ETV Bharat / state

তুফানগঞ্জে BJP-র তাড়া খেয়ে SDO অফিসে আশ্রয় তৃণমূল বিধায়কের ! - BJP Yuva Morcha

কর্মিসভায় যোগ দিতে যাওয়ার সময় সুব্রত বক্সিকে কালো পতাকা দেখানো হয় । সেখানে তৃণমূল বিধায়ক ফজলে করিম মিঞার গাড়ি ধাওয়া করে BJP, এই অভিযোগ করেছে তৃণমূল ।

তৃণমূল বিধায়কে
author img

By

Published : Jul 9, 2019, 8:28 PM IST

Updated : Jul 9, 2019, 10:13 PM IST

কোচবিহার, 9 জুলাই : তুফানগঞ্জে সুব্রত বক্সির গাড়ি ঘিরে কালো পতাকা দেখাল BJP-র যুব মোর্চা । অভিযোগ, তৃণমূল বিধায়ক ফজলে করিম মিঞার গাড়ির পিছনেও ধাওয়া করে তারা । ভয়ে ফজলেসাহেব গাড়ি থেকে নেমে তুফানগঞ্জ মহকুমা শাসকের ঘরে আশ্রয় নেন । পরে পুলিশি পাহারায় সেখান থেকে বেরিয়ে কর্মিসভায় যোগ দেন । তারপরই একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে BJP-র উপর । অভিযোগ অস্বীকার করে পালটা অভিযোগ এনেছে BJP । তাদের উপর লাঠিচার্জ হয়েছে এই অভিযোগ তুলে তুফানগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায় BJP যুব মোর্চার নেতা-কর্মীরা ।

সামনেই 21 জুলাই । শহিদ দিবসের আয়োজনে তৃণমূলের অন্দরে প্রস্তুতি শুরু হয়ে গেছে একমাস আগে থেকেই । জেলায় জেলায় কর্মিসভা করে, জেলা প্রতিনিধিদের একরকম তৈরি করার কাজ করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । কারণ লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর বলা যেতে পারে এই প্রথম বড় জনসভা করতে চলেছে তৃণমূল । তাই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ নেতৃত্বরা কী বার্তা দেয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল । তাই 21 জুলাইয়ের মঞ্চে কর্মী-সমর্থকদের টানতে আপাতত ব্যস্ত তৃণমূল নেতারা ।

জানা গেছে, 21 জুলাইয়ের সমর্থনে আজ কোচবিহারের তুফানগঞ্জে কর্মিসভার আয়োজন করেছিল তৃণমূল । প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সুব্রত বক্সির । তৃণমূলের অভিযোগ, সেই সভা বানচাল করতেই গাড়ি আটকানোর পরিকল্পনা করেছিল BJP । তাই ফজলে করিম মিঞার গাড়ি ধাওয়া করে তারা । ফের পুলিশি পাহারায় সভা হয় তুফানগঞ্জে ।

দেখুন ভিডিয়ো

এবিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "আজ সকালে কর্মিসভায় আসার পথে কয়েকজন দুষ্কৃতী ঝামেলা পাকানোর চেষ্টা করে । পুলিশ তাদের হটিয়ে দিয়েছে ।" অপরদিকে BJP নেতা উৎপল দাস বলেন, "আজ সকালে যুব মোর্চার কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছিল । সে সময় পুলিশ লাঠিচার্জ করে ।" যদিও লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ।

কোচবিহার, 9 জুলাই : তুফানগঞ্জে সুব্রত বক্সির গাড়ি ঘিরে কালো পতাকা দেখাল BJP-র যুব মোর্চা । অভিযোগ, তৃণমূল বিধায়ক ফজলে করিম মিঞার গাড়ির পিছনেও ধাওয়া করে তারা । ভয়ে ফজলেসাহেব গাড়ি থেকে নেমে তুফানগঞ্জ মহকুমা শাসকের ঘরে আশ্রয় নেন । পরে পুলিশি পাহারায় সেখান থেকে বেরিয়ে কর্মিসভায় যোগ দেন । তারপরই একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে BJP-র উপর । অভিযোগ অস্বীকার করে পালটা অভিযোগ এনেছে BJP । তাদের উপর লাঠিচার্জ হয়েছে এই অভিযোগ তুলে তুফানগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায় BJP যুব মোর্চার নেতা-কর্মীরা ।

সামনেই 21 জুলাই । শহিদ দিবসের আয়োজনে তৃণমূলের অন্দরে প্রস্তুতি শুরু হয়ে গেছে একমাস আগে থেকেই । জেলায় জেলায় কর্মিসভা করে, জেলা প্রতিনিধিদের একরকম তৈরি করার কাজ করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । কারণ লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর বলা যেতে পারে এই প্রথম বড় জনসভা করতে চলেছে তৃণমূল । তাই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ নেতৃত্বরা কী বার্তা দেয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল । তাই 21 জুলাইয়ের মঞ্চে কর্মী-সমর্থকদের টানতে আপাতত ব্যস্ত তৃণমূল নেতারা ।

জানা গেছে, 21 জুলাইয়ের সমর্থনে আজ কোচবিহারের তুফানগঞ্জে কর্মিসভার আয়োজন করেছিল তৃণমূল । প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সুব্রত বক্সির । তৃণমূলের অভিযোগ, সেই সভা বানচাল করতেই গাড়ি আটকানোর পরিকল্পনা করেছিল BJP । তাই ফজলে করিম মিঞার গাড়ি ধাওয়া করে তারা । ফের পুলিশি পাহারায় সভা হয় তুফানগঞ্জে ।

দেখুন ভিডিয়ো

এবিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "আজ সকালে কর্মিসভায় আসার পথে কয়েকজন দুষ্কৃতী ঝামেলা পাকানোর চেষ্টা করে । পুলিশ তাদের হটিয়ে দিয়েছে ।" অপরদিকে BJP নেতা উৎপল দাস বলেন, "আজ সকালে যুব মোর্চার কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছিল । সে সময় পুলিশ লাঠিচার্জ করে ।" যদিও লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ।

Last Updated : Jul 9, 2019, 10:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.