ETV Bharat / state

লকডাউনে টেন্ডারের কাজ আটকে কোচবিহারে, জল সংকটে ভোগার সম্ভাবনা

লকডাউনের জেরে আটকে বেশিরভাগ কাজ । আটকে গেছে কোচবিহারের 12 হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজও । কবে শুরু হবে তা অনিশ্চিত । জলকষ্টে পড়তে পারেন বাসিন্দারা ।

water crisis
জলসংকট
author img

By

Published : Apr 15, 2020, 2:48 PM IST

কোচবিহার, 15 এপ্রিল : লকডাউনের কারণে কোচবিহার পৌরসভার পানীয় জল সরবরাহের পাইপলাইন বসানোর কাজ আটকে রয়েছে । কারণ, কাজের টেন্ডার করার জন্য যাবতীয় কাগজপত্র মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটে পাঠানো হয়েছিল । কিন্তু লকডাউন ঘোষিত হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় পরবর্তী কাজ। এই পরিস্থিতিতে কোচবিহারের 12 হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ শুরু হয়নি ।

কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ বলেন, "জল প্রকল্পের কাজ শুরু করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল । টেন্ডারের কাগজপত্র পাঠানো হয়েছিল । কিন্তু লকডাউনের জেরে আটকে গেছে ।" কোচবিহার পৌরসভা সূত্রে খবর, তোর্ষা নদীর জল এনে তা শোধন করে কোচবিহারের 18 হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার উদ্যোগ নেয় পৌরসভা । এই কাজের জন্য বরাদ্দ হয় 65 কোটি টাকা । কিন্তু গত কয়েক বছরে মাত্র ছয় হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ দিতে পেরেছে পৌরসভা । বাকি বাড়িতে সংযোগ দিতে আরও 39 কিলোমিটার পাইপলাইন বসাতে হবে ।

সেই কাজের জন্য টেন্ডারের যাবতীয় কাগজপত্র মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটে পাঠানো হলেও লকডাউনের জেরে সেই কাজ আটকে গেছে । ফলে বাকি 12 হাজার বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ কবে দেওয়া যাবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে । বাসিন্দারা বলেন, "লকডাউনের জেরে এমনিতেই ঘরবন্দী । গরম আরও বাড়বে । এই পরিস্থিতিতে জল না পেলে চরম দুর্ভোগে পড়তে হবে ।" যদিও কোচবিহার পৌর এলাকার CPI(M) নেতা তথা বিরোধী দলনেতা মহানন্দ সাহা বলেন, "পৌরসভা এতদিন কেন ঢিলেমি করেছে ? পৌরসভার কারণেই বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হবে ।"

কোচবিহার, 15 এপ্রিল : লকডাউনের কারণে কোচবিহার পৌরসভার পানীয় জল সরবরাহের পাইপলাইন বসানোর কাজ আটকে রয়েছে । কারণ, কাজের টেন্ডার করার জন্য যাবতীয় কাগজপত্র মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটে পাঠানো হয়েছিল । কিন্তু লকডাউন ঘোষিত হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় পরবর্তী কাজ। এই পরিস্থিতিতে কোচবিহারের 12 হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ শুরু হয়নি ।

কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ বলেন, "জল প্রকল্পের কাজ শুরু করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল । টেন্ডারের কাগজপত্র পাঠানো হয়েছিল । কিন্তু লকডাউনের জেরে আটকে গেছে ।" কোচবিহার পৌরসভা সূত্রে খবর, তোর্ষা নদীর জল এনে তা শোধন করে কোচবিহারের 18 হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার উদ্যোগ নেয় পৌরসভা । এই কাজের জন্য বরাদ্দ হয় 65 কোটি টাকা । কিন্তু গত কয়েক বছরে মাত্র ছয় হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ দিতে পেরেছে পৌরসভা । বাকি বাড়িতে সংযোগ দিতে আরও 39 কিলোমিটার পাইপলাইন বসাতে হবে ।

সেই কাজের জন্য টেন্ডারের যাবতীয় কাগজপত্র মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটে পাঠানো হলেও লকডাউনের জেরে সেই কাজ আটকে গেছে । ফলে বাকি 12 হাজার বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ কবে দেওয়া যাবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে । বাসিন্দারা বলেন, "লকডাউনের জেরে এমনিতেই ঘরবন্দী । গরম আরও বাড়বে । এই পরিস্থিতিতে জল না পেলে চরম দুর্ভোগে পড়তে হবে ।" যদিও কোচবিহার পৌর এলাকার CPI(M) নেতা তথা বিরোধী দলনেতা মহানন্দ সাহা বলেন, "পৌরসভা এতদিন কেন ঢিলেমি করেছে ? পৌরসভার কারণেই বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.