কোচবিহার, 25 মার্চ: কোচবিহার জেলার সরকারি প্রাথমিক স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে (students increase in primary schools at Coochbihar)। বিশেষ করে কোভিডের পর স্কুল খুলতেই যে ভাবে স্কুলে ছাত্রছাত্রীদের হাজিরা বেড়েছে তাতে খুশি শিক্ষা দফতর । কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হিতেন বর্মন বলেন, ‘‘সরকারি স্কুলগুলিতে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি পড়াশোনার মান উন্নত হয়েছে । তাছাড়া পাড়ায় পাড়ায় শিক্ষালয়, দুয়ারে শিক্ষক এই সব কর্মসূচি কাজে লেগেছে (Coochbihar primary schools)।’’
কোচবিহার (Coochbihar news) জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গিয়েছে, কোভিডের আগে জেলার বহু প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা কম ছিল । সরকারি স্কুলের তুলনায় বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছিল । ফলে শহরাঞ্চলের সরকারি স্কুলগুলি উঠে যাওয়ার উপক্রম হয়েছিল । সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের ধরে রাখার জন্য মিড-ডে মিল, ইউনিফর্ম, জুতো, ব্যাগ দেওয়া হচ্ছিল ।
আরও পড়ুন: School Reopening in KMC : রাজ্যের নির্দেশের পরই পৌর প্রাথমিকে স্কুল খোলার তৎপরতা, রিপোর্ট তলব মেয়রের
এরইমধ্যে কোভিড আবহে স্কুলগুলি বন্ধ হয়ে যায় (Students increase in Coochbihar primary schools)। পরবর্তীতে 2021 সালে প্রথম শ্রেণিতে ছাত্রছাত্রী সংখ্যা ছিল 34 হাজার 971 জন । চলতি শিক্ষাবর্ষে এখনও পর্যন্ত প্রথম শ্রেণিতে সেই ছাত্রছাত্রী সংখ্যা বেড়ে হয়েছে 40 হাজার 292 জন । চতুর্থ শ্রেণিতে 42 হাজার 632 জন ছিল গত শিক্ষাবর্ষে । এ বার তা বেড়ে হয়েছে 43 হাজার 911 জন । অন্যান্য ক্লাসেও ছাত্রছাত্রী সংখ্যা বেড়েছে (primary school students increase)।
আরও পড়ুন : Bengal School Reopening : 16 ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে প্রাথমিক স্কুল
বিশেষজ্ঞদের মতে, একদিকে স্কুলের পরিকাঠামো উন্নয়ন অপরদিকে কোভিড পরিস্থিতিতে অনেকের আয়ের উৎস কমে যাওয়ায় বহু অভিভাবক বেসরকারি স্কুল থেকে তাঁদের ছেলেমেয়েদের নিয়ে এসে সরকারি স্কুলে ভর্তি করিয়েছেন । ফলে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে ।