কোচবিহার, 11 সেপ্টেম্বর: মিজলস বা রুবিওলা অর্থাৎ, সহজ বাংলায় যাকে হাম বলা হয় ৷ সেই হামের টিকাকরণের (Vaccination of Rubeola Virus) জন্য স্কুলে স্কুলে বিশেষ শিবির তৈরির উদ্যোগ নিল কোচবিহার জেলা স্বাস্থ্য দফতর ৷ সম্প্রতি জেলা স্বাস্থ্য দফতর ও প্রশাসনিক কর্তাদের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সবকিছু পরিকল্পনামাফিক চললে পুজোর পর এই শিবিরের আয়োজন করা হবে বলে জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে ৷
21 নভেম্বর থেকে এই টিকাকরণের কর্মসূচি শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ 24 ডিসেম্বরের মধ্যে কোচবিহারে টিকাকরণ শেষ করার ভাবনা রয়েছে জেলা স্বাস্থ্য দফতরের ৷ সবমিলিয়ে জেলার 7 লক্ষ 18 হাজার শিশু এবং কিশোরকে এই এক মাসের মধ্যে প্রতিষেধক ‘এম আর ভ্যাকসিন’ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সুকান্ত বিশ্বাস বলেন, ‘‘পুজোর পর বিভিন্ন স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিবির করে রুবিওলা রোগের টিকাকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: পালস পোলিও টিকা না পেয়ে প্রতিবাদ, পাণ্ডুয়ায় আশাকর্মীর হাতে আক্রান্ত শিশুর বাবা
সাধারণত বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে শিশুদের রুবিওলা বা হামের টিকা দেওয়া হয় ৷ এ বার 15 বছর বয়স পর্যন্ত সব শিশু ও কিশোরদের এই রোগের টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ সেই কারণে বিভিন্ন স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিশেষ শিবির করা হবে ৷ এই বিষয়টিকে বাস্তবায়িত করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷ রুবিওলা বা হামের লক্ষণ হল, শরীরে লালচে দাগ হওয়া, অল্প সর্দি-কাশি ৷ চিকিৎসকরা রোগীর স্বাস্থ্য পরীক্ষা করলে এই ব্যাপারে নিশ্চিত করে বলতে পারেন ৷ তবে, প্রতিষেধক দিলে সংক্রমিত হওয়ার আশঙ্কা কমে বা হলেও তাঁর ভয়াবহতার হাত থেকে বাঁচা যায় ৷