ETV Bharat / state

স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত দুই ভাই

জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের ৷ সম্পর্কে তারা পরস্পরের ভাই ৷ মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের সিঞ্জারহাটে ৷

হলদিবাড়ি
author img

By

Published : Aug 27, 2019, 2:45 AM IST

Updated : Aug 27, 2019, 4:51 AM IST

হলদিবাড়ি, 27 অগাস্ট : জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের ৷ সম্পর্কে তারা পরস্পরের ভাই ৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের সিঞ্জারহাটে ৷ মৃত দুই নাবালকের নাম রাহেন সরকার , আব্বাস সরকার ৷ বয়স 12 ও 7 বছর ।

মৃতদের পরিবার জানিয়েছে, বাড়ির পাশেই একটি পুকুরে গতকাল দুপুরে স্নান করতে গিয়েছিল দুই ভাই ৷ অনেক্ষণ তাঁরা বাড়িতে না ফেরায় পরিবারের লোকের তাঁদের খুঁজতে বের হয় ৷ সারা গ্রাম তন্ন তন্ন করে খোঁজার পরও পাওয়া যায়নি তাদের ৷ এর পরই দুই ভাইকে খুঁজতে পুকুরে নেমে তল্লাশি চালানো হয় ৷

দুই নাবালককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে ৷ সেখানে চিকিৎসকরা দুই নাবালককেই মৃত ঘোষণা করেন ৷ এই ঘটনায় শোকের ছায়া নেমেছে সিঞ্জারহাট গ্রামে ৷

হলদিবাড়ি, 27 অগাস্ট : জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের ৷ সম্পর্কে তারা পরস্পরের ভাই ৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের সিঞ্জারহাটে ৷ মৃত দুই নাবালকের নাম রাহেন সরকার , আব্বাস সরকার ৷ বয়স 12 ও 7 বছর ।

মৃতদের পরিবার জানিয়েছে, বাড়ির পাশেই একটি পুকুরে গতকাল দুপুরে স্নান করতে গিয়েছিল দুই ভাই ৷ অনেক্ষণ তাঁরা বাড়িতে না ফেরায় পরিবারের লোকের তাঁদের খুঁজতে বের হয় ৷ সারা গ্রাম তন্ন তন্ন করে খোঁজার পরও পাওয়া যায়নি তাদের ৷ এর পরই দুই ভাইকে খুঁজতে পুকুরে নেমে তল্লাশি চালানো হয় ৷

দুই নাবালককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে ৷ সেখানে চিকিৎসকরা দুই নাবালককেই মৃত ঘোষণা করেন ৷ এই ঘটনায় শোকের ছায়া নেমেছে সিঞ্জারহাট গ্রামে ৷

Intro:জলে ডুবে মৃত্যু একই পরিবারের দুই শিশুর৷


কোচবিহার :২৬ আগষ্ট :


কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের সিঞ্জারহাট এলাকার জলে ডুবে একই পরিবারের মর্মান্তিক ভাবে মৃত্যু হল দুই শিশুর।বড়ো শিশুটির নাম রাহেন সরকার বয়স ১২বছর। দ্বিতীয় শিশুটির নাম আব্বাস সরকার। বয়স ৭বছর।

স্থানীয় সুত্রে জানা যায় বাড়ির পাশেই একটি পুকুরে স্নান করতে গিয়ে সেখানে তাদের মৃত্যু হয় ৷ ওই পরিবারের সদস্যরা জানায় যে তাদেরকে অনেক খোঁজাখুঁজির করার পড়েও খোঁজ মেলেনি ৷পুকুরে স্নান করতে পারে এই অনুমান করে স্থানীয়েরা পুকুুরে নেমে তল্লাশি চালায়।

অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় এক যুবক ওই পুকুরে শিশু দুটির সন্ধান পায়।পরে দুই শিশুর মৃত দেহ উদ্বার করে হলদিবাড়ি গ্ৰামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানিয়েছেন ।

মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে। স্থানীয় সুত্রে জানা গেছে "চলতি বর্ষাতেই পুকুরে পরে বেশ কয়েকটি মৃত্যু ওই এলাকায় ।Body:COB Conclusion:
Last Updated : Aug 27, 2019, 4:51 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.