ETV Bharat / state

TMC Members Join BJP: বিজেপিতে যোগ গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ 5 তৃণমূল সদস্যের

তুফানগঞ্জে তৃনমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ 5 সদস্যের বিজেপিতে যোগ (tmc grampanchayat pradhan join BJP)। এদিনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন হাজারের বেশী কর্মীর দাবি বিজেপির। বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দীপক বর্মনের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তাঁরা ৷

TMC Member Join BJP
ETV Bharat
author img

By

Published : Nov 26, 2022, 7:04 AM IST

কোচবিহার, 26 নভেম্বর: তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ধরনীকান্ত বর্মন । তার সঙ্গেই পঞ্চায়েত সদস্য জিতেন বর্মন, মুক্তি দাস, সাবিত্রী রায়, পুষ্পদেবী সরকারও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন (tmc grampanchayat pradhan join BJP)। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দীপক বর্মন, বিধায়ক মালতী রাভা-সহ নেতৃত্বরা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবী হাজারেরও বেশি তৃণমূল কর্মী এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। এঁরা সকলেই কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্দরান ফুলবাড়ি 1নং গ্রাম পঞ্চায়েতের সদস্য ৷

আরও পড়ুন: বিজেপিতে যোগ বহিষ্কৃত যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ সরকারের

সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান ধরনীকান্ত বর্মন বলেন, "উন্নয়নের আশা নিয়ে তৃণমূল করেছি। তৃণমূলে দেখি শুধু গোষ্ঠী কোন্দল, তোষন, দুর্নীতি। তাই বিজেপিতে যোগ।" তাঁর বক্তব্যের রেশ টেনেই বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দীপক বর্মন বলেন, "দূর্নীতিরগ্রস্ত তৃণমূল ৷ তাই সেখানে স্বচ্ছ ভাবমূর্তির তৃণমূল কর্মীরা আর থাকতে চাইছেন না। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে । একদিন তৃণমূলের ঘর সম্পন্ন ফাঁকা হয়ে যাবে । তাঁর দাবী এদিন গ্রাম পঞ্চায়েত প্রধান, মেম্বারা-সহ এক হাজারেরও বেশি তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিলেন।" তুফানগঞ্জ-1 নং ব্লকের তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রদীপ বসাক পাল্টা বলেন, "যারা গিয়েছে তাতে দলের কোনও ক্ষতি হবে না। গ্রাম পঞ্চায়েত প্রধান বিজেপিতে গেছে তাতে কোন অসুবিধা নেই। আমাদের দলের কোন ক্ষতি হবে না।"

কোচবিহার, 26 নভেম্বর: তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ধরনীকান্ত বর্মন । তার সঙ্গেই পঞ্চায়েত সদস্য জিতেন বর্মন, মুক্তি দাস, সাবিত্রী রায়, পুষ্পদেবী সরকারও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন (tmc grampanchayat pradhan join BJP)। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দীপক বর্মন, বিধায়ক মালতী রাভা-সহ নেতৃত্বরা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবী হাজারেরও বেশি তৃণমূল কর্মী এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। এঁরা সকলেই কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্দরান ফুলবাড়ি 1নং গ্রাম পঞ্চায়েতের সদস্য ৷

আরও পড়ুন: বিজেপিতে যোগ বহিষ্কৃত যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ সরকারের

সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান ধরনীকান্ত বর্মন বলেন, "উন্নয়নের আশা নিয়ে তৃণমূল করেছি। তৃণমূলে দেখি শুধু গোষ্ঠী কোন্দল, তোষন, দুর্নীতি। তাই বিজেপিতে যোগ।" তাঁর বক্তব্যের রেশ টেনেই বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দীপক বর্মন বলেন, "দূর্নীতিরগ্রস্ত তৃণমূল ৷ তাই সেখানে স্বচ্ছ ভাবমূর্তির তৃণমূল কর্মীরা আর থাকতে চাইছেন না। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে । একদিন তৃণমূলের ঘর সম্পন্ন ফাঁকা হয়ে যাবে । তাঁর দাবী এদিন গ্রাম পঞ্চায়েত প্রধান, মেম্বারা-সহ এক হাজারেরও বেশি তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিলেন।" তুফানগঞ্জ-1 নং ব্লকের তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রদীপ বসাক পাল্টা বলেন, "যারা গিয়েছে তাতে দলের কোনও ক্ষতি হবে না। গ্রাম পঞ্চায়েত প্রধান বিজেপিতে গেছে তাতে কোন অসুবিধা নেই। আমাদের দলের কোন ক্ষতি হবে না।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.