ক্যানিং, 19 ফেব্রুয়ারি : রুটি-রুজির টানে রোজ কলকাতায় যেতে হয় বাবা-মাকে ৷ অনেকটা সময় তাই বাড়িতে একাই থাকত ছোট্ট মেয়েটি ৷ অনেক সময় খিদেও পেত ৷ সেই সুযোগে নাবালিকাকে বাড়িতে ডাকত প্রতিবেশী এক প্রৌঢ় ৷ খাবারের লোভ দেখিয়ে বাড়িতে এনে চলত ধর্ষণ ৷ এই 'কীর্তি' চলছিল দীর্ঘ ছয়মাস ধরে ৷ অবশেষে পুলিশের জালে ধরা পড়ল 51 বছরের ওই ব্য়ক্তি ৷ দক্ষিণ 24 পরগনার ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ি এলাকার ঘটনা ৷ শুক্রবার ঘুঁটিয়ারী শরীফ এলাকার পুলিশ গ্রেফতার করে সুনীল শীল নামে 51 বছরের ওই ব্যক্তিকে (Police arrested rape accused ) ।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা ওই নাবালিকার বাবা-মা পরিচারিকার কাজ করেন । রুটি-রুজির টানে তাদের প্রতিদিন কলকাতা আসতে হয় । তাই দিনের অধিকাংশ সময় ওই নাবালিকা বাড়িতে একাই থাকত । সেই সুযোগেই প্রতিবেশী প্রৌঢ় সুনীল শীল দীর্ঘ 6 মাস ধরে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করত ওই নাবালিকাকে । শুক্রবার হঠাৎ করে জানাজানি হয়ে যায় ঘটনাটি । এরপরেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে ঘুঁটিয়ারি শরিফ থানায় অভিযোগ দায়ের করা হয় ।
অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত সুনীল শীলকে গ্রেফতার করে পুলিশ (51 year old man arrested for allegedly raping minor girl) । অভিযুক্তকে শারীরিক পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।
আরও পড়ুন: মহিলাকে গণধর্ষণের অভিযোগ, পথ অবরোধ খেজুরিতে