ETV Bharat / state

কোচবিহার থেকে পাঠানো 28জনের পুল স্যাম্পেল টেস্টের রিপোর্ট নেগেটিভ - কোচবিহার

কোচবিহার থেকে উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো পুল স্যাম্পল টেস্টের নমুনার সবক'টি রিপোর্টই এখন পর্যন্ত নেগেটিভ । আজ আরও নমুনা পাঠানো হবে পরীক্ষার জন্য ।

corona
পুল স্য়াম্পলিং
author img

By

Published : Apr 24, 2020, 12:06 PM IST

কোচবিহার, 24 এপ্রিল: কিছুটা হলেও স্বস্তির খবর কোচবিহারে । জেলার বিভিন্ন এলাকায় পুল স্যাম্পল টেস্টিংয়ের পর যে 28জনের নমুনা গতকাল শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়েছিল তার সবক'টি রিপোর্টই নেগেটিভ এসেছে । আজ সকালে শিলিগুড়ি থেকে ওই রিপোর্ট কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগে পাঠানো হয় ।

কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গোটা জেলায় সোয়াবের নমুনা সংগ্রহ করার জন্য দু'টি বুথ ও 51টি মোবাইল ভ‍্যান রয়েছে । পুল টেস্টিংয়ের জন্য ওই দুই বুথ ও মোবাইল ভ‍্যানের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হচ্ছে । COVID হাসপাতালে ভরতি থাকা রোগীর পাশাপাশি কোচবিহার মেডিকেলের ফিভার ক্লিনিকে আসা রোগীর এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে সোয়াবের নমুনা সংগ্রহ করে সেই নমুনা শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয় ।

গতকাল পর্যন্ত মোট 90জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । সবকটি নেগেটিভ এসেছে । আজ আরও 44জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে । কোরোনা সংক্রমণ রুখতে ও আরও বেশি সংখ্যক মানুষের পরীক্ষা করতেই পুল স্যাম্পেল টেস্ট চালু হয়েছে রাজ্যে । কেউ সংক্রমিত কি না তা দ্রুত জানা যাবে এই পরীক্ষার সাহায্যে । এছাড়াও বেশি সংখ্যক মানুষের টেস্টও করা যাবে । কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান বলেন, "গতকাল 28জনের সোয়াবের নমুনা পাঠানো হয়েছিল । সবগুলিই নেগেটিভ এসেছে ।"

কোচবিহার, 24 এপ্রিল: কিছুটা হলেও স্বস্তির খবর কোচবিহারে । জেলার বিভিন্ন এলাকায় পুল স্যাম্পল টেস্টিংয়ের পর যে 28জনের নমুনা গতকাল শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়েছিল তার সবক'টি রিপোর্টই নেগেটিভ এসেছে । আজ সকালে শিলিগুড়ি থেকে ওই রিপোর্ট কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগে পাঠানো হয় ।

কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গোটা জেলায় সোয়াবের নমুনা সংগ্রহ করার জন্য দু'টি বুথ ও 51টি মোবাইল ভ‍্যান রয়েছে । পুল টেস্টিংয়ের জন্য ওই দুই বুথ ও মোবাইল ভ‍্যানের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হচ্ছে । COVID হাসপাতালে ভরতি থাকা রোগীর পাশাপাশি কোচবিহার মেডিকেলের ফিভার ক্লিনিকে আসা রোগীর এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে সোয়াবের নমুনা সংগ্রহ করে সেই নমুনা শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয় ।

গতকাল পর্যন্ত মোট 90জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । সবকটি নেগেটিভ এসেছে । আজ আরও 44জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে । কোরোনা সংক্রমণ রুখতে ও আরও বেশি সংখ্যক মানুষের পরীক্ষা করতেই পুল স্যাম্পেল টেস্ট চালু হয়েছে রাজ্যে । কেউ সংক্রমিত কি না তা দ্রুত জানা যাবে এই পরীক্ষার সাহায্যে । এছাড়াও বেশি সংখ্যক মানুষের টেস্টও করা যাবে । কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান বলেন, "গতকাল 28জনের সোয়াবের নমুনা পাঠানো হয়েছিল । সবগুলিই নেগেটিভ এসেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.