কোচবিহার , 3 জুন : যৌনকর্মীদের করোনা টিকা দেওয়া শুরু হল কোচবিহারে। বৃহস্পতিবার কোচবিহার শহরের ছয় নম্বর ওয়ার্ডের প্রিয়গঞ্জ কলোনি এলাকায় দুর্বারের অফিসে করোনা টিকা দেওয়ার কাজ শুরু হয়। এদিন মোট 266 জন যৌনকর্মীকে টিকা দেওয়া হয়।
জানা গিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যে জেলায় 78 জনের মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে করোনা টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে । গড়ে প্রতিদিন পাঁচ হাজার বাসিন্দাকে টিকা দেওয়া হচ্ছে । তবে দীর্ঘদিন ধরে যৌনকর্মীরা টিকাকরণের দাবি জানিয়ে আসছিলেন। কারণ কোচবিহার জেলায় প্রায় হাজারখানেক বৈধ যৌনকর্মী রয়েছে। করোনা পরিস্থিতির কারণে এই যৌনকর্মীদের পেশা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক দিক থেকে অসুবিধায় পড়েছিলেন।
ইতিমধ্যে বিভিন্ন দোকনপাট খুলতে শুরু করেছে। তাই যৌনকর্মীরা যাতে তাঁদের পেশা চালিয়ে যেতে পারেন তাই করোনা টিকা দেওয়ার উদ্যোগ নিল জেলা প্রশাসন। কোচবিহার সদর মহকুমাশাসক শেখ রাকিবুর রহমান জানান, এদিন যৌনকর্মীদের করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হল।
প্রসঙ্গত, উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ারেও যৌন কর্মীদের করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করেছে স্বাস্থ্য দফতর। শনিবার 92 জন যৌনকর্মীকে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন : রাজ্যে অনেকটাই কমল দৈনিক মৃত্যু, কলকাতায় সংক্রমণ নামল হাজারের নিচে