সাতগাছিয়া, 26 এপ্রিল : প্রচারে বেরিয়ে হেনস্থার শিকার BJP নেত্রী । শ্লীলতাহানি এমন কী ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ার । BJP-র আরও অভিযোগ, তিনি থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে দু'ঘণ্টা ঘেরাও করে রাখে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । তাদের গ্রেপ্তারের দাবিতে এরপর IC-র দরজার সামনে আবার এক ঘণ্টা বিক্ষোভ দেখান ডায়মন্ডহারবারের BJP প্রার্থী নীলাঞ্জন রায় ।
তৃণমূলের অভিযোগ, সাতগাছিয়ার বাওয়ালিতে ওই BJP নেত্রী গতকাল প্রচারে এসে টাকা দিয়ে ভোট কিনতে চাইছিলেন । তাতে রাজি না হওয়ায় দু'জন ভোটারের উপর হামলা চালায় BJP-র লোকজন । দু'পক্ষই অভিযোগ জানায় নোদাখালি থানায় । দু'তরফের বিরুদ্ধেই মামলা রুজু হয়েছে । অভিযুক্তদের খোঁজে নোদাখালি থানার পুলিশ ।
এবিষয়ে নীলাঞ্জন বলেন, "তৃণমূল হেরে যাওয়ার ভয়ে আমাদের নেত্রীর উপর হামলা চালিয়েছে । ধর্ষণের চেষ্টাও করেছে । প্রতিবাদে আমরা থানায় বিক্ষোভ দেখিয়েছি ।" অভিযোগ অস্বীকার করে তৃণমূল ব্লক সহসভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "BJP-র মহিলা নেত্রী সাতগাছিয়ার বাওয়ালিতে ভোট প্রচারে এসে ভোটারদের টাকা দিয়ে ভোট কিনতে চাইছিলেন ।"