ETV Bharat / state

উত্তরবঙ্গকে আলাদা রাজ্যর দাবি বিজেপি সাংসদের, প্রতিবাদে কোচবিহারের বিক্ষোভ যুব তৃণমূলের - AGAINST

উত্তরবঙ্গ আলাদা রাজ্য হচ্ছে এই শোরগোলে তৃণমূল-বিজেপি সংঘাত রাজ্য রাজনীতিতে চরমে উঠেছে । এরই প্রতিবাদে রবিবার কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায় বিরাট এক প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করে যুব তৃণমূল নেতৃত্ব ।

Cooch Behar
উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণার প্রতিবাদে কোচবিহারের রাস্তায় তৃণমূলের বিক্ষোভ
author img

By

Published : Jun 21, 2021, 3:37 AM IST

কোচবিহার, 20 জুন: উত্তরবঙ্গকে আলাদা রাজ্যে করার দাবি তুলেছেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা ৷ বিভিন্ন সামাজিক মাধ্যমে উত্তরবঙ্গকে আলাদা রাজ্যে করার দাবির সমর্থনে পোস্ট করেছেন অনেকে । এই অবস্থায় উত্তরবঙ্গ আলাদা রাজ্য হচ্ছে এই শোরগোলে তৃণমূল-বিজেপি সংঘাত রাজ্য রাজনীতি চরমে উঠেছে । সামাজিক মাধ্যমগুলিতেও চর্চার বিষয় হয়ে উঠেছে ।

মুখ্যমন্ত্রীর তরফে বাংলা ভাগের চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগও শোনা গিয়েছে । তৃণমূল নেতৃত্ব উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি বিজেপির নতুন প্রকল্প বলে কটাক্ষ করেছেন । এদিকে বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি এই অভিযোগ তুলে পথে নেমেছে তৃণমূল। রবিবার কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায় মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করে যুব তৃণমূল ৷ বিক্ষোভে মূল স্লোগান ছিল 'বাংলা ভাগ হতে দেবো না । বিক্ষোভে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ব্লক যুব তৃণমূল সভাপতি শাহীন সরকার, যুবনেতা রাব্বুল ইসলাম সহ অন্যান্য নেতা এবং কর্মীরা । স্থানীয় তৃণমূল যুব সভাপতি শাহীন সরকার জানান, 'বাংলা ভাগ হতে দেবো না । বিজেপি বাংলা ভাগের যে চক্রান্ত করছে তার প্রতিবাদেই আজকের বিক্ষোভ কর্মসূচি ।' তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির ৷

উত্তরবঙ্গকে আলাদা রাজ্যর দাবি বিজেপি সাংসদের, প্রতিবাদে কোচবিহারের বিক্ষোভ যুব তৃণমূলের

আরও পড়ুন: কালিয়াচকের পর খুন বামনগোলায়, যুবকের গলা কাটা দেহ উদ্ধার

পূর্বতন কুচবিহারের ভৌগলিক অবস্থান নিয়ে আলাদা গ্রেটার কোচবিহার রাজ্যের দাবি দীর্ঘদিনের । অতীতে অনেক সংগঠনই এই দাবি তুলেছে । কিছুদিন আগে কেএলও প্রধান জীবন সিং ভিডিও বার্তায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে । তাহলে কি আবার বাংলা ভাগ হতে চলেছে? কেনই বা তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে ? প্রশ্ন উঠছে অনেক।

কোচবিহার, 20 জুন: উত্তরবঙ্গকে আলাদা রাজ্যে করার দাবি তুলেছেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা ৷ বিভিন্ন সামাজিক মাধ্যমে উত্তরবঙ্গকে আলাদা রাজ্যে করার দাবির সমর্থনে পোস্ট করেছেন অনেকে । এই অবস্থায় উত্তরবঙ্গ আলাদা রাজ্য হচ্ছে এই শোরগোলে তৃণমূল-বিজেপি সংঘাত রাজ্য রাজনীতি চরমে উঠেছে । সামাজিক মাধ্যমগুলিতেও চর্চার বিষয় হয়ে উঠেছে ।

মুখ্যমন্ত্রীর তরফে বাংলা ভাগের চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগও শোনা গিয়েছে । তৃণমূল নেতৃত্ব উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি বিজেপির নতুন প্রকল্প বলে কটাক্ষ করেছেন । এদিকে বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি এই অভিযোগ তুলে পথে নেমেছে তৃণমূল। রবিবার কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায় মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করে যুব তৃণমূল ৷ বিক্ষোভে মূল স্লোগান ছিল 'বাংলা ভাগ হতে দেবো না । বিক্ষোভে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ব্লক যুব তৃণমূল সভাপতি শাহীন সরকার, যুবনেতা রাব্বুল ইসলাম সহ অন্যান্য নেতা এবং কর্মীরা । স্থানীয় তৃণমূল যুব সভাপতি শাহীন সরকার জানান, 'বাংলা ভাগ হতে দেবো না । বিজেপি বাংলা ভাগের যে চক্রান্ত করছে তার প্রতিবাদেই আজকের বিক্ষোভ কর্মসূচি ।' তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির ৷

উত্তরবঙ্গকে আলাদা রাজ্যর দাবি বিজেপি সাংসদের, প্রতিবাদে কোচবিহারের বিক্ষোভ যুব তৃণমূলের

আরও পড়ুন: কালিয়াচকের পর খুন বামনগোলায়, যুবকের গলা কাটা দেহ উদ্ধার

পূর্বতন কুচবিহারের ভৌগলিক অবস্থান নিয়ে আলাদা গ্রেটার কোচবিহার রাজ্যের দাবি দীর্ঘদিনের । অতীতে অনেক সংগঠনই এই দাবি তুলেছে । কিছুদিন আগে কেএলও প্রধান জীবন সিং ভিডিও বার্তায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে । তাহলে কি আবার বাংলা ভাগ হতে চলেছে? কেনই বা তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে ? প্রশ্ন উঠছে অনেক।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.