কোচবিহার , 1 জুন : করোনার প্রথম ডোজ়ের টিকা নেওয়া হয়ে গিয়েছে ৷ কিন্তু দ্বিতীয় ডোজ়ের টিকা নেওয়া তখনও নেওয়া হয়নি ৷ এরকম অবস্থায়, প্রথম ডোজ়ের টিকা নেওয়ার কিছুদিন পর থেকেই বাসিন্দারা দ্বিতীয় ডোজ়ের টিকা নিতে ভিড় জমান সেন্টারগুলিতে ৷ ভিড় এড়াতেই এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করে টিকা নেওয়ার সুবিধা চালু হল কোচবিহারে ৷
কলকাতার পর কোচবিহারে এরকম ব্যবস্থা চালু হল ৷ আজ বিকালে কোচবিহার ল্যান্সডাউন হলে জেলাশাসক পবন কাদিয়ান আনুষ্ঠানিকভাবে হোয়াটস অ্যাপ নম্বর চালু করেন ৷ নম্বরটি হল 83359 99000। নাম নথিভুক্ত হওয়ার পর বাড়ির নিকটবর্তী সেন্টার থেকে করোনার দ্বিতীয় ডোজ়ের টিকা পাওয়া যাবে ৷ কো-ভ্যাকসিন এবং কোভিশিল্ড দুটি ভ্যাকসিনের ক্ষেত্রেই এই সুবিধা পাওয় যাবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার সদর মহকুমাশাসক রাকিবুর রহমান সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর যশ বৈঠকে কেন ছিলেন না আলাপন, শোকজ কেন্দ্রের
সোমবার পর্যন্ত কোচবিহারে 2 লাখ 62 হাজার 647 জন ভ্যাকসিন নিয়েছেন ৷ দ্বিতীয় ডোজ নিয়েছেন 93 হাজার 11 জন। এবিষয়ে জেলাশাসক পবন কাদিয়ান জানান, আশা করি সমস্যার সমাধান মিটবে ৷ আর সেন্টারের সামনে অযথা ভিড় বাড়বে না ৷ সুষ্ঠুভাবে টিকাকরণ সম্পন্ন হবে ৷ আপাতত কোচবিহার শহরের বাসিন্দারাই এই সুবিধা পাবেন।