ETV Bharat / state

Cooch Behar TMC: কোচবিহার তৃণমূলে নবীন-প্রবীণ দ্বৈরথ, রবীন্দ্রনাথের সোশাল মিডিয়া পোস্টের পালটা দিলেন ভাইপো পার্থপ্রতিম - তৃণমূল

প্রবীণ তৃণমূলীরা (TMC) ভালো নেই, একথা উল্লেখ করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) ৷ আর তার পালটা (Social Media Duel) পোস্টে, ‘বিলম্বিত বোধদয়’ লিখলেন পার্থপ্রতিম রায় (Partha Pratim Ray) ৷ যা নিয়ে শোরগোল কোচবিহারের রাজনীতিতে ৷

social-media-duel-between-rabindranath-ghosh-and-partha-pratim-ray
social-media-duel-between-rabindranath-ghosh-and-partha-pratim-ray
author img

By

Published : Dec 6, 2022, 3:56 PM IST

Updated : Dec 6, 2022, 7:18 PM IST

কোচবিহার, 6 ডিসেম্বর: এবার সোশাল মিডিয়ায় কাকা-ভাইপোর লড়াই (Social Media Duel)! অর্থাৎ, রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) বনাম পার্থপ্রতিম রায় (Partha Pratim Ray) ! মঙ্গলবার সকালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, "দলের পুরনো কর্মীরা ভালো নেই ৷" সেই পোস্টের কিছুক্ষণ পরেই পালটা একটি পোস্ট করেন কোচবিহার জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ৷ সেখানে তিনি লেখেন, "বিলম্বিত বোধদয় । বিশ্বকাপ ফুটবল। আর ক্রিকেট বিশ্ব ৷" এই পোস্ট আর পালটা পোস্টকে কেন্দ্র করে জোর চাপানউতোর শুরু হয়েছে কোচবিহার তৃণমূলের অন্দরে ৷ যদিও কিছুক্ষণ পরেই পার্থপ্রতিম রায় তাঁর করা পোস্টটি পেজ থেকে মুছে দেন ৷

কোচবিহার জেলা তৃণমূলে (TMC) গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের ৷ তৃণমূলের জন্মলগ্ন থেকেই কোচবিহার জেলা তৃণমূলের সভাপতির দায়িত্বে ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ৷ 1998 সাল থেকে 1019 সালের লোকসভা নির্বাচন পর্যন্ত তিনিই সভাপতির দায়িত্ব ছিলেন ৷ পরবর্তীতে লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হওয়ায় তাঁকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷

আর রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করা পার্থপ্রতিম রায়কে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি করা হয় ৷ পরবর্তীতে রবীন্দ্রনাথ ঘোষের সুপারিশেই পার্থপ্রতিম লোকসভা উপনির্বাচনের টিকিটও পান এবং সাংসদ হন ৷ তবে শিষ্য ক্ষমতার শীর্ষে ওঠার পর থেকেই দু’জনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায় ৷ ক্ষমতা দখলকে কেন্দ্র করে দুই নেতার বিরোধ চরমে ওঠে ৷ এরই মধ্যে মঙ্গলবার সকালে কোচবিহার জেলার তৃণমূলের প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সোশাল মিডিয়া পোস্ট করেন, "দলের পুরনো কর্মীরা ভালো নেই ৷"

Social Media Duel Between Rabindranath Ghosh and Partha Pratim Ray
প্রবীণ তৃণমূলীদের নিয়ে রবীন্দ্রনাথ ঘোষের পোস্ট

রাজনৈতিক মহলের ধারণা, বর্তমানে কোচবিহার তৃণমূলের সভাপতি থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সবকিছুতেই দাপট নব্য তৃণমূলীদের ৷ এছাড়া বিভিন্ন ব্লকে যে সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে, সেখানেও নবাগতদের সংখ্যা বেশি ৷ সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে ৷ সেক্ষেত্রে টিকিট পাওয়া নিয়েও নব্য তৃণমূলীরা এগিয়ে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এসব জল্পনার কারণেই হয়ত প্রবীণ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ সোশাল মিডিয়ায় এই পোস্ট করেন ৷

Social Media Duel Between Rabindranath Ghosh and Partha Pratim Ray
পার্থপ্রতিম রায়ের করা ফেসবুক পোস্ট

আরও পড়ুন: কোচবিহার বইমেলার ভেন্যু নিয়ে বিতর্ক শাসকের অন্দরে

কিন্তু, হঠাৎ কেন এই পোস্ট ? এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "আমার মনে হয়েছে ৷ তাই আমি লিখেছি ৷ সোশাল মিডিয়ায় যে কেউ, নিজের অভিমত প্রকাশ করতে পারেন ৷ আমিও তাই করেছি ৷ কিন্তু রবীন্দ্রনাথ ঘোষের এই পোস্টের পরপরই ভাইপো পার্থপ্রতিম রায়ের পালটা পোস্ট, "বিলম্বিত বোধোদয় ৷ বিশ্বকাপ ফুটবল ৷ ক্রিকেট বিশ্ব ৷" যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ যা নিয়ে রাজনৈতিক মহলের ধারণা, 'বিলম্বিত বোধোদয়' রবীন্দ্রনাথ ঘোষকে উদ্দেশ্য করেই বলা ৷ আর পরের শব্দ দু’টি প্রসঙ্গ ঘোরানোর জন্য ব্যবহার করেছেন পার্থপ্রতিম ৷ যদিও, পার্থপ্রতিমের বলেন, "ওটা বিশ্বকাপ ফুটবল নিয়ে লিখেছি ৷ যদিও, পরে দেখলাম লেখাটা ভালো হয়নি ৷ তাই ডিলিট করে দিয়েছি ৷"

