ETV Bharat / state

তৃণমূল অফিস ভাঙচুর, অভিযোগ BJP-র বিরুদ্ধে - mathabhanga

মাথাভাঙ্গায় তৃণমূল দলীয় কার্যালয় ভাঙচুর ও দলীয় পতাকায় আগুন লাগানোর অভিযোগ উঠলো BJPর বিরুদ্ধে । মোদির গণতন্ত্র কোথায় ? প্রশ্ন বিনয়ের ৷

বিনয়কৃষ্ণ বর্মন
author img

By

Published : Jun 22, 2019, 11:39 AM IST

Updated : Jun 22, 2019, 12:58 PM IST

কোচবিহার , ২১জুন: তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর ও দলীয় পতাকায় আগুন লাগানোর অভিযোগ উঠলো BJPর বিরুদ্ধে । গতকাল কোচবিহারের মাথাভাঙ্গা ১ ব্লকের হাজরাহাট বাজারে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর ও দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়।

ঘটনার প্রতিবাদে মাথাভাঙ্গা হাজরাহাট বাজারে ধিক্কার মিছিল করে তৃণমূল। মিছিলে কোচবিহার জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন ছাড়াও ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল হক, উপপ্রধান হাসেম আলি, তৃণমূল নেতা শংকর বিশ্বাস সহ আরও অনেকে।

তৃণমূল জেলা সভাপতি বলেন, "মোদী গণতন্ত্র নিয়ে কথা বলেন, আজ কোথায় সেই গণতন্ত্র, কোচবিহারে একের পর এক তৃণমূলকর্মী ও জনপ্রতিনিধিদের মারধর করছে BJP । ভাঙচুর করছে পার্টি অফিস, পুড়িয়ে দিচ্ছে দলীয় পতাকা । মোদী বাংলায় এসে গণতন্ত্রের কথা বলেছিলেন, হলে এটাই কি গণতন্ত্র ? এঁর জন্যই কি ভোটের ফল বের হওয়ার পর থেকেই জেলা জুড়ে BJP আক্রমণ করছে তৃণমূল কর্মীদের ? দলীয় কার্যালয় ভাঙচুর করছে। "

এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন BJP-র কোচবিহার জেলা সম্পাদক মনোজ ঘোষ । তাঁর দাবি, "মিথ্যে অভিযোগ করছে তৃণমূল, কোন BJP কর্মী এই ঘটনায় যুক্ত নয়। "

কোচবিহার , ২১জুন: তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর ও দলীয় পতাকায় আগুন লাগানোর অভিযোগ উঠলো BJPর বিরুদ্ধে । গতকাল কোচবিহারের মাথাভাঙ্গা ১ ব্লকের হাজরাহাট বাজারে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর ও দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়।

ঘটনার প্রতিবাদে মাথাভাঙ্গা হাজরাহাট বাজারে ধিক্কার মিছিল করে তৃণমূল। মিছিলে কোচবিহার জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন ছাড়াও ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল হক, উপপ্রধান হাসেম আলি, তৃণমূল নেতা শংকর বিশ্বাস সহ আরও অনেকে।

তৃণমূল জেলা সভাপতি বলেন, "মোদী গণতন্ত্র নিয়ে কথা বলেন, আজ কোথায় সেই গণতন্ত্র, কোচবিহারে একের পর এক তৃণমূলকর্মী ও জনপ্রতিনিধিদের মারধর করছে BJP । ভাঙচুর করছে পার্টি অফিস, পুড়িয়ে দিচ্ছে দলীয় পতাকা । মোদী বাংলায় এসে গণতন্ত্রের কথা বলেছিলেন, হলে এটাই কি গণতন্ত্র ? এঁর জন্যই কি ভোটের ফল বের হওয়ার পর থেকেই জেলা জুড়ে BJP আক্রমণ করছে তৃণমূল কর্মীদের ? দলীয় কার্যালয় ভাঙচুর করছে। "

এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন BJP-র কোচবিহার জেলা সম্পাদক মনোজ ঘোষ । তাঁর দাবি, "মিথ্যে অভিযোগ করছে তৃণমূল, কোন BJP কর্মী এই ঘটনায় যুক্ত নয়। "

Intro:মাথাভাঙ্গায় তৃনমূল দলীয় কার্যালয় ভাংচুর ,দলীয় পতাকা আগুন লাগানোর অভিযোগ ৷ মোদির গণতন্ত্র কোথায় ?প্রশ্ন বিনয়ের ৷

কোচবিহার : ২১জুন:

ফের তৃনমূলের পার্টি অফিস ভাংচুর ,দলীয় পতাকা আগুন লাগানোর অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে ৷প্রতিবাদে বিক্ষোভ মিছিল তৃনমূল জেলা সভাপতির ৷ শুক্রবার কোচবিহারের মাথাভাঙ্গা ১ ব্লকের হাজরাহাট বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও দলীয় পতাকা পুড়িয়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে মাথা ভাঙ্গা হাজরাহাট বাজারে বিকালে ধিক্কার মিছিল করে তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল হক, উপপ্রধান হাসেম আলি, তৃণমূল নেতা শংকর বিশ্বাস সহ আরও অনেকে। এদিন তৃণমূল জেলা সভাপতি জানান "মোদী গণতন্ত্র নিয়ে কথা বলেন ,আজ কোথায় সেই গণতন্ত্র ,কোচবিহারে একের পর এক তৃনমূলকর্মী ও জনপ্রতিনিধিদের মারধোর করছে বিজেপি , ভাংচুর করছে পার্টি অফিস ,পুড়িয়ে দিচ্ছে দলীয় পতাকা ৷মোদী বাংলায় এসে বলেছেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র ধংস হয়ে গেছে ,তাহলে এটাই কি গণতন্ত্র ?৷ এঁর জন্যই কি ভোটের ফল বের হওয়ার পর থেকেই জেলা জুড়ে বিজেপি আক্রমণ করছে তৃণমূল কর্মীদের । দলীয় কার্যালয় ভাঙচুর করছে। "

এদিন সকাল থেকে এলাকায় উত্তেজনা থাকায় যে কোন রকম বিশৃঙ্খলা এড়াতে মোতায়ন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী৷

অন্যদিকে ,
ঘটনায় বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপি কোচবিহার জেলা সম্পাদক মনোজ ঘোষ জানান "অভিযোগ মিথ্যে ,কোন বিজেপি কর্মী এই ঘটনায় যুক্ত নয়,বিজেপির বদনাম করার চেষ্টা করছে তৃনমূল" ৷Body:COB Conclusion:
Last Updated : Jun 22, 2019, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.