কোচবিহার, 8 এপ্রিল: ভূমি রাজস্ব আদায়ে রেকর্ড পরিমাণ আয় করল কোচবিহার জেলা প্রশাসন (Coochbihar land and revenue department)। 2020-21 অর্থবর্ষের তুলনায় 2021-22 অর্থবর্ষে 7 কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে, যা কোচবিহারে সর্বকালের রেকর্ড । দফতরের আধিকারিকদের নিয়মিত অভিযান ও নজরদারির কারণে রাজস্ব আদায় বেড়েছে বলে জেলা প্রশাসন কর্তাদের ধারণা (Coochbihar news)।
কোচবিহারের (record income of land and revenue department in Coochbihar ) জেলাশাসক পবন কাদিয়ান বলেছেন, ‘‘কোচবিহারে এবার ভূমি রাজস্ব বেশি আদায় হয়েছে । জেলা প্রশাসনের মনিটরিং এবং নিয়মিত পর্যালোচনার ফলে এই আয় বেড়েছে ।’’ জানা গিয়েছে, 2019-20 অর্থবর্ষে ভূমি রাজস্ব বাবদ কোচবিহার জেলায় আয় হয়েছিল 10 কোটি 50 লক্ষ টাকা । 2020-21 অর্থবর্ষে ভূমি রাজস্ব বাবদ কোচবিহারে আদায় হয়েছিল 9 কোটি 40 লক্ষ টাকা । অপরদিকে 2021-22 অর্থবর্ষে আদায় হয়েছে 16 কোটি 21 লক্ষ টাকা ।
আরও পড়ুন: Oxygen Plant at Cooch Behar Medical: কোচবিহার মেডিক্য়ালে বসানো হল লিকুইড অক্সিজেন প্ল্য়ান্ট
একে তো কোভিড পরিস্থিতি, তার উপরে পৌরসভার নির্বাচন, বিধানসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচন ৷ তা সত্ত্বেও জেলায় বিশাল পরিমাণ রাজস্ব আদায় বেড়ে যাওয়ায় প্রশাসনের কর্তারা যথেষ্টই স্বস্তিতে । কর্তাদের একাংশের বক্তব্য, নতুন বাড়িঘর হওয়ার কারণেই এই সময় বালি-পাথর থেকে প্রচুর পরিমাণে রাজস্ব আদায় হয়েছে । তাছাড়া বিগত দিনে ভূমি রাজস্ব আদায়ে প্রচুর বকেয়া ছিল । দফতরের কর্তারা উদ্যোগী হয়ে সেগুলি সংগ্রহে নামায় ভূমি রাজস্ব আদায় বেড়েছে ।