ETV Bharat / state

Factionalism in TMC: উদয়নের গড়ে প্রকট কোন্দল, প্রধান ও অঞ্চল সভাপতির চামড়া তুলে নেওয়ার হুমকি তৃণমূল কর্মীদের

উদয়ন গুহর গড়ে প্রকট তৃণমূলের গোষ্ঠীকোন্দল (Factionalism in TMC)৷ অঞ্চল সভাপতি ও গ্রাম পঞ্চায়েত প্রধানের চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়ে মিছিল বের করলেন তৃণমূল কর্মীরা (TMC Rally against party leader)৷

TMC Rally against party leader brings Factionalism to fore in Coochbihar
উদয়নের গড়ে প্রকট কোন্দল, অঞ্চল সভাপতির চামড়া তুলে নেওয়ার হুমকি তৃণমূল কর্মীদের
author img

By

Published : Oct 10, 2022, 5:31 PM IST

দিনহাটা, 10 অক্টোবর: তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ (Factionalism in TMC)৷ এই ঘটনায় অভিযুক্ত দলের অঞ্চল সভাপতি পরিমল দাস ও গ্রাম পঞ্চায়েত প্রধান প্রভাত বর্মনের বিরুদ্ধে মিছিল করলেন তৃণমূলেরই কর্মীরা । সেই মিছিল থেকে প্রধান ও অঞ্চল সভাপতির চামড়া তুলে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় ।

সোমবার দুপুরে দিনহাটা-2 ব্লকের বাসন্তীরহাট বাজারে এই মিছিল হয় (Cooch Behar news)। তৃণমূল কর্মীদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির অনুগামী তৃণমূল কর্মীরা তাঁদের মারধর করেছেন । সেই ঘটনারই ধিক্কার জানাচ্ছেন তাঁরা । পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে চলে এল ।

জানা গিয়েছে, বেশকিছুদিন ধরেই বুড়িরহাট-2 গ্রাম পঞ্চায়েতের অধীন বাসন্তীরহাট এলাকায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল চলছিল । এরইমধ্যে এ দিন দুপুরে স্থানীয় বুড়িরহাট-2 গ্রাম পঞ্চায়েত প্রধান প্রভাত বর্মনের অনুগামীরা স্থানীয় হোটেল ব্যবসায়ী তথা তৃণমূল কর্মী দীপঙ্কর পালকে বাসন্তীরহাট চৌপতি এলাকায় ডেকে পাঠান । এরপর হঠাৎই তাঁকে রাস্তার মধ্যে ফেলে কিল, ঘুষি মারা হয় বলে অভিযোগ । আহত অবস্থায় তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

আরও পড়ুন: ফেসবুকে বিদ্রোহী দুধকুমার, দলকে বার্তা দিয়ে টুইট অনুপমের

দীপঙ্করের অভিযোগ, তিনি উদয়ন গুহর অনুগামী । তাই প্রধানের অনুগামীরা তাঁকে মারধর করেছেন । এরপর এ দিন প্রধান ও অঞ্চল সভাপতির চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়ে মিছিল বের করা হয় । স্থানীয় তৃণমুল নেতা বিনয় রায় সরকার বলেন, প্রধান ও অঞ্চল সভাপতির অনুগামীরা তৃণমূল কর্মী দীপঙ্কর পালকে মারধর করেছেন । তাঁদের শাস্তির দাবি জানাচ্ছি । যদিও পঞ্চায়েত প্রধান প্রভাত বর্মনের দাবি, এই অভিযোগ ভিত্তিহীন ।

দিনহাটা, 10 অক্টোবর: তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ (Factionalism in TMC)৷ এই ঘটনায় অভিযুক্ত দলের অঞ্চল সভাপতি পরিমল দাস ও গ্রাম পঞ্চায়েত প্রধান প্রভাত বর্মনের বিরুদ্ধে মিছিল করলেন তৃণমূলেরই কর্মীরা । সেই মিছিল থেকে প্রধান ও অঞ্চল সভাপতির চামড়া তুলে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় ।

সোমবার দুপুরে দিনহাটা-2 ব্লকের বাসন্তীরহাট বাজারে এই মিছিল হয় (Cooch Behar news)। তৃণমূল কর্মীদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির অনুগামী তৃণমূল কর্মীরা তাঁদের মারধর করেছেন । সেই ঘটনারই ধিক্কার জানাচ্ছেন তাঁরা । পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে চলে এল ।

জানা গিয়েছে, বেশকিছুদিন ধরেই বুড়িরহাট-2 গ্রাম পঞ্চায়েতের অধীন বাসন্তীরহাট এলাকায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল চলছিল । এরইমধ্যে এ দিন দুপুরে স্থানীয় বুড়িরহাট-2 গ্রাম পঞ্চায়েত প্রধান প্রভাত বর্মনের অনুগামীরা স্থানীয় হোটেল ব্যবসায়ী তথা তৃণমূল কর্মী দীপঙ্কর পালকে বাসন্তীরহাট চৌপতি এলাকায় ডেকে পাঠান । এরপর হঠাৎই তাঁকে রাস্তার মধ্যে ফেলে কিল, ঘুষি মারা হয় বলে অভিযোগ । আহত অবস্থায় তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

আরও পড়ুন: ফেসবুকে বিদ্রোহী দুধকুমার, দলকে বার্তা দিয়ে টুইট অনুপমের

দীপঙ্করের অভিযোগ, তিনি উদয়ন গুহর অনুগামী । তাই প্রধানের অনুগামীরা তাঁকে মারধর করেছেন । এরপর এ দিন প্রধান ও অঞ্চল সভাপতির চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়ে মিছিল বের করা হয় । স্থানীয় তৃণমুল নেতা বিনয় রায় সরকার বলেন, প্রধান ও অঞ্চল সভাপতির অনুগামীরা তৃণমূল কর্মী দীপঙ্কর পালকে মারধর করেছেন । তাঁদের শাস্তির দাবি জানাচ্ছি । যদিও পঞ্চায়েত প্রধান প্রভাত বর্মনের দাবি, এই অভিযোগ ভিত্তিহীন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.