ETV Bharat / state

Businessman Murder Case: শীতলকুচি ব্যবসায়ী খুনের ঘটনায় আগ্নেয়াস্ত্র-সহ ধৃত যুবক - শীতলকুচি ব্যবসায়ী খুনের ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত যুবক

শীতলকুচিতে ব্যবসায়ী খুনের কিনারা করল পুলিশ ৷ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক যুবক (Sitalkuchi Businessman Murder Case) ৷ 11 মে শীতলকুচির গোসাইরহাটে প্রণয় দেবনাথ নামে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয় । ঘটনার কথা স্বীকার করেছে ওই যুবক ৷ ধৃতকে আদালতে তোলা হলে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ।

Businessman Murder Case Arrest
শীতলকুচি গুলিকাণ্ডের ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ ধৃত যুবক
author img

By

Published : Jul 10, 2022, 7:54 PM IST

কোচবিহার, 10 জুলাই: একটি সেভেন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড কার্তুজ-সহ এক যুবককে গ্রেফতার করল কোচবিহারের শীতলকুচি থানার পুলিশ (Sitalkuchi Businessman Murder Case) ৷ গত 11 মে শীতলকুচির গোসাইরহাট এলাকায় প্রণয় দেবনাথ নামে এক ব্যবসায়ীকে গুলি করার ঘটনার প্রায় দু'মাস পর দেশি পিস্তল-সহ এক যুবককে গ্রেফতার করল শীতলকুচি থানার পুলিশ । ধৃত যুবকের বাড়ি শীতলকুচি ব্লকের পুটিয়া বারোমাসিয়ায় । তার কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে । পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ওই যুবক গুলি করার বিষয়টি স্বীকার করেছে ।

পূর্বের ঘটনায় ব্যবসায়ী প্রণয় দেবনাথের কাছে টাকা চাইলে তা দিতে অস্বীকার করায় গুলি করেছিল দুষ্কৃতীরা । সেই সময় গুরুতর আহত ওই ব্যবসায়ীকে কোচবিহার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল । পরে মৃত্যু হয় ওই ব্যবসায়ীর । গোপন তথ্য অনুযায়ী পুলিশ শীতলকুচি লালবাজারের পুটিয়া বারোমাসিয়া গ্রামের রাসিদুল হককে গ্রেফতার করে । পুলিশের জেরায় শীতলকুচির গোসাইরহাটের ব্যবসায়ীকে গুলি করার ঘটনা স্বীকার করে নিয়েছে ধৃত । ধৃতকে আদালতে তোলা হলে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ।

আরও পড়ুন : ফের অশান্ত শীতলকুচি, ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি

মাথাভাঙার অ্যাডিশনাল এসপি অমিত ভার্মা এদিন জানান, শীতলকুচির পুটিয়া বারোমাসিয়া এলাকার রসিদুল মিঞাকে একটি দেশীয় সেভেন এমএম পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার করা হয়েছে ।

কোচবিহার, 10 জুলাই: একটি সেভেন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড কার্তুজ-সহ এক যুবককে গ্রেফতার করল কোচবিহারের শীতলকুচি থানার পুলিশ (Sitalkuchi Businessman Murder Case) ৷ গত 11 মে শীতলকুচির গোসাইরহাট এলাকায় প্রণয় দেবনাথ নামে এক ব্যবসায়ীকে গুলি করার ঘটনার প্রায় দু'মাস পর দেশি পিস্তল-সহ এক যুবককে গ্রেফতার করল শীতলকুচি থানার পুলিশ । ধৃত যুবকের বাড়ি শীতলকুচি ব্লকের পুটিয়া বারোমাসিয়ায় । তার কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে । পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ওই যুবক গুলি করার বিষয়টি স্বীকার করেছে ।

পূর্বের ঘটনায় ব্যবসায়ী প্রণয় দেবনাথের কাছে টাকা চাইলে তা দিতে অস্বীকার করায় গুলি করেছিল দুষ্কৃতীরা । সেই সময় গুরুতর আহত ওই ব্যবসায়ীকে কোচবিহার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল । পরে মৃত্যু হয় ওই ব্যবসায়ীর । গোপন তথ্য অনুযায়ী পুলিশ শীতলকুচি লালবাজারের পুটিয়া বারোমাসিয়া গ্রামের রাসিদুল হককে গ্রেফতার করে । পুলিশের জেরায় শীতলকুচির গোসাইরহাটের ব্যবসায়ীকে গুলি করার ঘটনা স্বীকার করে নিয়েছে ধৃত । ধৃতকে আদালতে তোলা হলে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ।

আরও পড়ুন : ফের অশান্ত শীতলকুচি, ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি

মাথাভাঙার অ্যাডিশনাল এসপি অমিত ভার্মা এদিন জানান, শীতলকুচির পুটিয়া বারোমাসিয়া এলাকার রসিদুল মিঞাকে একটি দেশীয় সেভেন এমএম পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.