কার্তুজ, 83 রাউন্ড খালি কার্তুজের খোল, চারটি তাজা বোমা এবং 10 কেজি বিস্ফোরক তৈরির মশলা উদ্ধার হয়।

বকুলতলা, 10 এপ্রিল : অস্ত্রসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ। নাম বরকতুল্লা লস্কর। বাড়ি কুলতলি থানা এলাকায়। বকুলতলা থানার জীবনমণ্ডলের হাট এলাকা থেকে বরকতুল্লাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বন্দুক এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। আজ তাকে বারুইপুর মহাকুমা আদালতে তোলা হয়।

গতরাতে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও বকুলতলা থানা পুলিশ জীবন মণ্ডলের হাট থেকে বরকতুল্লাকে গ্রেপ্তার করে। এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে মোট পাঁচটি বন্দুক, দুটি ম্যাগাজিন, 36 রাউন্ড লাইভ কার্তুজ, 83 রাউন্ড খালি কার্তুজের খোল, চারটি তাজা বোমা এবং 10 কেজি বিস্ফোরক তৈরির মশলা উদ্ধার হয়।

গোপন সূত্রে খবর পেয়ে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করল বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং বকুলতলা থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনার  বকুলতলা থানার জীবন মন্ডলের হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম বরকতুল্লা লস্কর গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানা পুলিশকে সঙ্গে নিয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ জীবন মনডলের হাট থেকে তাকে গ্রেপ্তার করে। ঘটনাস্থলেই তার কাছে পুলিশ একটি বন্দুক এবং এক রাউন্ড কার্তুজ পায়। তারপর তাকে নিয়ে তার বাড়ি তল্লাশির উদ্দেশ্যে পুলিশ রওনা দেয়। ধৃত ব্যক্তির বাড়ি কুলতলী থানা এলাকায়। প্রথমের দিকে পুলিশ কে নিজের বাড়ি না চেনালেও পরে পুলিশ সূত্র মারফত তার বাড়িতে হানা দেয়। তার বাড়িতে হানা দিয়ে বিভিন্ন ধরনের মোট পাঁচটি বন্দুক এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করে। পুলিশ এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে 36 রাউন্ড লাইভ কার্তুজ এবং 83 রাউন্ড খালি কার্তুজের খোল উদ্ধার করে। এরই পাশাপাশি চারটি তাজা বোমা এবং 10 কেজি বিস্ফোরক তৈরির মসলা উদ্ধার করে পুলিশ। ঘটনার পরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান এক সাংবাদিক বৈঠক করে। সেখানেই তিনি ধৃত বর্কাতুল্লা সম্পর্কে জানান। তাকে আজ বারুইপুর মহাকুমা আদালতে তোলা হবে। সেখানে পুলিশি হেফাজতে নিয়ে তার কাছে আর কোন অস্ত্র শস্ত্র আছে কিনা তা তদন্ত করবে পুলিশ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.