কোচবিহার, 30 মে : নির্মীয়মাণ 6 ফুট গভীর সেপটিক ট্যাংকে নেমে মর্মান্তিক পরিণতি দুই শ্রমিকের ৷ দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে বিজয় সরকার ও প্রণব সরকার নামে দুই শ্রমিকের ৷ সোমবার কোচবিহার পুন্ডিবাড়ি থানার অন্তর্গত চকচকা গ্রাম পঞ্চায়েতের পেস্টারঝাড় এলাকায় (Two Workers Died) দুর্ঘটনাটি ঘটেছে । আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ৷
স্থানীয় সূত্রে খবর, এদিন পেস্টারঝাড় এলাকার বাসিন্দা কালিদাস দেবনাথের বাড়িতে সেপটিক ট্যাংক তৈরির কাজ চলছিল ৷ কাজ শুরু করতে প্রথমে বিজয় সরকার সেপটিক ট্যাংকের ভিতর নামে । সঙ্গেসঙ্গে শ্বাস কষ্ট শুরু হয় তাকে বাঁচাতে নিচে নামেন প্রণব সরকার । তাঁরও শ্বাস কষ্ট শুরু হয় ৷ ঘটনাস্থলেই দু‘জনে জ্ঞান হারান ৷ স্থানীয় কয়েকজন ও দমকলের সহযোগিতায় অচেতন অবস্থায় দুই শ্রমিককে সেপটিপ ট্যাংক থেকে উদ্ধার করা হয় ৷ ঘটনাস্থলে উপস্থিত হন পুন্ডিবাড়ী থানার পুলিশ ।
আরও পড়ুন : রোলিং মেশিনে আটকে মৃত্যু শ্রমিকের
দমকলের সহযোগিতায় সেপটিক ট্যাংকের ভিতর থেকে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁদেরকে মৃত বলে ঘোষণা করেন । মৃতদেহ দু’টি ময়নাতদন্তের পাঠায় পুলিশ । ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ী থানার পুলিশ ৷