ETV Bharat / state

Sukanta Majumdar: পুলিশকে সংবিধান মনে করিয়ে দিতেই আসা, কোচবিহারে বললেন সুকান্ত - পুলিশকে সংবিধান মনে করিয়ে দিতেই আসা

কোচবিহারে নেমেই মমতা সরকারের পুলিশকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি যাবেন তিনি ৷

Sukanta Majumdar
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
author img

By

Published : Feb 28, 2023, 4:33 PM IST

কোচবিহারে সুকান্ত মজুমদার

কোচবিহার, 27 ফেব্রুয়ারি: "দিনহাটায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে যাওয়ার পথে বাধা দিলে, সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়া হবে ।" কোচবিহারে এসে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP state president Sukanta Majumdar) । গত শনিবার দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা ঘটে । তারপর তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় কোচবিহার । সেই রাতে দিনহাটার গ্রামগঞ্জে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটে । সেই আক্রান্তদের বাড়িতে যেতেই মঙ্গলবার সকালে কোচবিহারে আসেন বিজেপির রাজ্য সভাপতি ।

নিউ কোচবিহার রেল ষ্টেশনে তিনি বলেন, "বিজেপি কর্মীদের ওপর হামলা করা হল । অথচ বিজেপি নেতা কর্মীদের নামেই মামলা করা হল । পশ্চিমবঙ্গের পুলিশ সংবিধান ভুলে গিয়েছে । সেই সংবিধান মনে করাতেই আমার আসা ।" শনিবার দুপুরে দিনহাটার বুড়িরহাট দিয়ে নিশীথ প্রামাণিকের কনভয় যাওয়ার সময় তৃণমূল - বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে ওই এলাকা । চলে গুলি, বোমাবাজি । নিশীথের গাড়ির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ । তাঁর গাড়িতেও গুলি লাগে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী দাবি করেন । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশকে পালটা প্রথমে লাঠিচার্জ ও পরে কাদানে গ্যাসের সেল ফাটাতে হয় ।

ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয় । সেই ঘটনায় বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়, জেলা সম্পাদক বিরাজ বোস, জেলা সম্পাদক দীপা চক্রবর্তী, জেলা বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ-সহ 48 জনের নামে স্বতঃপ্রণোদিত মামলা করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ । তাদের বিরুদ্ধে অস্ত্র আইন, খুনের চেষ্টা-সহ জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা করা হয়েছে । মামলা দায়ের হতেই গা ঢাকা দিয়েছে অভিযুক্তদের একাংশ । তারপর এ দিন নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি যাওয়ার কথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের । সেজন্যই মঙ্গলবার তিনি কোচবিহারে আসেন ।

আরও পড়ুন: বিজেপি নেতার বাড়িতে তল্লাশির নামে পুলিশি আক্রমণের অভিযোগ নিশীথের

কোচবিহারে সুকান্ত মজুমদার

কোচবিহার, 27 ফেব্রুয়ারি: "দিনহাটায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে যাওয়ার পথে বাধা দিলে, সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়া হবে ।" কোচবিহারে এসে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP state president Sukanta Majumdar) । গত শনিবার দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা ঘটে । তারপর তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় কোচবিহার । সেই রাতে দিনহাটার গ্রামগঞ্জে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটে । সেই আক্রান্তদের বাড়িতে যেতেই মঙ্গলবার সকালে কোচবিহারে আসেন বিজেপির রাজ্য সভাপতি ।

নিউ কোচবিহার রেল ষ্টেশনে তিনি বলেন, "বিজেপি কর্মীদের ওপর হামলা করা হল । অথচ বিজেপি নেতা কর্মীদের নামেই মামলা করা হল । পশ্চিমবঙ্গের পুলিশ সংবিধান ভুলে গিয়েছে । সেই সংবিধান মনে করাতেই আমার আসা ।" শনিবার দুপুরে দিনহাটার বুড়িরহাট দিয়ে নিশীথ প্রামাণিকের কনভয় যাওয়ার সময় তৃণমূল - বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে ওই এলাকা । চলে গুলি, বোমাবাজি । নিশীথের গাড়ির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ । তাঁর গাড়িতেও গুলি লাগে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী দাবি করেন । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশকে পালটা প্রথমে লাঠিচার্জ ও পরে কাদানে গ্যাসের সেল ফাটাতে হয় ।

ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয় । সেই ঘটনায় বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়, জেলা সম্পাদক বিরাজ বোস, জেলা সম্পাদক দীপা চক্রবর্তী, জেলা বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ-সহ 48 জনের নামে স্বতঃপ্রণোদিত মামলা করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ । তাদের বিরুদ্ধে অস্ত্র আইন, খুনের চেষ্টা-সহ জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা করা হয়েছে । মামলা দায়ের হতেই গা ঢাকা দিয়েছে অভিযুক্তদের একাংশ । তারপর এ দিন নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি যাওয়ার কথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের । সেজন্যই মঙ্গলবার তিনি কোচবিহারে আসেন ।

আরও পড়ুন: বিজেপি নেতার বাড়িতে তল্লাশির নামে পুলিশি আক্রমণের অভিযোগ নিশীথের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.