কোচবিহার , ২১জুন: তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর ও দলীয় পতাকায় আগুন লাগানোর অভিযোগ উঠলো BJPর বিরুদ্ধে । গতকাল কোচবিহারের মাথাভাঙ্গা ১ ব্লকের হাজরাহাট বাজারে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর ও দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়।
ঘটনার প্রতিবাদে মাথাভাঙ্গা হাজরাহাট বাজারে ধিক্কার মিছিল করে তৃণমূল। মিছিলে কোচবিহার জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন ছাড়াও ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল হক, উপপ্রধান হাসেম আলি, তৃণমূল নেতা শংকর বিশ্বাস সহ আরও অনেকে।
তৃণমূল জেলা সভাপতি বলেন, "মোদী গণতন্ত্র নিয়ে কথা বলেন, আজ কোথায় সেই গণতন্ত্র, কোচবিহারে একের পর এক তৃণমূলকর্মী ও জনপ্রতিনিধিদের মারধর করছে BJP । ভাঙচুর করছে পার্টি অফিস, পুড়িয়ে দিচ্ছে দলীয় পতাকা । মোদী বাংলায় এসে গণতন্ত্রের কথা বলেছিলেন, হলে এটাই কি গণতন্ত্র ? এঁর জন্যই কি ভোটের ফল বের হওয়ার পর থেকেই জেলা জুড়ে BJP আক্রমণ করছে তৃণমূল কর্মীদের ? দলীয় কার্যালয় ভাঙচুর করছে। "
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন BJP-র কোচবিহার জেলা সম্পাদক মনোজ ঘোষ । তাঁর দাবি, "মিথ্যে অভিযোগ করছে তৃণমূল, কোন BJP কর্মী এই ঘটনায় যুক্ত নয়। "