কোচবিহার, 8 অক্টোবর: বিজেপি প্রার্থীর মনোনয়ন ঘিরে উত্তেজনা ছড়াল কোচবিহারের দিনহাটায় ৷ বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের মনোনয়ন জমা দেওয়ার সময় তৃণমূল যুব কংগ্রেসের সদস্য-সমর্থকরা বিক্ষোভ দেখান ৷ দিনহাটা মহকুমাশাসকের কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে বিক্ষোভ পাল্টা বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আগামী 30 অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে ৷ সেই উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আজই ছিল শেষ দিন। এদিন দুপুর 1টা নাগাদ বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে নিয়ে জেলা সভানেত্রী মালতি রাভা রায়-সহ জেলার অন্যান্য বিধায়করা মিছিল করে মহকুমাশাসকের দফতরে দিকে যাচ্ছিলেন ৷ সেই সময় অশোকবাবুকে লক্ষ্য করে বিক্ষোভ দেখান একদল তৃণমূল যুব কর্মী-সমর্থকরা বলে অভিযোগ।
আরও পড়ুন: ইতিহাসের পুনরাবৃত্তির স্বপ্ন অশোকের, হারিয়ে বদলা চান উদয়ন
বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা রায় বলেন, "রাজ্যে গণতন্ত্র নেই ৷ আমরা যখন মনোনয়ন জমা দেওয়ার জন্য এলাম, তখন তৃণমূলের কিছু দুষ্কৃতী বিক্ষোভ দেখায়।" যদিও দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বলেন, "যাঁরা বিক্ষোভ দেখিয়েছে তারা বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায়নি। সাংসদ নিশীথ প্রামাণিক ভোটে জিতে দিনহাটার মানুষকে ধোঁকা দিয়েছেন। তাই বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল।"