ETV Bharat / state

কাটমানির চোদ্দ লাখ টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা তৃণমূল নেতার - tmc

সরকারি প্রকল্পে বাড়ি, শৌচাগার তৈরি করে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তুফানগঞ্জের এক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে । অভিযুক্ত নেতা সালিশি সভায় মুচলেকা দিয়ে টাকা ফেরত দেবেন বলে জানালেন ।

কাটমানি ফেরতের প্রতিশ্রুতি তৃণমূল নেতার
author img

By

Published : Jul 17, 2019, 8:49 PM IST

Updated : Jul 18, 2019, 12:38 AM IST

কোচবিহার, 17 জুলাই : বাড়ি, শৌচাগার তৈরির নামে উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল কোচবিহারের তুফানগঞ্জের এক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে । তাঁর নাম ভবেন দাস । পৌরসভার স্টল বিক্রির ক্ষেত্রেও কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে ওই নেতার বিরুদ্ধে । আজ বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের তরফে সালিশি সভা ডাকা হয় । সভায় তিনি কাটমানি ফেরত দেবেন বলে মুচলেকা দেন ।

ভবেন দাসের বিরুদ্ধে অভিযোগ, সরকারি প্রকল্পে বাড়ি, শৌচাগার, ও স্টল পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা কাটমানি নিয়েছেন । আজ সালিশি সভায় তিনি মুচলেকা দেন যে, 7 দিনের মধ্যে কাটমানি বাবদ 14 লাখ 56 হাজার টাকা ফেরত দেবেন ।

ভবেনবাবুর দাবি, সরকারি প্রকল্পে ঘর, শৌচাগার ইত্যাদি পাইয়ে দেওয়ার জন্য তিনি "খরচ" বাবদ উপভোক্তাদের কাছ থেকে টাকা নিয়েছেন । যদিও উপভোক্তাদের অনেকের দাবি, কাটমানি দিলেও তাঁরা এখনও ঘর, শৌচাগার ও পৌরসভার স্টল পাননি ।

কোচবিহার, 17 জুলাই : বাড়ি, শৌচাগার তৈরির নামে উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল কোচবিহারের তুফানগঞ্জের এক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে । তাঁর নাম ভবেন দাস । পৌরসভার স্টল বিক্রির ক্ষেত্রেও কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে ওই নেতার বিরুদ্ধে । আজ বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের তরফে সালিশি সভা ডাকা হয় । সভায় তিনি কাটমানি ফেরত দেবেন বলে মুচলেকা দেন ।

ভবেন দাসের বিরুদ্ধে অভিযোগ, সরকারি প্রকল্পে বাড়ি, শৌচাগার, ও স্টল পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা কাটমানি নিয়েছেন । আজ সালিশি সভায় তিনি মুচলেকা দেন যে, 7 দিনের মধ্যে কাটমানি বাবদ 14 লাখ 56 হাজার টাকা ফেরত দেবেন ।

ভবেনবাবুর দাবি, সরকারি প্রকল্পে ঘর, শৌচাগার ইত্যাদি পাইয়ে দেওয়ার জন্য তিনি "খরচ" বাবদ উপভোক্তাদের কাছ থেকে টাকা নিয়েছেন । যদিও উপভোক্তাদের অনেকের দাবি, কাটমানি দিলেও তাঁরা এখনও ঘর, শৌচাগার ও পৌরসভার স্টল পাননি ।

Intro:

কোচবিহারঃ নদী ভাঙ্গন রোধে কেন্দ্র ও রাজ্য সরকারের সঠিক পরিকল্পনার অভাব রয়েছে বলে অভিযোগ তুললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মঙ্গলবার কোচবিহার শহরের ফাঁসিরঘাটে তোর্ষা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করতে এসে সুজন বাবু এই অভিযোগ করেন। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'বেশ কয়েক বছর থেকেই তোর্ষা, তিস্তা,রায়ডাক, এর নদী ভাঙনের কবলে পড়ছে কোচবিহারের মানুষ। কিন্তু সঠিক পরিকাঠামো নিয়ে কোন কাজ করা হয়নি।' সঠিক পরিকল্পনা নিয়ে আগে থেকে ব্যবস্থা নিলে ক্ষতির পরিমাণ অনেক কম হত।
Body:

কোচবিহারঃ নদী ভাঙ্গন রোধে কেন্দ্র ও রাজ্য সরকারের সঠিক পরিকল্পনার অভাব রয়েছে বলে অভিযোগ তুললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মঙ্গলবার কোচবিহার শহ
জানা গিয়েছে গত এক সপ্তাহ ধরে পাহাড়ে ও সমতলে বৃষ্টির কারনে কোচবিহার জেলার মধ্যে দিয়ে বয়ে বয়ে যাওয়া তিস্তা, তোর্সা, কালজানি, রায়ডাক, ধরলা নদী গুলি ফুলে-ফেঁপে ওঠে। সেই সব নদীর জল ঢুকে পড়ে বেশকিছু গ্রাম প্লাবিত করে দেয়। পাশাপাশি চলে নদী ভাঙ্গন । শুধুমাত্র কোচবিহার পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ফাঁসির ঘাট এলাকায় গত কয়েকদিনে ১০ থেকে ১২ টি বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে। তারা এখন বাঁধের উপর আশ্রয় নিয়েছে। যদিও বৃষ্টি কমায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মঙ্গলবার সকালে সেই ফাঁসির ঘাট এলাকা পরিদর্শনে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সেখানকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি অভিযোগ করেন কেন্দ্র ও রাজ্যের সঠিক পরিকল্পনার ফলেই এই এলাকায় নদী ভাঙ্গন হচ্ছে। বিষয়টি বিধানসভায় তোলা হবে। পাশাপাশি এই ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে রাজ্য সরকারের উদ্যোগ নেয় সে বিষয়ে সোচ্চার হবেন তিনি। যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের কার্যকরী সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বলেন সুজন বাবুরা দীর্ঘদিন এরাজ্যে ক্ষমতায় ছিলেন নদী ভাঙ্গন রোধে তখন তারা কেন বাদ পড়েননি পাশাপাশি তিনি বলেন নদী ভাঙ্গন রোধে গত কয়েক বছরে কোচবিহার জেলা যথেষ্ট কাজ হয়েছে আগামীতেও হবে। # শুভঙ্কর সাহা।
Conclusion:WB-CRB-01-SUJAN VISIT FLOOD AFFECTED AREA-SCRIPT AND VIS-7205341
Last Updated : Jul 18, 2019, 12:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.