ETV Bharat / state

Rash Mela : কালীপুজো শেষ হতেই রাস উৎসবের প্রস্তুতি শুরু কোচবিহারে - কোচবিহার

রাস উৎসবে প্রস্তুতি শুরু করল কোচবিহার প্রশাসন ৷ তবে করোনা পরিস্থিতিতে মেলা হবে কি হবে না, তা নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও অবধি নেওয়া হয়নি ৷ আরও কয়েক দিনের পরিস্থিতি দেখে মেলার সিদ্ধান্ত নেবে প্রশাসন ৷

Cooch Behar Rash Mela
Cooch Behar Rash Mela
author img

By

Published : Nov 6, 2021, 2:48 PM IST

কোচবিহার, 6 নভেম্বর : কালীপুজো শেষ হতেই রাস উৎসবে প্রস্তুতি শুরু হয়েছে কোচবিহারে ৷ শতবর্ষ প্রাচীন রাস উৎসব এবারেও জেলায় অনুষ্ঠিত হবে । তবে করোনার কারণে মেলা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি ৷ কোচবিহার পৌরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন মিনা তর বলেন, "মেলা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি । আরও কয়েকদিন করোনা পরিস্থিতি দেখে তারপরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।"

কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ড সূত্রে জানা গিয়েছে, 1812 সাল নাগাদ মহারাজা হরেন্দ্রনারায়ণ ভেটাগুড়িতে রাসপূর্ণিমা দিন বিশেষ পুজো করে রাজপ্রাসাদে প্রবেশ করেন । সেই উপলক্ষ্যে ভেটাগুড়িতে 15 দিন ব্যাপি মেলা বসে । পরবর্তীতে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্রনারায়ণ বৈরাগীদিঘির পাড়ে মদনমোহন মন্দির গড়ে তুললে সেখানে রাস উৎসব শুরু হয় । পাশাপাশি মন্দিরের পাশের মাঠে বিশাল এলাকা জুড়ে বসে মেলা যা উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মেলা বলে পরিচিত । আগে রাজারা রাসচক্র ঘুরিয়ে এই উৎসবের সূচনা করতেন ৷ বর্তমানে কোচবিহারের জেলাশাসক এই রাস উৎসবের সূচনা করেন । তবে করোনার কারণে গতবছর রাস উৎসবে মেলা বসেনি । এবারও মেলা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি প্রশাসন ।

এবছর রাস উৎসব শুরু হচ্ছে 18 নভেম্বর । প্রথা অনুযায়ী ওইদিন রাতে বিশেষ পুজোর পর রাসচক্র ঘুরিয়ে রাস উৎসবের সূচনা করবেন কোচবিহার দেবত্র ত্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলাশাসক পবন কাদিয়ান । এবছর রাস উৎসবের বাজেট করা হয়েছে 14 লক্ষ টাকা । জেলাশাসক পবন কাদিয়ান বলেন, ‘‘নিয়ম অনুযায়ী 15 দিন ব্যাপি রাস উৎসব চললেও মেলা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি ।’’

আরও পড়ুন : Kali Pujo 2021 : আটলা গ্রামে সাধক বামাক্ষ্যাপার কালীপুজো এখনও চলছে তন্ত্রমতে

কোচবিহার, 6 নভেম্বর : কালীপুজো শেষ হতেই রাস উৎসবে প্রস্তুতি শুরু হয়েছে কোচবিহারে ৷ শতবর্ষ প্রাচীন রাস উৎসব এবারেও জেলায় অনুষ্ঠিত হবে । তবে করোনার কারণে মেলা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি ৷ কোচবিহার পৌরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন মিনা তর বলেন, "মেলা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি । আরও কয়েকদিন করোনা পরিস্থিতি দেখে তারপরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।"

কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ড সূত্রে জানা গিয়েছে, 1812 সাল নাগাদ মহারাজা হরেন্দ্রনারায়ণ ভেটাগুড়িতে রাসপূর্ণিমা দিন বিশেষ পুজো করে রাজপ্রাসাদে প্রবেশ করেন । সেই উপলক্ষ্যে ভেটাগুড়িতে 15 দিন ব্যাপি মেলা বসে । পরবর্তীতে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্রনারায়ণ বৈরাগীদিঘির পাড়ে মদনমোহন মন্দির গড়ে তুললে সেখানে রাস উৎসব শুরু হয় । পাশাপাশি মন্দিরের পাশের মাঠে বিশাল এলাকা জুড়ে বসে মেলা যা উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মেলা বলে পরিচিত । আগে রাজারা রাসচক্র ঘুরিয়ে এই উৎসবের সূচনা করতেন ৷ বর্তমানে কোচবিহারের জেলাশাসক এই রাস উৎসবের সূচনা করেন । তবে করোনার কারণে গতবছর রাস উৎসবে মেলা বসেনি । এবারও মেলা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি প্রশাসন ।

এবছর রাস উৎসব শুরু হচ্ছে 18 নভেম্বর । প্রথা অনুযায়ী ওইদিন রাতে বিশেষ পুজোর পর রাসচক্র ঘুরিয়ে রাস উৎসবের সূচনা করবেন কোচবিহার দেবত্র ত্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলাশাসক পবন কাদিয়ান । এবছর রাস উৎসবের বাজেট করা হয়েছে 14 লক্ষ টাকা । জেলাশাসক পবন কাদিয়ান বলেন, ‘‘নিয়ম অনুযায়ী 15 দিন ব্যাপি রাস উৎসব চললেও মেলা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি ।’’

আরও পড়ুন : Kali Pujo 2021 : আটলা গ্রামে সাধক বামাক্ষ্যাপার কালীপুজো এখনও চলছে তন্ত্রমতে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.