ETV Bharat / state

লকডাউনের জেরে বন্ধ রাস্তার কাজ, বর্ষায় ভোগান্তির আশঙ্কা কোচবিহারে - বর্ষায় ভোগান্তির আশঙ্কা কোচবিহারে

লকডাউনের বরাদ্দ টাকা না আসায় কাজ বন্ধ । ফলে কোচবিহারের একাধিক রাস্তা এবং নিকাশি ব্যবস্থার কাজ বন্ধ রয়েছে । যার জেরে বর্ষায় ভোগান্তিতে পড়তে পারে সাধারণ মানুষ ।

cooch behar
cooch behar
author img

By

Published : Jun 25, 2020, 4:13 PM IST

কোচবিহার, 25 জুন : কোচবিহার শহরের একাধিক রাস্তা ও নর্দমা সংস্কারের কাজ বন্ধ । লকডাউনের কারণে বরাদ্দ টাকা আসা বন্ধ । সেই জন্য কাজ বন্ধ হয়ে রয়েছে । বর্ষায় ভোগান্তিতে পড়তে পারেন কোচবিহার শহরের একাধিক ওয়ার্ডের বাসিন্দারা ।

প্রায় এক বছর আগে ওই কাজ করার উদ্যোগ নেওয়া হলেও এতদিনে তা কেন করা গেল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং বলেন, “কাজগুলোর অনুমোদন রয়েছে । তবে হঠাৎ করে লকডাউন শুরু হওয়ায় টাকা আসেনি । এর মধ্যে টাকা এলে টেন্ডার করে কাজ শুরু করতে পারব।”

পৌরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের 3 ও 12 নম্বর ওয়ার্ডে একাধিক রাস্তার বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরেই বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হচ্ছিল । সেই রাস্তা সংস্কারের জন্য সাড়ে পাঁচ কোটি টাকার DPR পাঠানো হয় । এছাড়া শহরের একাধিক ওয়ার্ডের কংক্রিটের নর্দমা তৈরির পরিকল্পনা করা হয় । এরজন্য সাড়ে সাত কোটি টাকা চেয়ে DPR জমা দেওয়া হয় । লকডাউনের আগে ওই দুটি প্রকল্পের অনুমোদনও মিললেও বরাদ্দ টাকা আসেনি । এরইমধ্যে লকডাউন হয়ে যাওয়ায় সেই বরাদ্দ টাকা আসেনি ‌। যার ফলে কাজ শুরু করা যায়নি । ওই কাজ না হওয়ার কারণে শহরের একটি বড় অংশের বাসিন্দা চরম দুর্ভোগে পড়বেন ।

পৌরসভার কো-অর্ডিনেটর তথা CPI(M) জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মহানন্দ সাহা বলেন, “একবছর আগে উদ্যোগ নেওয়া হলেও কেন এতদিনে সেই বরাদ্দ বাস্তবায়িত হল না সেটাই বড় প্রশ্ন ।” যদিও প্রশাসক ভূষন সিংহ জানিয়েছেন, পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে । আশাকরি বরাদ্দ মিলবে ।

কোচবিহার, 25 জুন : কোচবিহার শহরের একাধিক রাস্তা ও নর্দমা সংস্কারের কাজ বন্ধ । লকডাউনের কারণে বরাদ্দ টাকা আসা বন্ধ । সেই জন্য কাজ বন্ধ হয়ে রয়েছে । বর্ষায় ভোগান্তিতে পড়তে পারেন কোচবিহার শহরের একাধিক ওয়ার্ডের বাসিন্দারা ।

প্রায় এক বছর আগে ওই কাজ করার উদ্যোগ নেওয়া হলেও এতদিনে তা কেন করা গেল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং বলেন, “কাজগুলোর অনুমোদন রয়েছে । তবে হঠাৎ করে লকডাউন শুরু হওয়ায় টাকা আসেনি । এর মধ্যে টাকা এলে টেন্ডার করে কাজ শুরু করতে পারব।”

পৌরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের 3 ও 12 নম্বর ওয়ার্ডে একাধিক রাস্তার বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরেই বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হচ্ছিল । সেই রাস্তা সংস্কারের জন্য সাড়ে পাঁচ কোটি টাকার DPR পাঠানো হয় । এছাড়া শহরের একাধিক ওয়ার্ডের কংক্রিটের নর্দমা তৈরির পরিকল্পনা করা হয় । এরজন্য সাড়ে সাত কোটি টাকা চেয়ে DPR জমা দেওয়া হয় । লকডাউনের আগে ওই দুটি প্রকল্পের অনুমোদনও মিললেও বরাদ্দ টাকা আসেনি । এরইমধ্যে লকডাউন হয়ে যাওয়ায় সেই বরাদ্দ টাকা আসেনি ‌। যার ফলে কাজ শুরু করা যায়নি । ওই কাজ না হওয়ার কারণে শহরের একটি বড় অংশের বাসিন্দা চরম দুর্ভোগে পড়বেন ।

পৌরসভার কো-অর্ডিনেটর তথা CPI(M) জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মহানন্দ সাহা বলেন, “একবছর আগে উদ্যোগ নেওয়া হলেও কেন এতদিনে সেই বরাদ্দ বাস্তবায়িত হল না সেটাই বড় প্রশ্ন ।” যদিও প্রশাসক ভূষন সিংহ জানিয়েছেন, পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে । আশাকরি বরাদ্দ মিলবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.