কোচবিহার, 6 মে : মদ কিনেই আবার লাইনে দাড়াচ্ছেন মদ কেনার জন্য । ফলে কমছে না লাইন । তাই মদ দেওয়ার সময় হাতে কালি লাগিয়ে দিচ্ছেন মদ বিক্রেতা । এমনই ঘটনা ঘটল কোচবিহারের দিনহাটায় । আর এই নিয়ম চালু করায় কয়েক ঘণ্টার মধ্যেই দোকানে ভিড় হালকা হয়ে যায় ।
জানা গিয়েছে, রাজ্য সরকারের নির্দেশে সোমবার থেকে রাজ্যের অন্যান্য জেলায় মদের দোকান চালু হলেও গতকাল থেকে কোচবিহারে মদের দোকান খুলতে শুরু করে । আর মদের দোকান খুলতেই ভিড় জমে যায় গ্রাহকদের । গতকালের পর একই দৃশ্য আজও দেখা যায় । তবে এদিন দিনহাটার একটি দোকানে ভিড় উপচে পড়ে ।
কোনওভাবেই ভিড় না কমায় দেখা যায় একই ব্যক্তি একাধিকবার মদ কিনছে । এরপরই মদের দোকানের মালিক গ্রাহকদের হাতের আঙুলে কালি লাগানো শুরু করেন । এর ফলে একজন গ্রাহক একদিনে আর দ্বিতীয়বার মদ কেনার জন্য লাইনে দাঁড়ায়নি । কিছুক্ষণের মধ্যে লাইন ছোটো হয়ে যায় । হালকা হয়ে যায় ভিড় ।