কোচবিহার, 6 ডিসেম্বর: এবার সোশাল মিডিয়ায় কাকা-ভাইপোর লড়াই (Social Media Duel)! অর্থাৎ, রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) বনাম পার্থপ্রতিম রায় (Partha Pratim Ray) ! মঙ্গলবার সকালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, "দলের পুরনো কর্মীরা ভালো নেই ৷" সেই পোস্টের কিছুক্ষণ পরেই পালটা একটি পোস্ট করেন কোচবিহার জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ৷ সেখানে তিনি লেখেন, "বিলম্বিত বোধদয় । বিশ্বকাপ ফুটবল। আর ক্রিকেট বিশ্ব ৷" এই পোস্ট আর পালটা পোস্টকে কেন্দ্র করে জোর চাপানউতোর শুরু হয়েছে কোচবিহার তৃণমূলের অন্দরে ৷ যদিও কিছুক্ষণ পরেই পার্থপ্রতিম রায় তাঁর করা পোস্টটি পেজ থেকে মুছে দেন ৷

কোচবিহার জেলা তৃণমূলে (TMC) গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের ৷ তৃণমূলের জন্মলগ্ন থেকেই কোচবিহার জেলা তৃণমূলের সভাপতির দায়িত্বে ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ৷ 1998 সাল থেকে 1019 সালের লোকসভা নির্বাচন পর্যন্ত তিনিই সভাপতির দায়িত্ব ছিলেন ৷ পরবর্তীতে লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হওয়ায় তাঁকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷

আর রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করা পার্থপ্রতিম রায়কে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি করা হয় ৷ পরবর্তীতে রবীন্দ্রনাথ ঘোষের সুপারিশেই পার্থপ্রতিম লোকসভা উপনির্বাচনের টিকিটও পান এবং সাংসদ হন ৷ তবে শিষ্য ক্ষমতার শীর্ষে ওঠার পর থেকেই দু’জনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায় ৷ ক্ষমতা দখলকে কেন্দ্র করে দুই নেতার বিরোধ চরমে ওঠে ৷ এরই মধ্যে মঙ্গলবার সকালে কোচবিহার জেলার তৃণমূলের প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সোশাল মিডিয়া পোস্ট করেন, "দলের পুরনো কর্মীরা ভালো নেই ৷"

Social Media Duel Between Rabindranath Ghosh and Partha Pratim Ray
প্রবীণ তৃণমূলীদের নিয়ে রবীন্দ্রনাথ ঘোষের পোস্ট

রাজনৈতিক মহলের ধারণা, বর্তমানে কোচবিহার তৃণমূলের সভাপতি থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সবকিছুতেই দাপট নব্য তৃণমূলীদের ৷ এছাড়া বিভিন্ন ব্লকে যে সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে, সেখানেও নবাগতদের সংখ্যা বেশি ৷ সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে ৷ সেক্ষেত্রে টিকিট পাওয়া নিয়েও নব্য তৃণমূলীরা এগিয়ে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এসব জল্পনার কারণেই হয়ত প্রবীণ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ সোশাল মিডিয়ায় এই পোস্ট করেন ৷

Social Media Duel Between Rabindranath Ghosh and Partha Pratim Ray
পার্থপ্রতিম রায়ের করা ফেসবুক পোস্ট

আরও পড়ুন: কোচবিহার বইমেলার ভেন্যু নিয়ে বিতর্ক শাসকের অন্দরে

কিন্তু, হঠাৎ কেন এই পোস্ট ? এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "আমার মনে হয়েছে ৷ তাই আমি লিখেছি ৷ সোশাল মিডিয়ায় যে কেউ, নিজের অভিমত প্রকাশ করতে পারেন ৷ আমিও তাই করেছি ৷ কিন্তু রবীন্দ্রনাথ ঘোষের এই পোস্টের পরপরই ভাইপো পার্থপ্রতিম রায়ের পালটা পোস্ট, "বিলম্বিত বোধোদয় ৷ বিশ্বকাপ ফুটবল ৷ ক্রিকেট বিশ্ব ৷" যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ যা নিয়ে রাজনৈতিক মহলের ধারণা, 'বিলম্বিত বোধোদয়' রবীন্দ্রনাথ ঘোষকে উদ্দেশ্য করেই বলা ৷ আর পরের শব্দ দু’টি প্রসঙ্গ ঘোরানোর জন্য ব্যবহার করেছেন পার্থপ্রতিম ৷ যদিও, পার্থপ্রতিমের বলেন, "ওটা বিশ্বকাপ ফুটবল নিয়ে লিখেছি ৷ যদিও, পরে দেখলাম লেখাটা ভালো হয়নি ৷ তাই ডিলিট করে দিয়েছি ৷"

Last Updated : Dec 6, 2022, 7:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.