ETV Bharat / state

Accident on National Highway: জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 2 , আহত 5 - অটো ও বেসরকারি বাসের সংঘর্ষ

জাতীয় সড়কে অটো ও বেসরকারি বাসের সংঘর্ষ ৷ মৃত 2 ও আগত 5 ৷ স্থানীয়বাসিন্দারা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন ৷ ঘাতক বাসটিকে উদ্ধার করেছে পুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2023, 8:01 PM IST

ডায়মন্ড হারবার, 22 অগস্ট: জাতীয় সড়কে পথ দুর্ঘটনা ৷ অটো ও বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ ৷ দুর্ঘটনায় মৃত 2 ও আহত 5 ৷ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে দক্ষিণ 24 পরগনার 117 নম্বর জাতীয় সড়কের হটুগঞ্জের কাছে । মৃৃত প্রতাপ ময়রা (30) হটুগঞ্জের বাসিন্দা ৷ দুর্ঘটনায় আরও এক মৃত ব্যক্তির পরিচয় জানা য়ায়নি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি অটো যাত্রী নিয়ে হটুগঞ্জের দিকে যাচ্ছিল ৷ অপরদিকে বেসরকারি বাসটি রায়দিঘি থেকে ডায়মন্ড হারবারের দিকে আসছিল । সেই সময় হটুগঞ্জের কাছে বাসটি অটোটিকে ধাক্কা মারে । দুর্ঘটনা শব্দ শুনে এলাকাবাসীরা তড়িঘড়ির ঘটনাস্থলে ছুটে আসে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে ৷ পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশ বাহিনী। ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তাতেই মৃত্যু হয় দু‘জনের ।

আরও পড়ুন: ওভারটেক করতে গিয়ে হাওড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক যাত্রী

আহত সকলেই ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । এদের মধ্যে দু‘জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায়, তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে । আহত এক ব্যক্তি আবু সিদ্দিক শেখ বলেন, "ডায়মন্ড হারবার থেকে ডাক্তার দেখিয়ে আমি বাড়ি যাচ্ছিলাম অটোতে করে ৷ অটোটি হটুগঞ্জের কাছে পৌঁছতেই দুর্ঘটনা ঘটে ৷ উলটো দিক থেকে আশা মথুরাপুর ডায়মন্ড হারবার গামী একটি বেসরকারি বাস সজোরে অটোটিকে ধাক্কা মারে । অটোটি যাত্রী নিয়ে উলটে য়ায় ৷ দুর্ঘটনা শব্দ শুনে আশেপাশে থাকা স্থানীয়রা ছুটে আসেন ৷ স্থানীয়রা উদ্ধার করেছে । আমাদেরকে উদ্ধার করে স্থানীয়রা ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে আসে ৷" খবর পেয়েই ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ ৷ দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে ধরতে পুলিশ তল্লাশি শুরু করে ৷ দীর্ঘ তল্লাশির পর ঘাতক বাসটিকে ধরা গেলেও চালক পলাতক ৷ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অটোটি ৷

ডায়মন্ড হারবার, 22 অগস্ট: জাতীয় সড়কে পথ দুর্ঘটনা ৷ অটো ও বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ ৷ দুর্ঘটনায় মৃত 2 ও আহত 5 ৷ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে দক্ষিণ 24 পরগনার 117 নম্বর জাতীয় সড়কের হটুগঞ্জের কাছে । মৃৃত প্রতাপ ময়রা (30) হটুগঞ্জের বাসিন্দা ৷ দুর্ঘটনায় আরও এক মৃত ব্যক্তির পরিচয় জানা য়ায়নি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি অটো যাত্রী নিয়ে হটুগঞ্জের দিকে যাচ্ছিল ৷ অপরদিকে বেসরকারি বাসটি রায়দিঘি থেকে ডায়মন্ড হারবারের দিকে আসছিল । সেই সময় হটুগঞ্জের কাছে বাসটি অটোটিকে ধাক্কা মারে । দুর্ঘটনা শব্দ শুনে এলাকাবাসীরা তড়িঘড়ির ঘটনাস্থলে ছুটে আসে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে ৷ পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশ বাহিনী। ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তাতেই মৃত্যু হয় দু‘জনের ।

আরও পড়ুন: ওভারটেক করতে গিয়ে হাওড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক যাত্রী

আহত সকলেই ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । এদের মধ্যে দু‘জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায়, তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে । আহত এক ব্যক্তি আবু সিদ্দিক শেখ বলেন, "ডায়মন্ড হারবার থেকে ডাক্তার দেখিয়ে আমি বাড়ি যাচ্ছিলাম অটোতে করে ৷ অটোটি হটুগঞ্জের কাছে পৌঁছতেই দুর্ঘটনা ঘটে ৷ উলটো দিক থেকে আশা মথুরাপুর ডায়মন্ড হারবার গামী একটি বেসরকারি বাস সজোরে অটোটিকে ধাক্কা মারে । অটোটি যাত্রী নিয়ে উলটে য়ায় ৷ দুর্ঘটনা শব্দ শুনে আশেপাশে থাকা স্থানীয়রা ছুটে আসেন ৷ স্থানীয়রা উদ্ধার করেছে । আমাদেরকে উদ্ধার করে স্থানীয়রা ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে আসে ৷" খবর পেয়েই ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ ৷ দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে ধরতে পুলিশ তল্লাশি শুরু করে ৷ দীর্ঘ তল্লাশির পর ঘাতক বাসটিকে ধরা গেলেও চালক পলাতক ৷ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অটোটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.