ETV Bharat / state

ভোট দিতে গিয়ে মৃত 2

সাতগাছিয়ায় একটি বুথে ভোট দিতে গিয়ে সানস্ট্রোকে মারা গেলেন এক প্রবীণ । অন্যদিকে বারুইপুরের উত্তর কল্যাণপুরে ভোট দিয়ে ফেরার পথে মারা যান এক ব্যক্তি ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 19, 2019, 5:28 PM IST

সাতগাছিয়া, 19 মে : ডায়মন্ডহারবারের সাতগাছিয়া বিধানসভার 260 নম্বর বুথে ভোট দিতে গিয়ে মারা যান এক প্রবীণ ভোটার । নাম অধীর মণ্ডল (70)। ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি । হঠাৎ সানস্ট্রোক হয় ।

আজ সকাল 10টা নাগাদ তিনি ভোট দিতে গিয়েছিলেন দোসতীনা পোয়ালি প্রাথমিক বিদ্যালয়ে । হঠাৎই মাথা উলটে পড়ে যান । অধীরের ছেলে কর্ণ মণ্ডল বলেন, "প্রচণ্ড গরম ছিল । বাবার স্ট্রোক হয়ে যায় ।"

অন্যদিকে, বারুইপুরের উত্তর কল্যাণপুরে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় স্ট্রোক হয়ে মারা যান এক ব্যক্তি । নাম হাকিমউদ্দিন শেখ (40)। তিনি বারুইপুর পশ্চিম বিধানসভার 140 নম্বর বুথ থেকে ভোট দিয়ে ফেরার পথে রাস্তায় পড়ে যান । পরে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

সাতগাছিয়া, 19 মে : ডায়মন্ডহারবারের সাতগাছিয়া বিধানসভার 260 নম্বর বুথে ভোট দিতে গিয়ে মারা যান এক প্রবীণ ভোটার । নাম অধীর মণ্ডল (70)। ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি । হঠাৎ সানস্ট্রোক হয় ।

আজ সকাল 10টা নাগাদ তিনি ভোট দিতে গিয়েছিলেন দোসতীনা পোয়ালি প্রাথমিক বিদ্যালয়ে । হঠাৎই মাথা উলটে পড়ে যান । অধীরের ছেলে কর্ণ মণ্ডল বলেন, "প্রচণ্ড গরম ছিল । বাবার স্ট্রোক হয়ে যায় ।"

অন্যদিকে, বারুইপুরের উত্তর কল্যাণপুরে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় স্ট্রোক হয়ে মারা যান এক ব্যক্তি । নাম হাকিমউদ্দিন শেখ (40)। তিনি বারুইপুর পশ্চিম বিধানসভার 140 নম্বর বুথ থেকে ভোট দিয়ে ফেরার পথে রাস্তায় পড়ে যান । পরে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

Intro:ভোটদানে বাধা।ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত বিজেপি সমর্থকরা। Body:আক্রান্তদের বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.