ETV Bharat / state

Infiltration Cooch Behar : কোচবিহারে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত 3 মায়ানমার নাগরিক

author img

By

Published : May 29, 2022, 6:22 PM IST

অনুপ্রবেশের অভিযোগে কোচবিহারে ধৃত মায়ানমারের তিন নাগরিক (Infiltration Cooch Behar)৷ মেখলিগঞ্জ থানার পুলিশ সূত্র মারফত খবর পেয়ে তাদের গ্রেফতার করে ৷

cooch behar
ধৃত

কোচবিহার, 29 মে : অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মায়ানমারের তিন নাগরিককে গ্রেফতার করল পুলিশ (Three Myanmar Nationals arrested for alleged infiltration Cooch Behar)৷ সূত্র মারফত খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ শনিবার রাতে কোচবিহারের চ্যাংরাবান্ধা ভিআইপি মোড় এলাকা থেকে তিনজন মায়ানমারের নাগরিককে গ্রেফতার করে । ধৃতদের নাম মহম্মদ সফি, শামসুল আলম ও শামসুলের ছেলে সায়েদুল আমিন । পুলিশ জানিয়েছে প্রত্যেকেই মায়ানমারের বেলিবাজার এলাকার বাসিন্দা ।

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে হায়দরাবাদ ও কাশ্মীর এলাকায় তারা দীর্ঘদিন ছিল ৷ অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছে ৷ এরপর চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল তাদের ।

এই বিষয়ে মাথাভাঙা থানার অ্যাডিশনাল এসপি অমিত ভার্মা জানান, ধৃতদের বিরুদ্ধে 14 এ ফরেনার অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ । কোন উদ্দেশ্য নিয়ে তারা এদেশে প্রবেশ করছিল, এদের সঙ্গে আরও কেউ রয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন : Bangladeshi Arrest from Border : বসিরহাট সীমান্তে 40 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

কোচবিহার, 29 মে : অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মায়ানমারের তিন নাগরিককে গ্রেফতার করল পুলিশ (Three Myanmar Nationals arrested for alleged infiltration Cooch Behar)৷ সূত্র মারফত খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ শনিবার রাতে কোচবিহারের চ্যাংরাবান্ধা ভিআইপি মোড় এলাকা থেকে তিনজন মায়ানমারের নাগরিককে গ্রেফতার করে । ধৃতদের নাম মহম্মদ সফি, শামসুল আলম ও শামসুলের ছেলে সায়েদুল আমিন । পুলিশ জানিয়েছে প্রত্যেকেই মায়ানমারের বেলিবাজার এলাকার বাসিন্দা ।

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে হায়দরাবাদ ও কাশ্মীর এলাকায় তারা দীর্ঘদিন ছিল ৷ অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছে ৷ এরপর চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল তাদের ।

এই বিষয়ে মাথাভাঙা থানার অ্যাডিশনাল এসপি অমিত ভার্মা জানান, ধৃতদের বিরুদ্ধে 14 এ ফরেনার অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ । কোন উদ্দেশ্য নিয়ে তারা এদেশে প্রবেশ করছিল, এদের সঙ্গে আরও কেউ রয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন : Bangladeshi Arrest from Border : বসিরহাট সীমান্তে 40 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.