ETV Bharat / state

মথুরাপুরে BJP ও CPI(M) ছেড়ে 300 জন তৃণমূলে - তৃণমূল কংগ্রেস নেতা মুজিবুর রহমান

পৌরভোটের আগেই দলে ভাঙন BJP ও CPI(M)-র ৷ কয়েকশো BJP ও CPI(M) কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে ৷

200 CPIM and 100 BJP workers join TCMP
তৃণমূলে যোগদান
author img

By

Published : Mar 11, 2020, 9:08 AM IST

Updated : Mar 11, 2020, 9:44 AM IST

রায়দিঘি, 11 মার্চ : পৌরভোটের আগে BJP ও CPI(M)-এ ভাঙন ৷ মথুরাপুর ব্লকের নন্দকুমারপুরের 200 জন CPI(M) কর্মী ও 100 জন BJP কর্মী যোগ দেন তৃণমূলে ৷

দলত্যাগীদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে দলের সক্রিয় কর্মী হিসেবে কাজ করলেও যোগ্য সম্মান পাননি। এজন্যই তৃণমূলে যোগ দিয়েছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তাঁরা উন্নয়নযজ্ঞে শামিল হতে চান৷

মথুরাপুর ২ ব্লকের জয়হিন্দ বাহিনীর সভাপতি মনোরঞ্জন পাত্র বলেন, ‘‘গত লোকসভা নির্বাচনে নন্দকুমারপুরে বেশ কয়েকজন BJP-তে যোগ দিয়েছিলেন । আমরা তাঁদের দিদির আদর্শ সম্পর্কে বোঝাই । তারপরই ওঁরা তৃণমূলে যোগদান করেন ।

তৃণমূলে যোগদান করল কয়েকশো CP(I)M ও BJP কর্মীর

এই দলবদলের সময় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা মুজিবুর রহমান, নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জোৎস্না পাত্র এবং অন‍্যান্য তৃণমূল কংগ্রেস নেতারা।

যদিও স্থানীয় বামফ্রন্ট ও BJP নেতৃত্বের দাবি, যাঁরা গেছেন দলের সঙ্গে তাঁদের কোনও যোগ নেই ।

রায়দিঘি, 11 মার্চ : পৌরভোটের আগে BJP ও CPI(M)-এ ভাঙন ৷ মথুরাপুর ব্লকের নন্দকুমারপুরের 200 জন CPI(M) কর্মী ও 100 জন BJP কর্মী যোগ দেন তৃণমূলে ৷

দলত্যাগীদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে দলের সক্রিয় কর্মী হিসেবে কাজ করলেও যোগ্য সম্মান পাননি। এজন্যই তৃণমূলে যোগ দিয়েছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তাঁরা উন্নয়নযজ্ঞে শামিল হতে চান৷

মথুরাপুর ২ ব্লকের জয়হিন্দ বাহিনীর সভাপতি মনোরঞ্জন পাত্র বলেন, ‘‘গত লোকসভা নির্বাচনে নন্দকুমারপুরে বেশ কয়েকজন BJP-তে যোগ দিয়েছিলেন । আমরা তাঁদের দিদির আদর্শ সম্পর্কে বোঝাই । তারপরই ওঁরা তৃণমূলে যোগদান করেন ।

তৃণমূলে যোগদান করল কয়েকশো CP(I)M ও BJP কর্মীর

এই দলবদলের সময় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা মুজিবুর রহমান, নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জোৎস্না পাত্র এবং অন‍্যান্য তৃণমূল কংগ্রেস নেতারা।

যদিও স্থানীয় বামফ্রন্ট ও BJP নেতৃত্বের দাবি, যাঁরা গেছেন দলের সঙ্গে তাঁদের কোনও যোগ নেই ।

Last Updated : Mar 11, 2020, 9:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.