ETV Bharat / state

Udayan Guha: ইয়াবা ট্যাবেলট পাচারে অভিযুক্তের সঙ্গে নিশীথের সম্পর্ক রয়েছে ! উদয়নের পোস্ট ঘিরে বিতর্ক - ইয়াবা ট্যাবলেট উদ্ধার

গত শনিবার শিলিগুড়িতে পুলিশ অভিযান চালিয়ে দিনহাটা থেকে আসা একটি গাড়িকে আটক করে ৷ ওই গাড়ি থেকে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় (Police Recovered Yaba Tablet) । বিমান দেবনাথ ও মোফাজ্জল হোসেন নামে দু'জনকে পুলিশ গ্রেফতার করে ওই ঘটনায় ।

udayan-guha-post-of-yaba-tablet-smuggling-accused-connection-with-nisith-pramanik-stirs-controversy
Udayan Guha: ইয়াবা ট্যাবেলট পাচারে অভিযুক্তের সঙ্গে নিশীথের সম্পর্ক রয়েছে ! উদয়নের পোস্ট ঘিরে বিতর্ক
author img

By

Published : Sep 27, 2022, 8:27 PM IST

কোচবিহার, 27 সেপ্টেম্বর : ইয়াবা ট্যাবলেট-সহ ধড়া পড়া যুবকের সঙ্গে কি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) সম্পর্ক রয়েছে ! সোশ্যাল মিডিয়ায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) একটি পোস্ট ঘিরে বিতর্ক দেখা দিয়েছে ।

সেই পোস্টে উদয়ন গুহ লিখেছেন, "মোফাজ্জল সাহেব ইয়াবা ট্যাবলেট-সহ পুলিশের হাতে ধরা পড়েছেন । মাথায় ইয়ারের হাত আছে ।" সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই পোস্ট ঘিরে হইচই পড়ে যায় । যদিও বিজেপির (BJP) কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়ের দাবি, নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রী । ওঁর সঙ্গে অনেকেই ছবি তোলেন । আর ওই যুবক আগে বিজেপি করলেও এখন বিজেপির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই ।

গত শনিবার শিলিগুড়িতে পুলিশ অভিযান চালিয়ে দিনহাটা থেকে আসা একটি গাড়িকে আটক করে এবং সেখান থেকে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় (Police Recovered Yaba Tablet) । সেই ঘটনায় বিমান দেবনাথ ও মোফাজ্জল হোসেন নামে দু'জনকে পুলিশ গ্রেফতার করে । মোফাজ্জল হোসেন দিনহাটার গীতালদহের বাসিন্দা এবং বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি ।

এই ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে যায় । এরপর সোমবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে ওই যুবকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ লেখেন, "ইনিই জনাব মোফাজ্জল সাহেব, ইয়াবা ট্যাবলেট-সহ পুলিশের হাতে ধরা পড়েছেন । মাথায় ইয়ারের হাত আছে ।"

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘‘গরুপাচার (Cattle Smuggling Scam) থেকে ইয়াবা ট্যাবলেট পাচার, সবই বিজেপির নেতা-মন্ত্রীদের মদতে হয় । এসব তদন্ত করে দেখা দরকার ।’’

আরও পড়ুন : বাংলা ভাগের বিরোধিতায় শনিতে সকলকে পথে নামার ডাক উদয়নের

কোচবিহার, 27 সেপ্টেম্বর : ইয়াবা ট্যাবলেট-সহ ধড়া পড়া যুবকের সঙ্গে কি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) সম্পর্ক রয়েছে ! সোশ্যাল মিডিয়ায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) একটি পোস্ট ঘিরে বিতর্ক দেখা দিয়েছে ।

সেই পোস্টে উদয়ন গুহ লিখেছেন, "মোফাজ্জল সাহেব ইয়াবা ট্যাবলেট-সহ পুলিশের হাতে ধরা পড়েছেন । মাথায় ইয়ারের হাত আছে ।" সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই পোস্ট ঘিরে হইচই পড়ে যায় । যদিও বিজেপির (BJP) কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়ের দাবি, নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রী । ওঁর সঙ্গে অনেকেই ছবি তোলেন । আর ওই যুবক আগে বিজেপি করলেও এখন বিজেপির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই ।

গত শনিবার শিলিগুড়িতে পুলিশ অভিযান চালিয়ে দিনহাটা থেকে আসা একটি গাড়িকে আটক করে এবং সেখান থেকে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় (Police Recovered Yaba Tablet) । সেই ঘটনায় বিমান দেবনাথ ও মোফাজ্জল হোসেন নামে দু'জনকে পুলিশ গ্রেফতার করে । মোফাজ্জল হোসেন দিনহাটার গীতালদহের বাসিন্দা এবং বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি ।

এই ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে যায় । এরপর সোমবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে ওই যুবকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ লেখেন, "ইনিই জনাব মোফাজ্জল সাহেব, ইয়াবা ট্যাবলেট-সহ পুলিশের হাতে ধরা পড়েছেন । মাথায় ইয়ারের হাত আছে ।"

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘‘গরুপাচার (Cattle Smuggling Scam) থেকে ইয়াবা ট্যাবলেট পাচার, সবই বিজেপির নেতা-মন্ত্রীদের মদতে হয় । এসব তদন্ত করে দেখা দরকার ।’’

আরও পড়ুন : বাংলা ভাগের বিরোধিতায় শনিতে সকলকে পথে নামার ডাক উদয়নের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.