কোচবিহার, 15 জুলাই: জয়ী পঞ্চায়েত সদস্যদের প্রতি আস্থা রাখতে পারছেন না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ৷ তাই দিনহাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জয়ী প্রার্থীদের সার্টিফিকেট ব্লক সভাপতিদের কাছে জমা দেওয়ার নির্দেশ দিলেন এই তৃণমূল নেতা । তিনি এদিন বলেন, "যারা জয়ী সার্টিফিকেট পেয়ে গিয়েছেন তাঁরা ব্লক নেতাদের কাছে আজকেই জমা করুন। এটা দলের নির্দেশ ।" উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই নির্দেশ ঘিরে হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে ।
প্রসঙ্গত, শনিবার 21 জুলাই নিয়ে দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে এক প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন তিনি ৷ সেখানে গিয়ে জয়ী পঞ্চায়েত সদস্যদের এমনটাই নির্দেশ দিলেন তৃণমূলের এই বিধায়ক। পাশাপাশি এদিনের সভায় তিনি বলেন, "দলবিরোধী কাজ করবেন আর নেতার বাড়িতে ইলিশ মাছ নিয়ে গিয়ে তা মেরামতের চেষ্টা করবেন। এমনটা বরদাস্ত করা হবে না । বাজারে ইলিশ মাছ পাওয়া যায় পয়সা দিয়ে কিনে খাও। আমার কাছে খবর আছে ফারুক মিয়া আমাদের দলের বিরোধিতা করেছে ৷ "
তাঁর কথায়, ঐক্যবদ্ধভাবে চলুন। প্রধান নির্বাচনের ক্ষেত্রে সবার সঙ্গে আলোচনা করা হবে ৷ তরপরে যোগ্য ব্যক্তিকে প্রধান হিসাবে নির্বাচন করা হবে। প্রয়োজনে ভোটাভুটি করা হবে। প্রধান নির্বাচনের ক্ষেত্রে দলের উপর চাপ সৃষ্টি করবেন না । বেশকিছু অঞ্চল সভাপতি গোষ্ঠীকোন্দল করার চেষ্টা করছেন । সেগুলো বন্ধ করুন। পঞ্চায়েতে ভালো ফল হয়েছে । তবে আত্মসন্তুষ্টিতে যাওয়ার কারণ নেই। সামনে 2024-এর লোকসভা নির্বাচন । 21 জুলাইয়ের পর লোকসভা নির্বাচনের প্রচারে কোমর বেঁধে নামতে হবে।
আরও পড়ুন: দিনহাটায় স্ট্রংরুমে ঢোকা নিয়ে তৃণমূল-বিজেপি বিবাদ, এলাকায় উত্তেজনা
পাশাপাশি উদয়নের কড়া নির্দেশ, কোথাও আক্রমণ হলে এখনই প্রতি আক্রমণে যাবেন না। গোটা রাজ্যজুড়ে চক্রান্ত চলছে। এতদিন জানতাম নির্বাচন কমিশন পরিচালনা করে। এখন দেখছি বিচারব্যবস্থা সবকিছু নিয়ন্ত্রণ করছে । নির্বাচনের দিন কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের ভোটারদের হেনস্তা করেছে । তাদের মারধর করেছে।