ETV Bharat / state

জয়নগরে জমি বিবাদের জেরে সংঘর্ষ, জখম 11 - জয়নগর মাজিলপুর

জমি বিবাদকে কেন্দ্র করে অশান্তিতে জখম দু'পক্ষের 11 জনের ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে জয়নগর থানার রাজাপুর করাবেগ পঞ্চায়েতের ব্যাঁটরা এলাকায় ৷ জখম 11 জনের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁরা কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

জয়নগরে জমি বিবাদ
জয়নগরে জমি বিবাদ
author img

By

Published : Jul 3, 2021, 10:59 AM IST

জয়নগর, 3 জুলাই : জমি বিবাদকে কেন্দ্র করে ধুন্ধুমার । আহত হলেন দু'পক্ষের 11 জন । শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে জয়নগর থানার রাজাপুর করাবেগ পঞ্চায়েতের ব্যাঁটরায় । ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় জয়নগর থানার পুলিশ বাহিনী । তদন্ত শুরু করেছে তারা ৷

শুক্রবার বিকেলের অশান্তিতে জখম হন 11 জন ৷ তাঁদের উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁদের বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় । আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়েছে । মহিদুল ইসলাম নামে এক ব্যক্তির অভিযোগ, লোহার রড, লাঠি নিয়ে হামলা চালায় অপরপক্ষ জালাল মিস্ত্রির লোকজন । তাঁদের অনেকের মাথা ফাটিয়ে দেয়, হাত ভেঙে দেয় জালালের লোকজন ৷

ব্যাঁটরা এলাকার বাসিন্দা মহিদুল ইসলামদের সঙ্গে প্রতিবেশী জালাল মিস্ত্রিদের জমি নিয়ে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরেই । বিবাদী দুই পক্ষ সম্পর্কে খুড়তুতো ভাই । মহিদুল ইসলামরা জমিতে বেড়াও দিয়ে দিয়েছিল । কিন্তু জালাল মিস্ত্রি-সহ তাঁর পরিবারের লোকজন ওই বেড়া গিয়ে ভেঙে দেন । এরপরই গন্ডগোল বাধে ৷ কেন বেড়া ভেঙে দেওয়া হল তা জানলে গেলে মহিদুল ইসলামের পরিবারের লোকজনের সঙ্গে ঝামেলা শুরু হয় জালাল মিস্ত্রিদের ।

পুলিশ জানিয়েছে, উভয়পক্ষই থানায় অভিযোগ করেছে । ঘটনার তদন্ত চলছে ৷

আরও পড়ুন : জমি বিবাদের জের, মালদায় প্রতিবেশীদের হাতে যুবক খুন

জয়নগর, 3 জুলাই : জমি বিবাদকে কেন্দ্র করে ধুন্ধুমার । আহত হলেন দু'পক্ষের 11 জন । শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে জয়নগর থানার রাজাপুর করাবেগ পঞ্চায়েতের ব্যাঁটরায় । ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় জয়নগর থানার পুলিশ বাহিনী । তদন্ত শুরু করেছে তারা ৷

শুক্রবার বিকেলের অশান্তিতে জখম হন 11 জন ৷ তাঁদের উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁদের বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় । আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়েছে । মহিদুল ইসলাম নামে এক ব্যক্তির অভিযোগ, লোহার রড, লাঠি নিয়ে হামলা চালায় অপরপক্ষ জালাল মিস্ত্রির লোকজন । তাঁদের অনেকের মাথা ফাটিয়ে দেয়, হাত ভেঙে দেয় জালালের লোকজন ৷

ব্যাঁটরা এলাকার বাসিন্দা মহিদুল ইসলামদের সঙ্গে প্রতিবেশী জালাল মিস্ত্রিদের জমি নিয়ে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরেই । বিবাদী দুই পক্ষ সম্পর্কে খুড়তুতো ভাই । মহিদুল ইসলামরা জমিতে বেড়াও দিয়ে দিয়েছিল । কিন্তু জালাল মিস্ত্রি-সহ তাঁর পরিবারের লোকজন ওই বেড়া গিয়ে ভেঙে দেন । এরপরই গন্ডগোল বাধে ৷ কেন বেড়া ভেঙে দেওয়া হল তা জানলে গেলে মহিদুল ইসলামের পরিবারের লোকজনের সঙ্গে ঝামেলা শুরু হয় জালাল মিস্ত্রিদের ।

পুলিশ জানিয়েছে, উভয়পক্ষই থানায় অভিযোগ করেছে । ঘটনার তদন্ত চলছে ৷

আরও পড়ুন : জমি বিবাদের জের, মালদায় প্রতিবেশীদের হাতে যুবক খুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.