ETV Bharat / state

BJP কর্মীকে ছুরির কোপ, অভিযুক্ত তৃণমূল - bjp worker

সভা চলাকালীন BJP কর্মীকে খুনের হুমকির অভিযোগ । রাতেই দুষ্কৃতীদের হাতে ছুরিকাহত BJP কর্মী ।

জখম সফিয়ার মহম্মদ
author img

By

Published : Jun 19, 2019, 6:08 PM IST

মেখলিগঞ্জ, 19 জুন : BJP কর্মীকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । জখম ব্যক্তির নাম সফিয়ার মহম্মদ । বয়স 45 । মেখলিগঞ্জের হলদিবাড়ি ব্লকের ঘটনা ।

এলাকার উন্নয়ন নিয়ে দীর্ঘদিন হলদিবাড়ির হেমকুমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে বিবাদ চলছিল । তার সমাধানের জন্য মঙ্গলবার বিকেলে হেমকুমারি গ্রাম পঞ্চায়েতে একটি আলোচনা সভার ব্যবস্থা করা হয় । সভায় আলোচনা চলাকালীন বচসায় জড়িয়ে পড়ে BJP ও তৃণমূল কর্মীরা । সভায় BJP কর্মীদের খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ । তখনকার মতো পরিস্থিতি স্বাভাবিক হলেও রাতে ফের এলাকায় উত্তেজনা ছড়ায় । অভিযোগ ওইদিন রাতে যখন হেমকুমারির সিঞ্জারহাট বাজারে BJP কর্মী সফিয়ার কাজের জন্য গিয়েছিলেন তখন সেখানে বাইক নিয়ে কয়েকজন দুষ্কৃতী আসে । সফিয়ারের পেটে ছুরি মেরে বাইক নিয়ে পালিয়ে যায় । গুরুতর অবস্থায় সফিয়ারকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে । বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন ।

BJP-র হলদিবাড়ি ব্লকের দক্ষিণ মণ্ডল কমিটির সভাপতি প্রভাতচন্দ্র রায় বলেন, "মঙ্গলবার বিকেলে হেমকুমারী গ্রাম পঞ্চায়েতে গ্রাম সংসদ সভার অনুষ্ঠিত হয় । সেখানে BJP কর্মীদের খুনের হুমকি দেওয়া হয় । এরপর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সফিয়ার মহম্মদের উপর চড়াও হয় । "

অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই । কোনও পারিবারিক বিবাদের জেরে সফিয়ার আক্রান্ত হয়েছে ।"

মেখলিগঞ্জ, 19 জুন : BJP কর্মীকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । জখম ব্যক্তির নাম সফিয়ার মহম্মদ । বয়স 45 । মেখলিগঞ্জের হলদিবাড়ি ব্লকের ঘটনা ।

এলাকার উন্নয়ন নিয়ে দীর্ঘদিন হলদিবাড়ির হেমকুমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে বিবাদ চলছিল । তার সমাধানের জন্য মঙ্গলবার বিকেলে হেমকুমারি গ্রাম পঞ্চায়েতে একটি আলোচনা সভার ব্যবস্থা করা হয় । সভায় আলোচনা চলাকালীন বচসায় জড়িয়ে পড়ে BJP ও তৃণমূল কর্মীরা । সভায় BJP কর্মীদের খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ । তখনকার মতো পরিস্থিতি স্বাভাবিক হলেও রাতে ফের এলাকায় উত্তেজনা ছড়ায় । অভিযোগ ওইদিন রাতে যখন হেমকুমারির সিঞ্জারহাট বাজারে BJP কর্মী সফিয়ার কাজের জন্য গিয়েছিলেন তখন সেখানে বাইক নিয়ে কয়েকজন দুষ্কৃতী আসে । সফিয়ারের পেটে ছুরি মেরে বাইক নিয়ে পালিয়ে যায় । গুরুতর অবস্থায় সফিয়ারকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে । বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন ।

BJP-র হলদিবাড়ি ব্লকের দক্ষিণ মণ্ডল কমিটির সভাপতি প্রভাতচন্দ্র রায় বলেন, "মঙ্গলবার বিকেলে হেমকুমারী গ্রাম পঞ্চায়েতে গ্রাম সংসদ সভার অনুষ্ঠিত হয় । সেখানে BJP কর্মীদের খুনের হুমকি দেওয়া হয় । এরপর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সফিয়ার মহম্মদের উপর চড়াও হয় । "

অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই । কোনও পারিবারিক বিবাদের জেরে সফিয়ার আক্রান্ত হয়েছে ।"

Intro:খুনের হুমকি দেওয়ার পরেই ধারালো ছুরিকাহত বিজেপি কর্মী,অভিযুক্ত তৃনমূল ৷



কোচবিহার: ১৯ জুন:

এলাকার উন্নয়ন নিয়ে তৃনমূল ও বিজেপি কর্মীদের মধ্যেই চলছিল বিতর্ক ৷ এরই মধ্যে এক বিজেপি কর্মীকে খুনের হুমকি দিতেন তৃনমূল কর্মীরা এমন অভিযোগ উঠে৷ খুনের হুমকির পরই ধারালো ছুরির আঘাতে আহত হন বিজেপি কর্মী ৷ ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি এলাকায় । ঘটনা টি মেখলিগঞ্জের হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের সিঞ্জারহাট চৌপথি মোড়ে ঘটে । আহত বিজেপি কর্মীর নাম সফিয়ার মহম্মদ (৪৫)।

বিজেপির হলদিবাড়ির ব্লকের দক্ষিণ মন্ডল কমিটির সভাপতি প্রভাতচন্দ্র রায় জানান-"মঙ্গলবার বিকেলে হেমকুমারী গ্রাম পঞ্চায়েতে গ্রাম সংসদ সভার অনুষ্ঠিত হয়। অভিযোগ, সভায় এলাকার উন্নয়নের অগ্রাধিকারের দাবিকে কেন্দ্র করে বিজেপির কর্মীদের সঙ্গে বচসা বাধে তৃণমূল সমর্থকদের। সেখানে বিজেপির কর্মীদের খুনের হুমকিও দেওয়া হয়। অভিযোগ, গতকাল রাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সফিয়ার মহম্মদের ওপর চড়াও হয়। পেটে ছুরি মেরে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আক্রান্ত বিজেপি কর্মীকে আশঙ্কা জনকঅবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.