ETV Bharat / state

কাটমানি খেয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ, বলছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য - কাটমানি

মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ আনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দেবাশিস মজুমদার । ফেসবুকে এবিষয়ে পোস্টও করেন তিনি ।

রবীন্দ্রনাথ ঘোষ
author img

By

Published : Jul 9, 2019, 10:53 PM IST

Updated : Jul 10, 2019, 12:24 AM IST

কোচবিহার, 9 জুলাই : কাটমানি ইশুতে এবার নাম জড়াল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের । অভিযোগ আনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দেবাশিস মজুমদার । আজ তিনি নাম না করে রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেন । দেবাশিসবাবু ফোনে বলেন, "উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাদের চাকরি হওয়া উচিত ছিল, তাদের চাকরি হয়নি । তার বদলে দক্ষিণবঙ্গ থেকে কাটমানি খেয়ে বহু লোককে নিযুক্ত করেন রবীন্দ্রনাথবাবু ।"

Rabindranath Ghosh
দেবাশিস মজুমদারের ফেসবুক পোস্ট

আজ দেবাশিস মজুমদার ফেসবুকে একটি পোস্ট করেন । পোস্টে তিনি লেখেন, "পুরো উত্তরবঙ্গ ও UBKV তে ননটিচিং নিয়োগ নিয়ে উনি যে টাকা তুলেছেন এবং ওঁর তাবেদারি করা শিক্ষক, অশিক্ষক কর্মী ও কিছু আধিকারিক ওঁকে যে পরিমাণ কাটমানি তুলতে সাহায্য করেছেন তা অনস্বীকার্য । এরা আমাকে কোনও ভালো কাজ করতে দেয়নি । বর্তমান নিয়ামক আমার সময় নিয়ামক পদে আসীন হয়েও স্থায়ী সহ নিয়ামক যা অসহযোগিতা করেছেন তা ভোলার নয় । এসবের পিছনে ওই ভদ্রলোকের হাত ছিল । UBKV-তে গবেষণা করতে চাইলে ওঁকে স্যার স্যার করতে হবে । উনি না চাইলে নিয়ামক, গবেষণা অধিকর্তা সহ অন্য আধিকারিকরা কোনদিনই ওই পদগুলিতে স্থায়ী নিয়োগ করতে দেবেন না । তাহলে যে কাটমানি তোলার পথ বন্ধ হয়ে যাবে । আমি খুব খুশি যে জনগণ ওঁকে শিক্ষা দিয়েছেন । আর ওঁর চাটুকাররা যদি এবার BJP-তে নাম লেখাতে আসে তাহলে আমরাও তৈরি ।"

কী বলছেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য

ফেসবুক পোস্টে নাম না করে আক্রমণ করলেও ETV ভারতের প্রতিনিধিকে দেবাশিসবাবু বলেন, "ফেসবুক রবীন্দ্রনাথ ঘোষকে উদ্ধৃতি করেই পোস্ট করেছি । উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তৈরিতে যারা জমি দিয়েছিলেন, তাঁরা অনেকেই জমি পাননি । আবার একই পরিবারের দুই থেকে তিনজন সদস্য চাকরি পেয়েছেন । দক্ষিণবঙ্গ থেকে বহু লোককে নিযুক্ত করেছেন রবীন্দ্রনাথ ঘোষ । আমিই ছিলাম বিশ্ববিদ্যালয়ের শেষ গবেষণা অধিকর্তা । তারপর আর কোনও স্থায়ী গবেষণা অধিকর্তা নিয়োগ হয়নি কেন ?"

কোচবিহার, 9 জুলাই : কাটমানি ইশুতে এবার নাম জড়াল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের । অভিযোগ আনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দেবাশিস মজুমদার । আজ তিনি নাম না করে রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেন । দেবাশিসবাবু ফোনে বলেন, "উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাদের চাকরি হওয়া উচিত ছিল, তাদের চাকরি হয়নি । তার বদলে দক্ষিণবঙ্গ থেকে কাটমানি খেয়ে বহু লোককে নিযুক্ত করেন রবীন্দ্রনাথবাবু ।"

Rabindranath Ghosh
দেবাশিস মজুমদারের ফেসবুক পোস্ট

আজ দেবাশিস মজুমদার ফেসবুকে একটি পোস্ট করেন । পোস্টে তিনি লেখেন, "পুরো উত্তরবঙ্গ ও UBKV তে ননটিচিং নিয়োগ নিয়ে উনি যে টাকা তুলেছেন এবং ওঁর তাবেদারি করা শিক্ষক, অশিক্ষক কর্মী ও কিছু আধিকারিক ওঁকে যে পরিমাণ কাটমানি তুলতে সাহায্য করেছেন তা অনস্বীকার্য । এরা আমাকে কোনও ভালো কাজ করতে দেয়নি । বর্তমান নিয়ামক আমার সময় নিয়ামক পদে আসীন হয়েও স্থায়ী সহ নিয়ামক যা অসহযোগিতা করেছেন তা ভোলার নয় । এসবের পিছনে ওই ভদ্রলোকের হাত ছিল । UBKV-তে গবেষণা করতে চাইলে ওঁকে স্যার স্যার করতে হবে । উনি না চাইলে নিয়ামক, গবেষণা অধিকর্তা সহ অন্য আধিকারিকরা কোনদিনই ওই পদগুলিতে স্থায়ী নিয়োগ করতে দেবেন না । তাহলে যে কাটমানি তোলার পথ বন্ধ হয়ে যাবে । আমি খুব খুশি যে জনগণ ওঁকে শিক্ষা দিয়েছেন । আর ওঁর চাটুকাররা যদি এবার BJP-তে নাম লেখাতে আসে তাহলে আমরাও তৈরি ।"

