গড়িয়া , 9 মে : রাজ্যে জাঁকিয়ে বসেছে করোনা ভাইরাস ৷ মোকাবিলায় নানা পদক্ষেপ করছে সরকার ৷ এই অবস্থায় করোনা রোগীদের চিকিৎসায় এগিয়ে এসেছেন গোসাবার ব্লক স্বাস্থ্য আধিকারিক হিসাবে কর্মরত চিকিৎসক ইন্দ্রনীল বর্গী ৷ বিনামূল্যে টেলি কলিংয়ের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিতে শুরু করেছেন করোনা রোগীদের ৷ তবে শর্ত একটাই ৷ সুস্থ হওয়ার পর প্লাজমা বা রক্ত দান করতে হবে ৷ আর তাতেই রাজি রোগীরা ৷ টেলি পরিষেবার মাধ্যমে চিকিৎসা পেয়ে খুশি তারা ৷
দক্ষিণ গড়িয়ার বাসিন্দা চিকিৎসক ইন্দ্রনীল বর্গী ৷ চিকিৎসক হওয়ার দৌলতেই ঠারে ঠারে তিনি বুঝতে পারেন করোনা রোগীদের দুরাবস্থার কথা ৷ তড়িঘড়ি তাই খানিকটা গুছিয়ে কোভিড রোগীদের সাহাযযের জন্য ময়দানে নেমে পড়েন তিনি ৷ ডাক্তারবাবুর ফোন নম্বরে ফোন করে সমস্যার কথা বললেই ওষুধ লিখে সেই প্রেসক্রিপশনের ছবি পাঠিয়ে দিচ্ছেন ডাক্তারবাবু ৷ অন্যদিকে যারা একদম কাছাকাছির মধ্যে থাকেন তাঁদের লোক পাঠিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ারও ব্যবস্থা করেছেন তিনি ৷ তাঁর ডাকে সাড়া দিয়ে পড়শিরা যেমন এগিয়ে এসেছেন তেমনই দুর দুরান্ত থেকে মানুষও তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ৷
আরও পড়ুন : আমদানি শুল্ক-জিএসটিতে ছাড়ের দাবি, কোভিড নিয়ে ফের মোদিকে চিঠি মমতার
চিকিৎসক না হওয়া সত্ত্বেও ডাক্তারবাবুর স্ত্রী তাঁর কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করছেন ৷ তিনি বললেন, " আমি রোগীদের ফোন করে খোঁজ নিচ্ছি তাঁরা ওষুধ খেয়েছেন কি না ৷ পাশাপাশি অনেকে বুঝতে পারেন না ওষুধের ডোজ় ৷ তাঁদের ফোন করে আমি খবর নিই ৷ "
চিকিৎসক ইন্দ্রনীল বর্গীর আরও বক্তব্য , "আমাদের দেশে চিকিৎসার বেসিক জিনিসটাই অনেকেই জানে না ৷ আমি তাদের বেসিক জিনিসটা বোঝানোর চেষ্টা করছি ৷ দেখা যাক কতটা কী হয়৷"