কোচবিহার, 8 জুন : রবীন্দ্রনাথ ঘোষকে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে অপসারিত করার পর দলের যুব সংগঠনের কর্মীদের একাংশের মধ্যে উচ্ছ্বাস দেখা গেল । শুক্রবার রাতে তারা দিনহাটা শহরের পাঁচ মাথার মোড়ে উল্লাসে ফেটে পড়ে । বাজি পোড়ায় । তাদের বক্তব্য, "রবীন্দ্রনাথ ঘোষকে জেলা সভাপতির পদ থেকে অপসারণ করায় কোচবিহার অভিশাপ মুক্ত হল ।"
লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী ৬০ হাজারের বেশি ভোটে পরাজিত হন। এরপর থেকেই রবীন্দ্রনাথ ঘোষকে জেলা সভাপতির পদ থেকে সরানো হবে এমন জল্পনা ছিল । বৃহস্পতিবার তাঁকে সরিয়ে সেই পদে আনা হয় প্রাক্তন বনমন্ত্রী বিনয় বর্মণকে ।
যারা বাজি পুড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে তাদের মধ্যে ছিল তৃণমূল যুব কংগ্রেসের আটিয়াবাড়ি -১ অঞ্চল সভাপতি নাজির হোসেন, নুর মহম্মদ প্রমুখ । সংগঠনের দিনহাটা-১ ব্লক সহ সভাপতি অর্জুন চক্রবর্তী বলেছে, "দীর্ঘদিন ধরে তৃণমূল করে আসছি। রবি ঘোষের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তিনি দলটাকে পৈত্রিক সম্পত্তি মনে করেন । দলকে ব্যবহার করে তিনি অনেক অনৈতিক কাজকর্ম করেছেন। তাঁর অপসারণে আমরা খুশি ।"