ETV Bharat / state

প্রার্থী ঘোষণার আগেই উদয়ন গুহর সমর্থনে প্রচার তৃণমূল নেতার - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার আগেই দিনহাটায় তৃণমূলের বিধায়ক উদয়ন গুহর প্রচার শুরু হয়ে গিয়েছে । তাঁর হয়ে প্রচার করেছেন তৃণমূলের এক প্রধান ।

west bengal assembly election 2021: udayan guha's campaign started at coochbihar before candidate list has been announced
প্রার্থী ঘোষণার আগেই উদয়ন গুহর সমর্থনে প্রচার তৃণমূল নেতার
author img

By

Published : Mar 2, 2021, 2:24 PM IST

কোচবিহার, 2 মার্চ: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের আগেই প্রার্থী হিসাবে দিনহাটার তৃণমুল বিধায়ক উদয়ন গুহের প্রচারে নামলেন তৃণমুলের এক প্রধান । সোমবার দিনহাটা-2 ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস সোশ্যাল মিডিয়ায় বিধায়ক উদয়ন গুহর সমর্থনে প্রচার করেন । এই ঘটনায় জোর আলোড়ন পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। যদিও বিষয়টি নিয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, কে কোথায় কী পোস্ট দিয়েছে, এ নিয়ে কোনও মন্তব্য করব না।

জানা গিয়েছে, দিনহাটাতে তৃণমুলের প্রার্থী কে হবে এ ক্ষেত্রে একাধিক দাবিদারের নাম উঠে এসেছে। গোষ্ঠীকোন্দলের জেরে ইতিমধ্যে উদয়ন গুহকে প্রার্থী না-করার দাবিতে আন্দোলন শুরু করেছেন তাঁর বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতাকর্মীদের একাংশ । এই দাবিতে তাঁরা বৈঠক করেছেন । এই টানাপোড়েনের মাঝে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে । যে কোনওদিন তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে ।

আরও পড়ুন: নমস্কার বাংলা... মালদায় আসার আগে টুইট আদিত্যনাথের

তারই মাঝে দিনহাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস সোশাল মিডিয়ায় উদয়ন গুহের সমর্থনে ভোট প্রচার করেছেন । যদিও বিষয়টি নিয়ে ওই প্রধান জানিয়েছেন, উদয়ন গুহ এ বার দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন । তাই ওই পোস্ট দেওয়া হয়েছে ।

কোচবিহার, 2 মার্চ: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের আগেই প্রার্থী হিসাবে দিনহাটার তৃণমুল বিধায়ক উদয়ন গুহের প্রচারে নামলেন তৃণমুলের এক প্রধান । সোমবার দিনহাটা-2 ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস সোশ্যাল মিডিয়ায় বিধায়ক উদয়ন গুহর সমর্থনে প্রচার করেন । এই ঘটনায় জোর আলোড়ন পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। যদিও বিষয়টি নিয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, কে কোথায় কী পোস্ট দিয়েছে, এ নিয়ে কোনও মন্তব্য করব না।

জানা গিয়েছে, দিনহাটাতে তৃণমুলের প্রার্থী কে হবে এ ক্ষেত্রে একাধিক দাবিদারের নাম উঠে এসেছে। গোষ্ঠীকোন্দলের জেরে ইতিমধ্যে উদয়ন গুহকে প্রার্থী না-করার দাবিতে আন্দোলন শুরু করেছেন তাঁর বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতাকর্মীদের একাংশ । এই দাবিতে তাঁরা বৈঠক করেছেন । এই টানাপোড়েনের মাঝে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে । যে কোনওদিন তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে ।

আরও পড়ুন: নমস্কার বাংলা... মালদায় আসার আগে টুইট আদিত্যনাথের

তারই মাঝে দিনহাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস সোশাল মিডিয়ায় উদয়ন গুহের সমর্থনে ভোট প্রচার করেছেন । যদিও বিষয়টি নিয়ে ওই প্রধান জানিয়েছেন, উদয়ন গুহ এ বার দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন । তাই ওই পোস্ট দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.