ETV Bharat / state

কোচবিহারের 5 মহকুমাতেই সেফ হাউস তৈরির পরিকল্পনা জেলা প্রশাসনের - সেফ হাউস

কোচবিহারে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 173 । এই সংখ্যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ । তাই সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে করোনা মোকাবিলায় জোর প্রস্ততি নিতে চলছে জেলা প্রশাসন ।

এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল
এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল
author img

By

Published : Apr 20, 2021, 6:39 PM IST

কোচবিহার, 20 এপ্রিল : করোনা সংক্রামণের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে ৷ এই পরিস্থিতিতে জেলার 5টি মহকুমাতেই একটি করে সেফ হাউস তৈরির পরিকল্পনা নিল জেলা প্রশাসন । ইতিমধ্যেই জেলা টাস্কফোর্সের বৈঠকে সেই সিদ্ধান্ত মহকুমা শাসকদের জানিয়ে দেওয়া হয়েছে । এছাড়া প্রতিটি মহকুমায় টাস্কফোর্সের একটি করে বৈঠক করতে বলা হচ্ছে । পাশাপাশি জেলায় নমুনা পরীক্ষা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ।

অন্যদিকে জেলার সমস্ত বেসরকারি হাসপাতালগুলোকে নিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক পবন কাদিয়ান । সেই সঙ্গে জেলা স্বাস্থ্য দফতরে হ্যান্ড স্যানিটাইজার, পিপিই কিট, অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন ওষুধের প্রয়োজনীয়তা দেখে নিয়ে স্বাস্থ্য দপ্তরে রিকুইজিশন দেওয়া কিংবা কিনে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে জেলায় করোনা সংক্রামিত রোগীর সংখ্যা বাড়ছে । জেলায় বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 173 । এই সংখ্যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ । তাই সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে করোনা মোকাবিলায় জোর প্রস্ততি নিতে চলছে জেলা প্রশাসন । স্বাস্থ্য দফতর ইতিমধ্যে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 45 বেডের করোনা ওয়ার্ড তৈরি করেছে । পাশাপাশি দিনহাটা মহকুমা হাসপাতালেও খোলা হয়েছে কোভিড ওয়ার্ড । সেখানে করোনা সংক্রামিতদের চিকিৎসা হচ্ছে । কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "জেলার 5টি মহকুমাতেই সেফ হাউস তৈরি করা হচ্ছে । নমুনা পরীক্ষা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ।"

আরও পড়ুন : মাইকে প্রচার, মাস্কও পরিয়ে দিল পুলিশ

কোচবিহার, 20 এপ্রিল : করোনা সংক্রামণের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে ৷ এই পরিস্থিতিতে জেলার 5টি মহকুমাতেই একটি করে সেফ হাউস তৈরির পরিকল্পনা নিল জেলা প্রশাসন । ইতিমধ্যেই জেলা টাস্কফোর্সের বৈঠকে সেই সিদ্ধান্ত মহকুমা শাসকদের জানিয়ে দেওয়া হয়েছে । এছাড়া প্রতিটি মহকুমায় টাস্কফোর্সের একটি করে বৈঠক করতে বলা হচ্ছে । পাশাপাশি জেলায় নমুনা পরীক্ষা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ।

অন্যদিকে জেলার সমস্ত বেসরকারি হাসপাতালগুলোকে নিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক পবন কাদিয়ান । সেই সঙ্গে জেলা স্বাস্থ্য দফতরে হ্যান্ড স্যানিটাইজার, পিপিই কিট, অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন ওষুধের প্রয়োজনীয়তা দেখে নিয়ে স্বাস্থ্য দপ্তরে রিকুইজিশন দেওয়া কিংবা কিনে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে জেলায় করোনা সংক্রামিত রোগীর সংখ্যা বাড়ছে । জেলায় বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 173 । এই সংখ্যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ । তাই সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে করোনা মোকাবিলায় জোর প্রস্ততি নিতে চলছে জেলা প্রশাসন । স্বাস্থ্য দফতর ইতিমধ্যে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 45 বেডের করোনা ওয়ার্ড তৈরি করেছে । পাশাপাশি দিনহাটা মহকুমা হাসপাতালেও খোলা হয়েছে কোভিড ওয়ার্ড । সেখানে করোনা সংক্রামিতদের চিকিৎসা হচ্ছে । কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "জেলার 5টি মহকুমাতেই সেফ হাউস তৈরি করা হচ্ছে । নমুনা পরীক্ষা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ।"

আরও পড়ুন : মাইকে প্রচার, মাস্কও পরিয়ে দিল পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.