কোচবিহার, 1 জুন : ফের সামনে এল শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ কোচবিহারের মাথাভাঙা 1 ব্লকের কুর্শামারি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলেরই এক নেতার বিরুদ্ধে । সোমবার রাতে সেখানকার পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় কিছু দুষ্কৃতী । 11 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় থানায় ৷ তদন্তে নেমেছে পুলিশ । এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি চালাচ্ছে পুলিশ ৷
মাথাভাঙার কুর্শামারি অঞ্চল সংখ্যালঘু সেলের কার্যকরী সভাপতি তবারক হোসেন জানান, জুল জেলাল মিঞা ও নরুল হকের নেতৃত্বে গতকাল রাত দুটো নাগাদ এই পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয় ৷ পার্টি অফিসের ভিতরে থাকা টিভি-সহ অন্যান্য জিনিস লুট করে নিয়ে যায় । এরা গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করছে ৷ এরা মুখোশধারী তৃণমূল । এই ঘটনায় তাঁরা মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ করেছি ।
এদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন জুল জেলাল মিঞা ৷ তিনি জানান, যারা অভিযোগ করেছে তারা এলাকার সমাজবিরোধী । তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে ৷ এই বিষয়ে জেলা নেতৃত্ব ও ব্লক নেতৃত্বকে জানাবেন বলেও জানান তিনি ৷
তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুনে নিজেদের দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে অস্বস্তিতে দলীয় নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব ।
আরও পড়ুন : অমিত শাহের কাছে জমা পড়ল পরাজয়ের গোয়েন্দা রিপোর্ট, শোরগোল বিজেপির অন্দরে