কী বলছেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য

ফেসবুক পোস্টে নাম না করে আক্রমণ করলেও ETV ভারতের প্রতিনিধিকে দেবাশিসবাবু বলেন, "ফেসবুক রবীন্দ্রনাথ ঘোষকে উদ্ধৃতি করেই পোস্ট করেছি । উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তৈরিতে যারা জমি দিয়েছিলেন, তাঁরা অনেকেই জমি পাননি । আবার একই পরিবারের দুই থেকে তিনজন সদস্য চাকরি পেয়েছেন । দক্ষিণবঙ্গ থেকে বহু লোককে নিযুক্ত করেছেন রবীন্দ্রনাথ ঘোষ । আমিই ছিলাম বিশ্ববিদ্যালয়ের শেষ গবেষণা অধিকর্তা । তারপর আর কোনও স্থায়ী গবেষণা অধিকর্তা নিয়োগ হয়নি কেন ?"

Intro:কোচবিহার ঃ দলীয় নেতার পর এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এর বিরুদ্ধে কর্মী নিয়োগে কাটমানি নেওয়ার অভিযোগ আনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দেবাশীষ মজুমদার। আজ তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট এর মধ্য দিয়ে নাম না করে এই অভিযোগ করেন। তার অভিযোগ উপাচার্য থাকাকালীন তাকে দিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নানা অনৈতিক কাজ করাতে চেয়ে ছিলেন কিন্তু তিনি তার সেই কাজে শরিক না হওয়ায় তাকে অপদস্ত করা হয়েছিল। যদিও অভিযোগ অস্বীকার মন্ত্রীর।
Body:
জানা গিয়েছে, এর আগে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় অশিক্ষক কর্মী নিয়োগের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এর মেয়ে সহ ঘনিষ্ঠদের নাম উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। এরপর দিনকয়েক আগে তুফানগঞ্জ এর এক তৃণমূল নেতা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নির্দেশে তিনি শিক্ষক নিয়োগের জন্য কাট মানি নিয়েছিলেন। এসব চাপানউতোর এর মধ্যেই এদিন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য দেবাশিস মজুমদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এর নাম না করে লেখেন পুরো উত্তরবঙ্গ এবং UBKV তে নন টিচিং নিয়োগ নিয়ে উনি যে পরিমাণ টাকা তুলেছেন, উনার তাবেদারী করা শিক্ষক ও অশিক্ষক কর্মীরা এবং কিছু আধিকারিক উনাকে যে পরিমাণ কাটমানি তুলতে সাহায্য করেছেন তা অনস্বীকার্য। এরা আমাকে কোন ভালো কাজ করতে দেয়নি। বর্তমান নিয়ামক আমার সময় নিয়ামক পদে আসীন হয়ে ও স্থায়ী সহ নিয়ামক যা অসহযোগিতা করেছেন তা ভোলার নয়। এসবের পেছনে ওই ভদ্রলোকের হাত ছিল। UBKV তে গবেষণা করতে চাইলে এনাকে স্যার স্যার করতে হবে। তিনি না চাইলে নিয়ামক, গবেষণা অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা কোনদিনই ওই পদগুলিতে স্থায়ী নিয়োগ করতে দেবেন না। তাহলে যে কাটমানি তোলার পথ বন্ধ হয়ে যাবে। আমি খুব খুশি যে জনগণ উনাকে শিক্ষা দিয়েছেন। আর উনার চাটুকাররা যদি এবার বিজেপি তে নাম লেখাতে থাকে তাহলে আমরাও তৈরি। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের সোশ্যাল মিডিয়ার এহেন পোষ্টে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ওই উপাচার্য দুর্নীতিপরায়ণ। নিজে দুর্নীতি করে আমার নামে মিথ্যে অভিযোগ করছে। পাশাপাশি ১৫ দিনের মধ্যে ওই পোস্ট না তুললে তার বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। যদিও দেবাশীষ বাবু জানান, উনি মামলা করতেই পারেন। জমিদাতাদের চাকরি না দিয়ে কাটমানি খেয়ে একই পরিবারের চারজনকে চাকরি দিয়েছেন।।# শুভঙ্কর সাহা। Conclusion:VICE PRINCIPAL ATTACK RABI GHOSH-SCRIPT-SHUBHANKOR
Last Updated : Jul 10, 2019, 12:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.