ETV Bharat / state

নারদকাণ্ডে গ্রেফতারিতে কোচবিহারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের

নারদ কাণ্ডে দলের মন্ত্রী-বিধায়কদের গ্রেফতারিতে কোচবিহারে বিক্ষোভ দেখাল তৃণমূল ৷ টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয় ৷

tmc road blocked at coochbihar over narada arrest
নারদকাণ্ডে গ্রেফতারিতে কোচবিহারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের
author img

By

Published : May 17, 2021, 6:20 PM IST

কোচবিহার, 17মে: রাজ্যে সদ্য তৃতীয়বারের জন্য মন্ত্রিসভা গঠন করেছে তৃণমূল কংগ্রেস । এই সময় আচমকাই তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট মন্ত্রী এবং বিধায়ক-সহ 4 জনকে সিবিআই গ্রেফতার করে । এই গ্রেফতারের প্রতিবাদে আজ দুপুরে কোচবিহারের মাথাভাঙার কলেজমোড়ে রাজ্য সড়কে এবং মাথাভাঙা শহরের চৌপথীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল ।

এ দিন দুপুরে মাথাভাঙা কলেজ মোড়ে পথ অবরোধ করেন বিক্ষোভকারী তৃণমূল নেতারা ৷ বিক্ষোভে নেতৃত্ব দেন কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারপার্সন তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী কল্যাণী পোদ্দার । এ দিন, শহরের চৌপথিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল করা হয় ৷ এই কর্মসূচিতে কল্যাণী পোদ্দার ছাড়াও উপস্থিত ছিলেন মাথাভাঙা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান চন্দন দাস, যুবনেতা বান্টি বসুনিয়া প্রমূখ ছাত্র যুব মহিলা নেতৃবৃন্দরা । দীর্ঘক্ষণ ধরে এই কর্মসূচি চলে ।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের

বিক্ষোভ কর্মসূচি শেষে কল্যাণী পোদ্দার সাংবাদিকদের বলেন, "বিজেপির দালাল রাজ্যপালের অবিলম্বে পদত্যাগ করতে হবে । এই গ্রেফতারের প্রতিবাদে আমরা রাজ্যপালকে ধীক্কার জানাই । অনৈতিকভাবে যে ভাবে চারজন মন্ত্রী বিধায়ককে সিবিআই গ্রেফতার করেছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না । আইনকে তোয়াক্কা না করে, কোনও নোটিশ না দিয়েই রাজ্যের মন্ত্রী বিধায়কদের যেভাবে গ্রেফতার করা হল, তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায়-সহ গোটা রাজ্যের মানুষ ইতিমধ্য দেওয়া শুরু করেছে । একই মামলায় শুভেন্দু অধিকারী, মুকুল রায়, শঙ্কুদেব পণ্ডা-সহ অনেকেই রয়েছেন, তাঁদেরকে গ্রেফতার করা হলো না, এটা আমরা কখনওই মেনে নেব না ।"

কোচবিহার, 17মে: রাজ্যে সদ্য তৃতীয়বারের জন্য মন্ত্রিসভা গঠন করেছে তৃণমূল কংগ্রেস । এই সময় আচমকাই তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট মন্ত্রী এবং বিধায়ক-সহ 4 জনকে সিবিআই গ্রেফতার করে । এই গ্রেফতারের প্রতিবাদে আজ দুপুরে কোচবিহারের মাথাভাঙার কলেজমোড়ে রাজ্য সড়কে এবং মাথাভাঙা শহরের চৌপথীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল ।

এ দিন দুপুরে মাথাভাঙা কলেজ মোড়ে পথ অবরোধ করেন বিক্ষোভকারী তৃণমূল নেতারা ৷ বিক্ষোভে নেতৃত্ব দেন কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারপার্সন তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী কল্যাণী পোদ্দার । এ দিন, শহরের চৌপথিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল করা হয় ৷ এই কর্মসূচিতে কল্যাণী পোদ্দার ছাড়াও উপস্থিত ছিলেন মাথাভাঙা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান চন্দন দাস, যুবনেতা বান্টি বসুনিয়া প্রমূখ ছাত্র যুব মহিলা নেতৃবৃন্দরা । দীর্ঘক্ষণ ধরে এই কর্মসূচি চলে ।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের

বিক্ষোভ কর্মসূচি শেষে কল্যাণী পোদ্দার সাংবাদিকদের বলেন, "বিজেপির দালাল রাজ্যপালের অবিলম্বে পদত্যাগ করতে হবে । এই গ্রেফতারের প্রতিবাদে আমরা রাজ্যপালকে ধীক্কার জানাই । অনৈতিকভাবে যে ভাবে চারজন মন্ত্রী বিধায়ককে সিবিআই গ্রেফতার করেছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না । আইনকে তোয়াক্কা না করে, কোনও নোটিশ না দিয়েই রাজ্যের মন্ত্রী বিধায়কদের যেভাবে গ্রেফতার করা হল, তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায়-সহ গোটা রাজ্যের মানুষ ইতিমধ্য দেওয়া শুরু করেছে । একই মামলায় শুভেন্দু অধিকারী, মুকুল রায়, শঙ্কুদেব পণ্ডা-সহ অনেকেই রয়েছেন, তাঁদেরকে গ্রেফতার করা হলো না, এটা আমরা কখনওই মেনে নেব না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.