ETV Bharat / state

নেতৃত্বের একাংশের জন্যই খারাপ ফল ! রবীন্দ্রনাথকে ঘিরে বিক্ষোভ কর্মীদের - udayan guha

দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

রবীন্দ্রনাথ ঘোষ
author img

By

Published : May 26, 2019, 6:24 AM IST

দিনহাটা, 26 মে: দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দিনহাটার শালমারা বাজারে দলীয় কার্যালয় খুলতে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

অভিযোগ, ভোটের ফল বেরোনোর পর থেকেই কোচবিহারের বিভিন্ন এলাকায় তৃণমূলের কয়েকটি কার্যালয় দখল করেছে BJP। শুক্রবার দিনহাটা -২ ব্লকের শালমারায় তৃণমূলের কার্যালয়ে নাকি তালা লাগিয়ে দেয় BJP কর্মীরা। গতকাল বিকালে সেখানে যান রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ এবং আবদুল জলিল আহমেদ । দখল হয়ে যাওয়া অফিস খোলেন তাঁরা।

সেই সময়ই রবীন্দ্রনাথ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান কর্মীদের একাংশ । তাদের বক্তব্য, নেতৃত্বের একাংশের কারণেই জেলায় দলের ফল খারাপ হয়েছে। পরে সাহেবগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে কোনও মন্তব্য করেননি রবীন্দ্রনাথ ঘোষ।

দিনহাটা, 26 মে: দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দিনহাটার শালমারা বাজারে দলীয় কার্যালয় খুলতে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

অভিযোগ, ভোটের ফল বেরোনোর পর থেকেই কোচবিহারের বিভিন্ন এলাকায় তৃণমূলের কয়েকটি কার্যালয় দখল করেছে BJP। শুক্রবার দিনহাটা -২ ব্লকের শালমারায় তৃণমূলের কার্যালয়ে নাকি তালা লাগিয়ে দেয় BJP কর্মীরা। গতকাল বিকালে সেখানে যান রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ এবং আবদুল জলিল আহমেদ । দখল হয়ে যাওয়া অফিস খোলেন তাঁরা।

সেই সময়ই রবীন্দ্রনাথ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান কর্মীদের একাংশ । তাদের বক্তব্য, নেতৃত্বের একাংশের কারণেই জেলায় দলের ফল খারাপ হয়েছে। পরে সাহেবগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে কোনও মন্তব্য করেননি রবীন্দ্রনাথ ঘোষ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.